Gold Price 2025: সপ্তাহান্তে সোনা কিনতে কত খরচ হবে ? আজ সাশ্রয়ের সুযোগ আছে কি ?
Gold Rate Today: সোনার দাম আজ সপ্তাহান্তে এসে শনিবারে ফের লাফ দিয়েছে। গতকাল অনেকটাই কমে গিয়েছিল দাম, ফলে সস্তায় সোনার গয়না গড়ানোর সুযোগ ছিল গ্রাহকদের কাছে

Gold Silver Price: সোনার দাম আজ সপ্তাহান্তে এসে শনিবারে ফের লাফ দিয়েছে। গতকাল অনেকটাই কমে গিয়েছিল দাম, ফলে সস্তায় সোনার গয়না গড়ানোর সুযোগ ছিল গ্রাহকদের কাছে আর আজ (Gold Price Today) আবার দাম বেড়ে গেল। সপ্তাহান্তে ২২ ফেব্রুয়ারি সোনা কিনলে সাশ্রয় হবে না। খরচ অনেকটাই বেশি পড়বে সোনার গয়নার। তবে বিয়ের মরশুমে সোনার চাহিদা রয়েছেই, তাই দোকানে যাওয়ার আগে আজকের দাম জেনে নিন একনজরে। প্রতিদিনই বাড়ে কমে এই মূল্যবান ধাতুর দাম। তবে এই কয়েক দিনে বাজেটের পর থেকে প্রতিদিনই বাড়ছে সোনার দাম। গতকাল খানিক সস্তা হয়েছে সোনা, তবে এখন কিনলে সাশ্রয় হবে কি আপনার ? দেখে নিন আজ গয়না গড়াতে কত খরচ হবে ?
আজকের সোনার দাম (২২ ফেব্রুয়ারি ২০২৫)
| সোনা | ওজন | দাম (টাকায়) |
| ২৪ ক্যারেট (Fine Gold 995) | ১ গ্রাম | ৮৬১৩ |
| ২২ ক্যারেট (কিনতে গেলে) | ১ গ্রাম | ৮১৮৫ |
| ২২ ক্যারেট (বেচতে গেলে) | ১ গ্রাম | ৭৮৩৭ |
| ১৮ ক্যারেট | ১ গ্রাম | ৬৭২০ |
| রুপো (৯৯৯) | ১ কেজি | ৯৬,৫০৩ |
সোনার দাম বাড়া বা কমা অনেক কিছুর উপর নির্ভর করে। আন্তর্জাতিক বাজারের সঙ্গে সরাসরি সম্পর্কিত সোনা রুপোর দাম। সোনার একাধিক প্রকার রয়েছে। সবচেয়ে বিশুদ্ধ সোনা ২৪ ক্যারাটের, যদিও এই সোনায় গয়না গড়া হয় না। সঞ্চয়ের জন্য যাঁরা সোনার বার বা কয়েন কেনেন, তাঁরাই পাকা সোনা কেনেন। এরপর সামান্য খাদ মিশয়ে তৈরি হয় গয়নার সোনা, যা সাধারণত ২২ ক্যারেটের হয়। যত খাদ মেশানো হয় সোনায় তত ক্যারেট কমবে। এর পরে ১৮ ও ১৪ ক্যারেটের সোনাও পাওয়া যায়। হিরে বা পাথর সেটিংয়ের গয়নার জন্য ওই ক্যারেটের সোনা ব্যবহার করা হয়।
*১৯৯৩ সালে তৈরি হয় স্বর্ণশিল্প বাঁচাও কমিটি। গোটা রাজ্যেই কার্যকর এই সংগঠন। স্বর্ণশিল্পী এবং স্বর্ণ ব্যবসায়ীদের নিয়ে এই সংগঠনের কার্যকলাপ। বর্তমানে এর কার্যনির্বাহী সভাপতি সমর কুমার দে।
(মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। )
আরও পড়ুন: Loan Payment: মেয়াদের আগেই মিটিয়ে দিতে চান ঋণ ? জরিমানা কাটতে পারবে না ব্যাঙ্ক, কড়া নিয়ম আনছে RBI






















