Paytm Share Price: NPCI-এর ছাড়পত্র পেতেই লাফ দিল পেটিএমের শেয়ার, আরও কী বাড়বে দাম ?
Paytm Share: শুক্রবার সকালে পেটিএমের (Paytm Share Price) মূল কোম্পানি ওয়ান ৯৭ কমিউনিকেশনের শেয়ারের দাম ১৭.৬৫ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ৩৭০ টাকার স্তরে।
Paytm NPCI NOD: গতকালই ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়ার তরফ থেকে থার্ড পার্টি অ্যাপ প্রোভাইডার হিসেবে ছাড়পত্র পেয়ে গিয়েছে পেটিএম। মাল্টিব্যাঙ্ক মডেলের অধীনে ইউপিআই লেনদেনে ছাড়পত্র পেয়েছে পেটিএম। জানা গিয়েছে চারটি ব্যাঙ্ক প্রাথমিকভাবে পেটিএমের (Paytm Share Price) সঙ্গে পেমেন্ট পরিষেবাদাতা হিসেবে কাজ করবে এই লেনদেনের জন্য। আর এই আবহেই শুক্রবার সকালে পেটিএমের শেয়ারের দাম এক লাফে বাড়ল ৫ শতাংশ।
দাম বাড়ল পেটিএমের শেয়ারের
শুক্রবার সকালে পেটিএমের (Paytm Share Price) মূল কোম্পানি ওয়ান ৯৭ কমিউনিকেশনের শেয়ারের দাম ১৭.৬৫ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ৩৭০ টাকার স্তরে। অর্থাৎ ৫ শতাংশ বাড়ে শেয়ারের দাম। আজ ১৫ মার্চ পেটিএমে পেমেন্টস ব্যাঙ্কের ইউপিআই লেনদেনের শেষ দিন। আগামীকাল থেকে আর পেমেন্টস ব্যাঙ্কে কোনও লেনদেন হবে না। NPCI-এর ছাড়পত্র পাওয়ার পরে ওয়ান ৯৭ কমিউনিকেশন এবার থেকে ইউপিআই পরিষেবার জগতেও পা রাখল। এর মাধ্যমে মার্চেন্ট ও গ্রাহকের মধ্যে ইউপিআই লেনদেন ও অটো ম্যান্ডেটগুলি নিরবিচ্ছিন্নভাবে সমাধান হবে।
ছাড়পত্র পেয়েছে পেটিএম
এর আগে এই TPAP লাইসেন্স ছিল পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের (Paytm Share Price) কাছে, আর যেহেতু পেটিএমের নিজস্ব একটি ব্যাঙ্ক ছিল ফলে তাঁর আলাদা করে ছাড়পত্রের দরকার ছিল না। ফোন পে বা গুগল পে-র মত আলাদা ছাড়পত্রের দরকার পড়েনি আগে। তবে এবার পেমেন্টস ব্যাঙ্কের কার্যক্রম রিজার্ভ ব্যাঙ্কের নিষেধাজ্ঞার পর বন্ধ হয়ে যাওয়ার কারণে পেটিএমের পৃথক ছাড়পত্রের দরকার পড়ল।
চারটি ব্যাঙ্কের সঙ্গে লেনদেন
মূলত চারটি ব্যাঙ্কের সঙ্গে হবে পেটিএমের (Paytm Share Price) পেমেন্ট পরিষেবা সংক্রান্ত লেনদেন হবে- স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ইয়েস ব্যাঙ্ক, অ্যাক্সিস ব্যাঙ্ক এবং এইচডিএফসি ব্যাঙ্ক। এদের মধ্যে এখন ইয়েস ব্যাঙ্ককে সামলাতে হবে পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের এখনকার ইউপিআই ব্যবহারকারীর সমস্ত অ্যাকাউন্ট। এর মাধ্যমে NPCI-এর তত্ত্বাবধানে ব্যবহারকারীরা ইউপিআই লেনদেন চালিয়ে যেতে পারবেন, অটো ম্যান্ডেটও চলবে নির্বিঘ্নে। তবে এর মধ্যে খুব শীঘ্রই সমস্ত অ্যাকাউন্ট স্থানান্তরিত করে নেওয়ার নির্দেশ দিয়েছে NPCI।
( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)
আরও পড়ুন: Petrol Diesel Price: ভোটের আগে জ্বালানির দরে বড় বদল, আজ কলকাতায় পেট্রোল ও ডিজেলের দর কী ?