Mumbai Murder : লিভ-ইন পার্টনারের দেহ ২০ টুকরো করে প্রেসার কুকারে সিদ্ধ ! হাড়হিম করা ঘটনা মুম্বইতে
Crime News : মৃতদেহের বিভিন্ন অংশ দেখে তাঁদের অনুমান কয়েকদিন আগেই সম্ভবত খুন হন ওই মহিলা। ঠিক কী কারণে খুন, খতিয়ে দেখতে শুরু করেছে পুলিশ।
![Mumbai Murder : লিভ-ইন পার্টনারের দেহ ২০ টুকরো করে প্রেসার কুকারে সিদ্ধ ! হাড়হিম করা ঘটনা মুম্বইতে Mumbai crime news Mira road murders 56yearold man kills partner chops her body Mumbai Murder : লিভ-ইন পার্টনারের দেহ ২০ টুকরো করে প্রেসার কুকারে সিদ্ধ ! হাড়হিম করা ঘটনা মুম্বইতে](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/06/07/960e5734b74116ee876452bdb2ebb0911686100217533369_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মুম্বই : কাছের মানুষ ভেবে যার সঙ্গে এক ছাদের তলায় ঠিকানা তৈরি, তার হাতেই নারকীয়ভাবে খুন ! এবার মুম্বই। হাড়হিম করা ঘটনা সামনে উঠে এসেছে। গাছ কাটার মেশিন দিয়ে লিভ-ইন পার্টনারের দেহ টুকরো টুকরো করল প্রেমিক ! খুনের পর দেহ লোপাট করতে দেহের ২০ টুকরো করার পর সেগুলো প্রেসার কুকারে দিয়ে সিদ্ধ করে প্লাস্টিকে ভরে ভরে একে একে বাইরে ফেলে দিয়ে আসা শুরু করেছিল।
কিছুদিন আগেই দিল্লিতে শ্রদ্ধা-খুনের নৃশংসতা, ভয়াবহতা এখনও কাটিয়ে উঠতে পারেনি গোটা দেশ। রাজধানীর পর এবার দেশের বাণিজ্যিক রাজধানীতেও ঘটল একই ঘটনা ! কয়েকদিন পাশের ফ্ল্যাট থেকে ভেসে আসা কটূ গন্ধের জেরে সন্দেহের বশে পুলিশে খোঁজ দিয়েছিলেন স্থানীয়রা। মুম্বইয়ের মীরা রোডের গীতা রোডের আকাশদীপ বিল্ডিংয়ের বাসিন্দারা তখনও দুঃস্বপ্নেও ভাবতে পারেননি এমন নারকীয় ঘটনা ঘটে গিয়েছে তাঁদের আবাসনে।
৭০৪ নম্বর ফ্ল্যাটে এসে তল্লাশি শুরু করার পর পুলিশ সেখানে উদ্ধার হয় মৃতদেহের বেশ কিছু অংশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গ্রেফতার করা হয়েছে ওই ফ্ল্যাটের বাসিন্দা মনোজা সাহানিকে। বয়স আনুমানিক ৫৬ বছর। বোরিভালিতে একটি ছোট দোকান রয়েছে তার। ফ্ল্যাটে তাঁর সঙ্গে লিভ ইন করতেন বছর ৩৬-এর সরস্বতী বৈদ্য। নৃশংসভাবে খুন হয়েছেন তিনি। যেরকম ভয়াবহভাবে খুন ও তারপরের ঘটনাক্রম, তা জানাতে দেখে রীতিমতো অবাক নয়ানগরের পুলিশও। মৃতদেহের বিভিন্ন অংশ দেখে তাঁদের অনুমান কয়েকদিন আগেই সম্ভবত খুন হন ওই মহিলা। ঠিক কী কারণে খুন, খতিয়ে দেখতে শুরু করেছে পুলিশ।
পুলিশের ডেপুটি কমিশনার জয়ন্ত বাজবালে জানিয়েছেন, মনোজ সাহানি ও সরস্বতী বৈদ্য আকাশদীপ বিল্ডিংয়ের একটি ফ্ল্যাটে লিভ-ইন করতেন। কোনও বিষয়ে তাঁদের মধ্যে ঝামেলা হয়, যার জেরে ওই মহিলাকে তাঁর পার্টনার খুন করে। খুনের পর ওই মহিলার দেহ অত্যন্ত ধারাল কিছু দিয়ে খণ্ড-বিখণ্ড করে অভিযুক্ত। তারপর সেগুলো ফেলে দেওয়া শুরু করে। ঘটনাস্থলে পৌঁছেই আমরা বুঝতে পেরেছিলাম, খুনের ঘটনা ঘটেছে। অভিযুক্ত দেহাংশ লোকানোর চেষ্টা করাতে সন্দেহ গাঢ় হয়েছিল।'
আরও পড়ুন- রাজনৈতিক দ্বন্দ্ব সরিয়ে মোদিকে উপহার পাঠালেন মমতা, বাংলার আম গেল রাষ্ট্রপতির কাছেও
গত বছরের মে মাসে দিল্লিতে তরুণী শ্রদ্ধা ওয়ালকরকে নৃশংসভাবে খুন হতে হয়েছিল তাঁর লিভ-ইন পার্টনার আফতাব পুনাওয়ালার হাতে। খুনের পর দেহ টুকরো-টুকরো করে ফ্রিজারের রাখার পর একে একে সেগুলো জঙ্গলে ফেলে আসত শ্রদ্ধার প্রেমিক! যে ঘটনায় প্রায় সাড়ে ৬ হাজার পারাতর চার্জশিট জমা পড়েছে অভিযুক্ত আফতাবের বিরুদ্ধে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)