Patanjali Ayurved : সোরিয়াসিসের ভেষজ চিকিৎসায় সাফল্য, মেডিক্যাল জার্নালে প্রকাশ পেল পতঞ্জলির গবেষণা
Baba Ramdev : 'সোরিয়াসিস'-এর চিকিৎসায় মাইলফলক পতঞ্জলির।

Baba Ramdev : এবার ত্বকের জটিল চিকিৎসায় বড় সাফল্যের দাবি করল পতঞ্জলি আয়ুর্বেদ। সংস্থার মতে, 'সোরিয়াসিস'-এর চিকিৎসায় মাইলফলক অর্জন করেছে তারা। সম্প্রতি এই রোগের ওপর সংস্থার গবেষণা টেলর অ্য়ান্ড ফ্রান্সিস গ্রুপের মেডিক্যাল জার্নাল অফ ইনফ্ল্যামেশন রিসার্চে প্রকাশিত হয়েছে।
Patanjali Ayurved : কী দাবি করেছে পতঞ্জলি
পতঞ্জলি দাবি করেছে, সংস্থার গবেষকরা সোরোগ্রিট ট্যাবলেট ও দিব্য তৈলা তৈরি করেছে, যা সোরিয়াসিসের চিকিৎসায় কার্যকর প্রমাণিত হয়েছে। পতঞ্জলির সহ-প্রতিষ্ঠাতা আচার্য বালকৃষ্ণ জানান, এই গবেষণায় আয়ুর্বেদের শক্তি সামনে এসেছে।
Baba Ramdev : সোরিয়াসিস আসলে কী ?
সোরিয়াসিস একটি দীর্ঘমেয়াদি অটোইমিউন রোগ যা লাল ফুসকুড়ি, রূপোলি আঁশের মতো ত্বকে স্তর তৈরি করে। এই রোগে ত্বব খুব চুলকায়। এই রোগ রোগীদের শারীরিক ও মানসিকভাবে কষ্ট দেয়। পতঞ্জলি বলেছে, অ্যালোপ্যাথিতে সাধারণত এর লক্ষণগুলি কমানোর চেষ্টা করা হয়, তবে ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া হওয়ার ঝুঁকি থাকে। তাছাড়া এখনও পর্যন্ত এর স্থায়ী কোনও চিকিৎসা নেই বলে জানিয়েছেন আচার্য বালকৃষ্ণ।
Patanjali Ayurved : প্রাকৃতিক ভেষজ নিয়ে পতঞ্জলির গবেষণা
সংস্থার তরফে জানানো হয়েছে, প্রাকৃতিক ভেষজ ব্যবহার করে সোরিয়াসিস নিরাময় এখন তাদের কাছে চ্যালেঞ্জ। পতঞ্জলি জানিয়েছে, তাদের গবেষকরা দুটি ভিন্ন প্রিক্লিনিকাল মডেলে ইঁদুরের একটি সোরিয়াসিস অবস্থা তৈরি করেছে। পরে সেখানে ত্বকে সোরোগ্রিট ট্যাবলেটের পাশাপাশি দিব্য তৈল ব্যবহার করেছে। এই পরীক্ষাগুলিতে ইতিবাচক ফলাফল দিয়েছে, যা এই ওষুধের কার্যকারিতা প্রমাণ করে। এই গবেষণাটি দেখায় যে আয়ুর্বেদিক চিকিত্সা শুধুমাত্র নিরাপদ নয় বরং গুরুতর অসুস্থতার স্থায়ী সমাধানও হতে পারে।"
Baba Ramdev : আমাদের লক্ষ্য হল চিকিৎসাকে সাশ্রয়ী ও সহজলভ্য করা: বালকৃষ্ণ
আচার্য বালকৃষ্ণ বলেন, পতঞ্জলি আয়ুর্বেদ প্রতিদিন সাধারণ মানুষের কাছে চিকিৎসাকে ব্যবস্থাকে সাশ্রয়ী করার উদ্যোগ নিয়েছে। পতঞ্জলির লক্ষ্য হল প্রাকৃতিক ও সাশ্রয়ী মূল্যের চিকিত্সাগুলি মানুষের কাছে তুলে ধরা। এই গবেষণাটি শুধুমাত্র ভারতে নয়, সারা বিশ্ব জুড়ে সোরিয়াসিসে আক্রান্ত ব্যক্তিদের জন্য একটি আশার আলো দেখাতে পারে। পতঞ্জলির এই প্রচেষ্টা আধুনিক বিজ্ঞানের সঙ্গে আয়ুর্বেদের সমন্বয় করে স্বাস্থ্য ক্ষেত্রে বিপ্লব করার একটি উল্লেখযোগ্য পদক্ষেপ বলে দাবি করেন আচার্য ।
Patanjali News: যোগগুরু বাবা রামদেবের সংস্থা পতঞ্জলি বাজারে তাদের গোলাপ সরবত নিয়ে প্রতিযোগিতায় নেমেছে এতদিন ধরে চলে আসা কৃত্রিম পানীয়গুলির সঙ্গে যাতে বেশিরভাগ সময়েই অত্যধিক মাত্রায় চিনি দেওয়া থাকে, থাকে প্রিজারভেটিভ, কৃত্রিম রং। সংস্থার দাবি যে, এই গোলাপ সরবত (Rose Sharbat) যে শুধু সতেজতা এনে দেয় বা সুস্বাদু তাই নয়, বরং এটি আয়ুর্বেদিক উপায়ে প্রস্তুত করা হয়েছে। পতঞ্জলির (Patanjali) লক্ষ্য হল ক্ষতিকর ক্যাফেইন, সোডা, পানীয় থেকে সরে এসে যাতে মানুষ প্রাকৃতিক স্বাস্থ্যকর বিকল্পের দিকে ঝুঁকে পড়ে।






















