Salary Account : আপনার স্যালারি অ্যাকাউন্টেই আছে এত সুবিধা, আগে জানতেন ?
Bank News: এটিও রেগুলার ব্যাঙ্ক অ্যাকাউন্টের মতোই যা নিয়োগকর্তা কর্মীদের মাসিক বেতন দেওয়ার জন্য খুলে দেন।

Bank News: আমরা অনেকেই জানি না স্যালারি অ্যাকাউন্টের (Salary Account) এই সুফলগুলি সম্পর্কে। স্যালারি অ্যাকাউন্ট বলতে সাধারণত আমরা কোম্পানির দেওয়া অ্যাকাউন্টকেই বুঝি। এটিও রেগুলার ব্যাঙ্ক অ্যাকাউন্টের ( Bank News ) মতোই যা নিয়োগকর্তা কর্মীদের মাসিক বেতন দেওয়ার জন্য খুলে দেন।
Salary Account : এর মাধ্যমে বেতন দেওয়ার প্রক্রিয়া আরও সহজ হয়। পাশাপাশি অ্যাকাউন্টহোল্ডারও কিছু অতিরিক্ত সুবিধা পায়। স্যালারি অ্যাকাউন্টেরও রয়েছে কিছু সুবিধা, যে বিষয়ে অনেকেই জানি না আমরা।
১ এই অ্যাকাউন্টেও আছে বিমা কভারেজ: কিছু বেতন অ্যাকাউন্ট দুর্ঘটনাজনিত মৃত্যু কভারেজ বা স্বাস্থ্য বিমা কভারেজ অফার করে। বেশ কয়েকটি ব্যাঙ্কে রয়েছে এই সুবিধা।
২ ঋণে আকর্ষণীয় সুদের হার: স্য়ালারি অ্যাকাউন্টধারকরা আরও ভাল সুদের হার পেতে পারেন। ব্যাঙ্কগুলি এই ধরনের লোকদের জন্য বিভিন্ন ঋণের অপশন অফার করে। এটাকে ঋণের ক্ষেত্রে ‘প্রেফারেন্সিয়াল প্রাইসিং অফার’ বলা হয়।
৩ ওভারড্রাফ্টের সুবিধাও দেওয়া হয় : কিছু ব্যাঙ্ক স্যালারি অ্যাকাউন্টহোল্ডারদের ওভারড্রাফ্ট সুবিধা দেয়। এটি একটি স্বল্পমেয়াদি ঋণ যা গ্রাহকদের তাদের অ্যাকাউন্ট ব্যালেন্সের চেয়ে বেশি টাকা তুলতে দেয়।
৪ ডেডিকেটেড ব্যাঙ্কার সুবিধা: অনেক ব্যাঙ্ক স্যালারি অ্যাকাউন্টহোল্ডারদের প্রায়োরিটি সার্ভিস প্রদান করে। এমনকি তারা ডেডিকেটেড পার্সোনাল ব্যাঙ্কার ও অন্যান্য সুবিধাও অফার করে।
৫ অতিরিক্ত সুবিধা সহ ক্রেডিট কার্ড পাবেন: বেশ কয়েকটি ব্যাঙ্ক রয়েছে যা বেশ কয়েকটি অতিরিক্ত সুবিধা সহ ক্রেডিট কার্ড অফার করে অ্যাকাউন্টহোল্ডারকে।
৬ ডিম্যাট অ্যাকাউন্ট: বেশ কয়েকটি ব্যাঙ্ক স্যালারি অ্যাকাউন্টহোল্ডারদের একটি বিনামূল্যে ডিম্যাট অ্যাকাউন্ট খুলতে দেয়, যা তাদের স্টক মার্কেটে ট্রেডিং শুরু করতে বা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে সহায়তা করে।
৭ ক্রেডিট কার্ডের বার্ষিক ফি : কিছু ব্যাঙ্ক স্যালারি অ্যাকাউন্ট থাকা গ্রাহকদের দেওয়া ক্রেডিট কার্ডের বার্ষিক ফি মওকুফ করে। কেউ ডেবিট কার্ডের মাধ্যমে জ্বালানি সারচার্জও বাঁচাতে পারে।
এ ছাড়াও স্যালারি অ্যাকাউন্টের আরও বেশ কিছু সুবিধা রয়েছে। যেমন-আপনি ন্যূনতম ব্যালেন্স বজায় না রেখে একটি কার্যকরী অ্যাকাউন্ট রাখার সুবিধা পাবেন। তব মনে রাখবেন, এই সুবিধাগুলি ব্যাঙ্কের ওপর নির্ভর করে। সব ব্যাঙ্ক আপনি এক সুবিধা পাবেন এমনটা নয়।
আরও পড়ুন এখানে : Mutual Fund : বছরে দিয়েছে ৪০ শতাংশ রিটার্ন, এই তিন মিউচুয়াল ফান্ডের বিষয়ে জানেন ?






















