LIC Q3 Income: আট মাসে বিমা বিক্রি ১.২৯ কোটি, তৃতীয় ত্রৈমাসিকে বেড়েছে আয়, আশঙ্কা আদানি প্রশ্নেই
LIC Net Income: নিয়ন্ত্রক সংস্থার কাছে জমা দেওয়া হিসেবে এই পরিসংখ্যান তুলে ধরেছে LIC.
![LIC Q3 Income: আট মাসে বিমা বিক্রি ১.২৯ কোটি, তৃতীয় ত্রৈমাসিকে বেড়েছে আয়, আশঙ্কা আদানি প্রশ্নেই LIC Net Income Jumps To RS 8,334 Crore In Q3 of 2022 LIC Q3 Income: আট মাসে বিমা বিক্রি ১.২৯ কোটি, তৃতীয় ত্রৈমাসিকে বেড়েছে আয়, আশঙ্কা আদানি প্রশ্নেই](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/02/09/7aa190aa232dec12dce19ae93a9855141675961168487338_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি: আদানি গোষ্ঠীতে (Adani Group Crisis) বিনিয়োগের কথা সামনে আসতেই ঘনিয়ে এসেছে আশঙ্কার মেঘ। সেই আবহে ২০২২-'২৩ অর্থবর্ষের তৃতীয় ত্রৈমাসিকে ভারতীয় জীবন বিমা সংস্থার আয় সামনে এল (Life Insurance Corporation)। তাতে LIC-র আয় একধাক্কায় বেড়ে ৮ হাজার ৩৩৪ কোটি ৩০ লক্ষে পৌঁছল। এর আগে, ২০২১-'২২ অর্থবর্ষের তৃতীয় ত্রৈমাসিকে LIC-র আয় ছিল ২৩৫ কোটি টাকা।
তৃতীয় ত্রৈমাসিকে ভারতীয় জীবন বিমা সংস্থার আয় সামনে এল
একই সঙ্গে, ২০২২-'২৩ অর্থবর্ষের তৃতীয় ত্রৈমাসিকে LIC-র জীবন বিমার প্রিমিয়ামের মোট অঙ্ক ছুঁয়েছে ১ লক্ষ ১১ লক্ষ ৭৮৭ কোটিতে গিয়ে পৌঁছেছে। এর আগের বছর অর্থাৎ, ২০২১-'২২ অর্থবর্ষের তৃতীয় ত্রৈমাসিকে LIC-র জীবন বিমার প্রিমিয়ামের মোট অঙ্ক ছিল ৯৭ হাজার ৬২০ কোটি ৩৪ লক্ষ টাকা। অর্থাৎ চলতি অর্থবর্ষের শেষ ত্রৈমাসিকে জীবন বিমার প্রিমিয়ামের অঙ্ক ১৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
নিয়ন্ত্রক সংস্থার কাছে জমা দেওয়া হিসেবে এই পরিসংখ্যান তুলে ধরেছে LIC. বিভিন্ন খাতে বিনিয়োগ থেকে তাদের আয় বেড়ে ৮৪ হাজার ৮৮৯ কোটি টাকা হয়েছে বলে জানিয়েছে তারা। এক বছর আগে এই আয় ছিল ৭৬ হাজার ৫৭৪ কোটি ২৪ লক্ষ টাকা। তবে এই হিসেব তুল্যমূল্য নয় বলে মত অর্থনৈতিক বিশেষজ্ঞদের। কারণ এক বছর আগে পর্যন্ত বাজারে LIC-র IPO ছিল না।
বিবৃতি প্রকাশ করে বৃহস্পতিবার LIC-র চেয়ারপার্সন বলেন, ‘LIC-তে অংশীদারিত্ব রয়েছে যাঁদের, তাঁদের আস্থা ধরে রাখতে দায়বদ্ধ আমরা। নন পার্টিসিপেটিং ব্যবসা হিসেবে লাভজনক উপায়ে, ধারাবাহিক ভাবে মুনাফা ধরে রাখাই আমাদের লক্ষ্য’। তবে ২০২২-’২৩ অর্থবর্ষের প্রথম নয় মাসে প্রিমিয়াম বাবদ আয় ৬৫.৩৮ শতাংশ বৃদ্ধি পাওয়াতেই LIC-র আয় বেড়েছে বলে মত অর্থনৈতিক বিশেষজ্ঞদের।
LIC জানিয়েছে, গত বছর এপ্রিল থেকে ডিসেম্বর মাসের মধ্যে ১.২৯ কোটি বিমা বিক্রি করেছে তারা। তাতেই প্রিমিয়াম বাবদ আয়ে গত বছরের তুলনায় ১.৯২ শতাংশ বৃদ্ধি লক্ষ্য করা গিয়েছে। বিনিয়োগ থেকে আয় বেড়েছে ১০ শতাংশ। তৃতীয় ত্রৈমাসিকের হিসেবে ৮৫ হাজার কোটি টাকা, গত বছরের তৃতীয় ত্রৈমাসিকে যা ছিল প্রায় ৭৭ হাজার কোটি টাকা।
গত বছর এপ্রিল থেকে ডিসেম্বর মাসের মধ্যে ১.২৯ কোটি বিমা বিক্রি
সম্প্রতি আমেরিকার হিন্ডেনবার্গ রিসার্চ সংস্থার রিপোর্টে আদানি গোষ্ঠীর বিরুদ্ধে কারচুপি, জালিয়াতির অভিযোগ তোলা হয়। তার পর থেকেই আদানি গোষ্ঠীর শেয়ার কার্যত ধসে গিয়েছে। তার পরই জানা যায়, আদানি গোষ্ঠীর শেয়ারে প্রায় ৩৬ হাজার কোটির বিনিয়োগ রয়েছে LIC-র। গত ২৫ জানুয়ারি থেকে LIC-র বিনিয়োগ থাকা ওই শেয়ারে ৬০ শতাংশ পতন ঘটেছে। তাতে LIC-তে বিনিয়োগ ঘিরে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)