Stock Market: সপ্তাহশেষে ঊর্ধমুখী ভারতীয় শেয়ার বাজার! হাসি বিনিয়োগকারীদের মুখে
Share Market:সপ্তাহশেষে বাজার বন্ধের আগেরদিন- উর্ধ্বমুখী থাকল ভারতীয় শেয়ার বাজারের সূচক
কলকাতা: গত কয়েকদিনের ডামাডোল কাটিয়ে ঊর্ধ্বমুখী হল ভারতীয় শেয়ার বাজার। সপ্তাহশেষে বাজার বন্ধের আগেরদিন- উর্ধ্বমুখী থাকল ভারতীয় শেয়ার বাজারের সূচক। সেনসেক্স (Sensex) এবং নিফটি (Nifty) - দুই সূচকই আগের দিনের চেয়ে ভাল অবস্থায় শেষ করেছে।
এদিন সেনসেক্স শেষ করেছে ৩৬৪ পয়েন্ট উপরে উঠে। শেষ করেছে ৬৫৯৯৫.৬৩ পয়েন্টে। নিফটি ০.৫৫ শতাংশ বা ১০৭.৭০ পয়েন্ট উঠে শেষ করেছে ১৯৬৫৩.৫৩ পয়েন্টে। BSE-এর মিডক্যাপ এবং স্মলক্যাপ সূচককে ০.৫ শতাংশ ঊর্ধ্বমুখী হতে দেখা গিয়েছে। এদিন সারাদিনই ভাল ট্রেন্ড দেখা গিয়েছে শেয়ার বাজারের সূচকে।
নিফটিতে- টাইটান, ইনডাশইন্ড ব্যাঙ্ক এবং টাটা কনসিউমার প্রোডাক্ট সবচেয়ে লাভের মুখ দেখিয়েছে।
লালে শেষ করেছে HUL, ওএনজিসি, কোল ইন্ডিয়া, ভারতী এয়ারটেল, এশিয়ান পেইন্টেসের মতো শেয়ার।
৩ শতাংশ লাফিয়ে বেড়েছে রিয়্যালটি ইনডেক্স। নানা সেক্টরাল সূচকই সবুজ ছিল। IT, FMCG, মেটাল, অটো, শক্তিক্ষেত্র, স্বাস্থ্যক্ষেত্র সেক্টর সবুজেই শেষ করেছে।
BSE-তে এদিন প্রায় ২৫০টি শেয়ার ৫২ সপ্তাহের সর্বোচ্চ মার্ক ছুঁয়েছে। এদের মধ্যে রয়েছে Tata Consultancy Services, Angel One, Sasken Technologies, Quick Heal Technologies, GOCL Corporation
এদিনই প্রকাশিত হয়েছে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের আর্থিক নীতি (RBI Monetary Policy). রেপো রেট অপরিবর্তিত রাখা হয়েছে, ৬.৫ শতাংশেই রয়েছে সেই হার। মুদ্রাস্ফীতি লাগামে রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরও পড়ুন: ফের বাড়বে ইএমআই ? রেপো রেট নিয়ে নতুন সিদ্ধান্ত , রিজার্ভ ব্যাঙ্কের আর্থিক নীতি ঘোষিত