Gold Price 17 February : বিয়ের মরসুমে একটু স্বস্তি দেবে সোনার দর? সোমবারের দামেই বড় সঙ্কেত
Kolkata Gold Price Today : সোমবার বাজার খুলে গিয়েছে। জেনে নিন, কলকাতায় কত দামে সোনা ও রুপোর গয়না কেনা যাবে বা বিক্রি হবে।

কলকাতা : দিন কয়েক আগেই ১ কেজি রুপোর দাম ১ লাখ ছুঁয়েছে রুপোর । ১০ গ্রাম সোনার দাম ৮০ হাজার ছাড়িয়েছে বেশ কয়েকদিন আগেই। বাজার বিশেষজ্ঞদের ধারণা, অদূর ভবিষ্যতে ১ ভরি সোনার দাম লাখে পৌঁছলেও অবাক হওয়ার কিছু নেই। কেন্দ্রীয় বাজেটের পর থেকে বেশ কিছুটা চড়েছে সোনার দাম। ফেব্রুয়ারির ২য় সপ্তাহে সোনার দাম অনেকটা উঠে যাওয়ার পর সপ্তাহের শেষাশেষি অনেকটাই নামে সোনার দর। পড়েছে ফাল্গুন। শীতকালীন বিয়ের মরশুমের শেষ পর্যায়। যাঁরা আগেভাগে সোনা কিনে রাখতে পারেননি, তাঁদের তো কিনতে হবে এখনই। সপ্তাহের প্রথমদিন সোমবার আগের সপ্তাহের থেকে কতটা ফারাক হয়েছে সোনার দামে? সোমবার বাজার খুলে গিয়েছে। জেনে নিন, কলকাতায় কত দামে সোনা ও রুপোর গয়না কেনা যাবে বা বিক্রি হবে।
আজকের সোনার দাম (১৭ ফেব্রুয়ারি ২০২৫)
সোনা | ওজন | দাম (টাকায়) |
২৪ ক্যারেট (Fine Gold 995) | ১ গ্রাম | ৮৫০০ |
২২ ক্যারেট (কিনতে গেলে) | ১ গ্রাম | ৮০৭৫ |
২২ ক্যারেট (বেচতে গেলে) | ১ গ্রাম | ৭৭৩৫ |
১৮ ক্যারেট | ১ গ্রাম | ৬৬৩০ |
রুপো (৯৯৯) | ১ কেজি | ৯৫,৯৬৫ |
সোনার দাম বাড়া বা কমা অনেক কিছুর উপর নির্ভর করে। আন্তর্জাতিক বাজারের সঙ্গে সরাসরি সম্পর্কিত সোনা রুপোর দাম। সোনার একাধিক প্রকার রয়েছে। সবচেয়ে বিশুদ্ধ সোনা ২৪ ক্যারাটের, যদিও এই সোনায় গয়না গড়া হয় না। সঞ্চয়ের জন্য যাঁরা সোনার বার বা কয়েন কেনেন, তাঁরাই পাকা সোনা কেনেন। এরপর সামান্য খাদ মিশয়ে তৈরি হয় গয়নার সোনা, যা সাধারণত ২২ ক্যারেটের হয়। যত খাদ মেশানো হয় সোনায় তত ক্যারেট কমবে। এর পরে ১৮ ও ১৪ ক্যারেটের সোনাও পাওয়া যায়। হিরে বা পাথর সেটিংয়ের গয়নার জন্য ওই ক্যারেটের সোনা ব্যবহার করা হয়।
*১৯৯৩ সালে তৈরি হয় স্বর্ণশিল্প বাঁচাও কমিটি। গোটা রাজ্যেই কার্যকর এই সংগঠন। স্বর্ণশিল্পী এবং স্বর্ণ ব্যবসায়ীদের নিয়ে এই সংগঠনের কার্যকলাপ। বর্তমানে এর কার্যনির্বাহী সভাপতি সমর কুমার দে।
(মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। )
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
