Railway Luggage Rules: ট্রেন সফরে বিনামূল্যে কত লাগেজ নিয়ে যাওয়া যায় ? এসি হোক বা স্লিপার- এই ওজনের বেশি হলেই দিতে হবে বাড়তি টাকা
Indian Railway: ভারতীয় রেলওয়ের নিয়ম অনুসারে এসি ফার্স্টক্লাস কামরায় ভ্রমণরত ব্যক্তি কোনও বাড়তি চার্জ ছাড়াই ৭০ কেজি পর্যন্ত লাগেজ নিয়ে যেতে পারবেন নিজের সঙ্গে। অন্য কামরার জন্য কী নিয়ম ?

Indian Railway: প্রতিদিন কোটি কোটি মানুষ দেশের এক প্রান্ত থেকে অন্যত্র ট্রেনের মাধ্যমে সফর করে চলেছেন। আর এই ট্রেন সফরকালে অনেকক্ষেত্রেই লাগেজ নিয়ে সমস্যায় পড়তে হয়। টিকিট বুক করা আগে এটা জেনে রাখা ভাল যে ট্রেনে (Railway Luggage Rules) ঠিক কত লাগেজ নিয়ে উঠতে পারেন আপনি ? আপনার টিকিটের সাপেক্ষে ঠিক কত লাগেজ বিনামূল্যে নিয়ে যেতে পারেন ? ভারতীয় রেলওয়ের নিয়ম অনুসারে একেক ক্লাসের কামরার জন্য লাগেজ নেওয়ার নিয়ম একেক রকম রয়েছে।
ভারতীয় রেলওয়ের নিয়ম অনুসারে এসি ফার্স্টক্লাস কামরায় ভ্রমণরত ব্যক্তি কোনও বাড়তি চার্জ ছাড়াই ৭০ কেজি পর্যন্ত লাগেজ নিয়ে যেতে পারবেন নিজের সঙ্গে, আর এসি টু টায়ার কামরায় (Railway Luggage Rules) আপনি নিজের সঙ্গে বিনামূল্যে নিয়ে যেতে পারেন ৫০ কেজি পর্যন্ত লাগেজ। অন্যদিকে এসি থ্রি টায়ার ও স্লিপার ক্লাসের যাত্রীদের জন্য নিয়ম রয়েছে তারা তাদের টিকিটের অধীনে বিনামূল্যে ৪০ কেজি পর্যন্ত লাগেজ সঙ্গে করে নিয়ে যেতে পারবেন। সবশেষে সেকেন্ড সিটিং বা জেনারেল ক্লাসের যাত্রীরা বাড়তি কোনও চার্জ ছাড়াই নিতে পারবেন ৪৫ কেজি পর্যন্ত লাগেজ। এগুলিকে রেলওয়ের নিয়মে ফ্রি অ্যালাউয়েন্স বলে চিহ্নিত করা হয়েছে যার মধ্যে ব্যক্তিগত মালপত্রও অন্তর্ভুক্ত রয়েছে।
আর এই ওজন সীমার বেশি ওজনের লাগেজ নিয়ে উঠলে রেলওয়ের নিয়মে টিকিট পরীক্ষক স্ট্যান্ডার্ড লাগেজ রেটের ১.৫ গুণ পর্যন্ত অতিরিক্ত টাকা দাবি করতে পারেন। মনে রাখতে হবে ৫ বছর থেকে ১২ বছর বয়স পর্যন্ত শিশুদের ক্ষেত্রে উল্লিখিত ওজনের অর্ধেক হিসেবে লাগেজ বহন করার নিয়ম রয়েছে। অতিরিক্ত ওজনের লাগেজ নিয়ে উঠলে লাগেজ স্কেল রেট ৫০ টাকার ৬ গুণ পর্যন্ত বেশি টাকা অর্থাৎ ৩০০ টাকা পর্যন্ত বাড়তি দাবি করতে পারে রেলওয়ে। তবে রেলের তরফ থেকে বলা হয়েছে অতিরিক্ত মালপত্র সঙ্গে থাকলে তা ফ্রি অ্যালাউয়েন্সের বেশি ওজন হলে সেগুলি নিতে হবে ব্রেক ভ্যানে এবং এর জন্য লাগেজ পিছু ৩০ টাকা ওজন বুকিং করতে হবে।
এ ছাড়াও যাত্রীরা তাদের সঙ্গে বগিতে ১০০ সেমি×৬০ সেমি×২৫ সেমি (দৈর্ঘ্য×প্রস্থ×উচ্চতার) লাগেজ বহন করতে পারেন। তবে এর বেশি লাগেজের জন্য যাত্রীদের একটি ব্রেক ভ্যান বুক করতে হবে। দীর্ঘদিন ধরেই এই নিয়ম চলে আসছে। এতে নতুন কোনও পরিবর্তন করা হয়নি।
সম্পূর্ণ নিয়ম জেনে নিন এখানে






















