Gold Price: সপ্তাহান্তে সোনা কিনতে টান পড়বে পকেটে, এক লাফে কত বাড়ল দাম ? দেখুন রেটচার্টে
Gold Silver Price on 23 August: ভারতে যে কোনও উৎসবে বা শুভ কাজে সোনা কেনা বা উপহার দেওয়ার রীতি রয়েছে। অনেকে সোনাকে আবার বিনিয়োগের মাধ্যম হিসেবেও দেখে।

Gold Rate: সোনার দামে ব্যাপক লাফ আজ শনিবারে। কলকাতার বাজারে গতকালের থেকেও দাম (Gold Price Today) বেড়ে গিয়েছে সোনা ও রুপোর। এক লাখের গণ্ডি পেরিয়েছে সোনা আবার। ফের আকাশছোঁয়া হবে দাম ? আজ সোনা কিনতে গেলে ২২ ক্যারাটের দামে পকেটে টান পড়তে পারে। এক গ্রামের দাম প্রায় ১০০ টাকা বেড়ে গিয়েছে আর রুপোর ক্ষেত্রে এক কেজিতে হাজার দুয়েক টাকা বেড়ে গিয়েছে দাম। দেখে নিন আজকের রেটচার্ট।
সোনা কেনাকে শুভ
আজকের সোনার দাম ( ২৩ অগাস্ট, ২০২৫)
| সোনা | ওজন | দাম (টাকায়) |
| ২৪ ক্যারেট (Fine Gold 995) | ১ গ্রাম | ১০০১০ |
| ২২ ক্যারেট (কিনতে গেলে) | ১ গ্রাম | ৯৫১০ |
| ২২ ক্যারেট (বেচতে গেলে) | ১ গ্রাম | ৯১০৯ |
| ১৮ ক্যারেট | ১ গ্রাম | ৭৮০৫ |
| রুপো (৯৯৯) | ১ কেজি | ১,১৬,৭৩২ |
*১৯৯৩ সালে তৈরি হয় স্বর্ণশিল্প বাঁচাও কমিটি। গোটা রাজ্যেই কার্যকর এই সংগঠন। স্বর্ণশিল্পী এবং স্বর্ণ ব্যবসায়ীদের নিয়ে এই সংগঠনের কার্যকলাপ। বর্তমানে এর কার্যনির্বাহী সভাপতি সমর কুমার দে।
সোনা কেনার সময় কী কী বিষয় খেয়াল রাখবেন
সার্টিফায়েড সোনা: শুধুমাত্র ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডসের পক্ষ থেকে সার্টিফাই করা সোনা কিনুন।
বিশুদ্ধতা: সোনার বিশুদ্ধতা সাধারণত ক্যারেটে মাপা হয়। কত ক্যারেটের সোনা (Gold Price Today) কিনছেন, দেখে নিন। প্রতি ক্যারেটের দাম আলাদা। সোনার দাম: যেদিন সোনা কিনছেন, সেদিন সোনার দাম কত, দেখে নিন। তারপর দোকানের দাম যাচাই করুন।
সোনার গয়নার মেকিং চার্জ: গয়না কেনার সময় গয়নার নকশা এবং বেশ কিছু বিষয়ের উপর মেকিং চার্জ নির্ভর করে। ভাল করে বুঝে নিন, মেকিং চার্জ বাবদ আপনাকে কত টাকা দিতে হবে।
সোনা বিক্রির নিয়ম বা বাই-ব্যাকের নিয়ম: গয়না কেনার ক্ষেত্রে বাই-ব্যাক পলিসি জেনে রাখা জরুরি। সেলস পার্সনদের থেকে নিশ্চিত হয়ে নিন, ভবিষ্যতে এই সোনা জুয়েলার্সের কাছে বিক্রি করলে কতটা অর্থ ফেরত পাবেন।






















