20 Rs Note: নতুন ২০ টাকা শীঘ্রই আসছে বাজারে, পুরনো নোট কী বাতিল হবে ? RBI স্পষ্ট করল এই বিষয়ে
RBI News : সম্প্রতি এই বিষয়ে স্পষ্ট করল রিজার্ভ ব্যাঙ্ক (RBI)।

RBI News : এখনও বাজারে আসেনি, তার আগেই ২০ টাকার নোট (20 Rs Note) নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে বাজারে। অনেকেই বলতে শুরু করেছেন, তবে কি পুরনো ২০ টাকার (Old 20 Rs) বাতিল হয়ে যাবে ? সম্প্রতি এই বিষয়ে স্পষ্ট করল রিজার্ভ ব্যাঙ্ক (RBI)।
কোথায় আলাদা হবে এই নোট
আরবিআই শীঘ্রই মহাত্মা গান্ধী সিরিজের নতুন ২০ টাকার নোট বাজারে আনবে। এতে নতুন আরবিআই গভর্নর সঞ্জয় মালহোত্রার স্বাক্ষর থাকবে। এই নতুন নোটগুলির নকশা ও বৈশিষ্ট্য বর্তমান ২০ টাকার নোটের মতোই থাকবে, কেবল স্বাক্ষর আপডেট করা হবে। অর্থাৎ, রং, আকার, সুরক্ষা বৈশিষ্ট্য সবই একই থাকবে। আরবিআই গভর্নর পরিবর্তনের পর এই পরিবর্তন একটি স্বাভাবিক প্রক্রিয়া।
এখন পুরনো ২০ টাকার নোটের কী হবে?
সঞ্জয় মালহোত্রা ১১ ডিসেম্বর ২০২৪ তারিখে তিন বছরের জন্য ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের ২৬ তম গভর্নর হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। সংবাদ সংস্থা এএনআই-এর এক প্রতিবেদন অনুসারে, রিজার্ভ ব্যাঙ্ক স্পষ্ট করে জানিয়েছে- আগের গভর্নরদের আমলে বাজারে আনা সব বর্তমান ২০ টাকার নোটের লেনদেনে বজায় থাকবে। এই নিয়ে বিভ্রান্ত হওয়ার কোনও প্রয়োজন নেই।
১৯৩৪ সালের আরবিআই আইনের বিধান অনুসারে, ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক কর্তৃক জারি করা সব নোট ভারতে লেনদেনের জন্য সম্পূর্ণ বৈধ, যতক্ষণ না সেগুলি প্রচলন থেকে প্রত্যাহার করা হচ্ছে। ভারতে ব্যাঙ্ক নোট মুদ্রণের বিষয়টি চারটি ছাপাখানায় করা হয়। এর মধ্যে দুটি ভারত সরকার সিকিউরিটি প্রিন্টিং অ্যান্ড মিন্টিং কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডের মাধ্যমে পরিচালনা করে।
পুরাতন নোট বিনিময়ের প্রয়োজন নেই
নতুন এই ২০ টাকার নোটে মহাত্মা গান্ধীর ছবি আরও স্পষ্ট হবে। এছাড়াও, নম্বর প্যাটার্ন, ওয়াটার মার্ক ও আরও সুরক্ষিত হবে। এটি প্রকাশের সঙ্গে সঙ্গে বাজারে লেনদেনের জন্য পুরাতন ও নতুন উভয় নোট ব্যবহার করা যাবে। এর অর্থ হলস নতুন নোট আনার পরেও, পুরাতন নোট ব্যাঙ্কে বিনিময় বা জমা করার প্রয়োজন হবে না। নতুন নোটগুলি ব্যাঙ্ক ও এটিএম থেকে পাওয়া যাবে।
অতীতে ৫০০ ও ১০০০ টাকার নোটবন্দি করেছিল সরকার। সেই সময় কালো টাকার কারবার রুখতে এই ধরনের নোটবন্দির কথা বলেছিল কেন্দ্র। তার পর থেকেই বেশিরভাগ ব্যাঙ্কের এটিএমে ১০০ টাকার খুচরো পাওয়া দুষ্কর হয়ে গিয়েছে। কোনও এটিএমে গেলেই আপনাকে ৫০০ গুণিতকে টাকা নিতে হবে।






















