India-UK FTA Deal: ব্রিটেনের সঙ্গে ঐতিহাসিক বাণিজ্য চুক্তি ভারতের, দাম কমবে এই সমস্ত জিনিসের; আর কী কী সুবিধে ভারতীয়দের ?
India-UK Trade Deal: এই মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হয়েছে, এবার কার্যকর হলে ব্রিটেনের বাজারে ৯৯ শতাংশ ভারতীয় পণ্যের উপর শুল্ক প্রত্যাহার করে নেওয়া হবে।

India-UK Trade Deal: প্রায় তিন বছর ধরে দীর্ঘ আলোচনার পরে ভারত ও ব্রিটেনের মধ্যে একটি ঐতিহাসিক মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছে। গতকাল মঙ্গলবার বিশ্বের পঞ্চম বৃহত্তর অর্থনীতির দেশ ভারত এবং ষষ্ঠ বৃহত্তম অর্থনীতির দেশ (India-UK FTA Deal) ব্রিটেনের মধ্যে বাণিজ্য চুক্তি সম্পন্ন হয়েছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়র স্টার্মারের সঙ্গে ফোনে এই বিষয়ে (Free Trade Agreement) কথা হওয়ার পরে এই চুক্তি সম্পন্ন হয়েছে বলেই জানানো হয়।
এই চুক্তিকে একটি ঐতিহাসিক মাইলফলক হিসেবে আখ্যা দেওয়া হয়েছে। এই বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়েছেন ভারত ও ব্রিটেনের দ্বৈত অবদান চুক্তির ফলে পারস্পরিকভাবে উপকারি মুক্তি বাণিজ্য চুক্তি (Free Trade Agreement) সফলভাবে সম্পন্ন হয়েছে। তিনি জানান যে এই ঐতিহাসিক চুক্তিগুলি ভারতের ব্যাপক কৌশলগত অংশীদারিত্বকে আরও গভীরে প্রসারিত করবে, উভয় দেশের অর্থনীতিতে বাণিজ্য, বিনিয়োগ, প্রবৃদ্ধি, কর্মসংস্থান তৈরি করবে।
কী হবে এই চুক্তিতে
এই ঐতিহাসিক বাণিজ্য চুক্তির (Free Trade Agreement) ফলে চামড়া, জুতো, পোশাকের মত শ্রমসাধ্য পণ্যের রফতানির উপর থেকে শুল্ক প্রত্যাহার করে নেওয়া হবে। অন্যদিকে ব্রিটেন থেকে হুইস্কি, গাড়ির আমদানিও সস্তা হবে। এই চুক্তির মাধ্যমে ২০৩০ সালের মধ্যে দুই দেশের অর্থনীতিতে বাণিজ্য দ্বিগুণ হয়ে ১২০ বিলিয়ন ডলারে পৌঁছাবে বলেই আশা করা হচ্ছে।
এই মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হয়েছে, এবার কার্যকর হলে ব্রিটেনের বাজারে ৯৯ শতাংশ ভারতীয় পণ্যের উপর শুল্ক প্রত্যাহার করে নেওয়া হবে। ভারতের কর্মীরা ব্রিটেনের অভিবাসন নীতিতে কোনও বদল ছাড়াই (India-UK FTA Deal) ভ্রমণ করতে পারবেন। তাছাড়া ভারতীয় পোশাক, হিমায়িত চিংড়ি, গহনা, রত্নের উপর থেকেও শুল্ক তুলে নেওয়া হবে।
ব্রিটেন থেকে আসা হুইস্কির উপর শুল্ক কমানো হয়েছে
ব্রিটেন থেকে আমদানি করা হুইস্কি ও জিনের মত মদের উপর বিভিন্ন ধরনের আরোপিত শুল্ক কমানো হবে এবার। উভয় দেশের কোটার অধীনে গাড়ি আমদানির উপরে শুল্ক হবে মাত্র ১০ শতাংশ। এর ফলে উপকৃত হবে টাটা-জেএলআরের মত সংস্থাগুলি। কিছু কিছু ভারতীয় পণ্যের উপর কোনও কর থাকবে না ব্রিটেনে, এর মধ্যে রয়েছে – খনিজ, রাসায়নিক, রত্ন, গহনা, প্লাস্টিক, রবার, কাঠ, কাগজ, টেক্সটাইল, কাচ, সিরামিক, যান্ত্রিক ও বৈদ্যুতিন যন্ত্রপাতি, অস্ত্র, গোলাবারুদ, যানবাহন, আসবাবপত্র, ক্রীড়া সামগ্রী, পশুজাত পণ্য, প্রক্রিয়াজাত খাদ্য সামগ্রী।






















