Alipore Police Station: বিল বাঁচাতে অভিনব উদ্যোগ, আলিপুর থানায় সোলার প্যানেল বসানোর সিদ্ধান্ত
Alipore Police Station Update: এপ্রিল-মে মাসে বিল আসে ১ লক্ষ ৭ হাজার টাকা। এরপর থেকেই বিল বাঁচাতে ব্যবস্থা নেওয়ার ভাবনা-চিন্তা চলছিল। থানা সূত্রে খবর, সোলার প্যানেলগুলি ঘন্টায় ৪.৫ কিলো ওয়াটের।
ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা: বিদ্যুতের বিল (Electricity Bill) বাঁচাতে অভিনব উদ্যোগ নিল আলিপুর থানা (Alipore Police Station)। থানার ছাদে বসানো হল ১০টি সোলার প্যানেল (Solar Panels)। সরকারি কোষাগারের (Government Treasury) টাকা বাঁচাতেই থানায় সোলার প্যানেল বসানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আলিপুর থানার ওসি।
প্রতি মাসে বিদ্যুতের বিল (Electricity Bill)আসছিল লাখখানেকের বেশি। বিল বাঁচাতে এবার অভিনব উদ্যোগ নিল আলিপুর থানা (Alipore Police Station)। থানার ছাদে বসানো হল ১০টি সোলার প্যানেল। তার সঙ্গেই মিলল পরিবেশবান্ধব থানার তকমা। থানা সূত্রে খবর, থানা, ব্যারাক মিলিয়ে ৯০টি পাখা ও ১২০টি টিউবলাইট রয়েছে।
চলতি বছরের এপ্রিল-মে মাসে বিল আসে ১ লক্ষ ৭ হাজার টাকা। এরপর থেকেই বিল বাঁচাতে ব্যবস্থা নেওয়ার ভাবনা-চিন্তা চলছিল। থানা সূত্রে খবর, সোলার প্যানেলগুলি ঘন্টায় ৪.৫ কিলো ওয়াটের (Watt)। আলিপুর থানার ওসি অরূপ বন্দ্যোপাধ্যায় বলেন, “বিল কম আসবে। কার্বন ডাই অক্সাইড (Carbon Dioxide) কমাচ্ছি, ডিফরেস্টেশন, প্রথম গ্রিন থানা। পাওয়ার জেনারেশন বেশি হলে বাড়তি কারেন্ট চলে যাবে সিইএসসি (CESC) কাছে, সেটা বিলের (Bill) সাথে সিইএসসি অ্যাডজাস্টমেন্ট করবে।’’ সবমিলিয়ে, সরকারি কোষাগারের টাকা বাঁচাতেই এই উদ্যোগ, বলে আলিপুর থানার তরফে জানানো হয়েছে।
এদিকে বেহালায় (Behala) ঘোলসাপুর বাজারের আধুনিকীকরণের উদ্যোগ নিল কলকাতা পুরসভা (Kolkata Municipal Corporation)। পিপিপি মডেলে (PPE Model) আধুনিক বাজার তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। ঘোলসাপুর বাজার পরিদর্শন করেন কলকাতা পুরসভার বাজার ও নিকাশি বিভাগের মেয়র পারিষদ। অগ্নিকাণ্ডের আশঙ্কা কমাতে দ্রুত বাজারের প্লাস্টিকের ছাউনি বদলে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার, মেয়র পদে শপথ নেওয়ার পরেই এন এন রায় রোডে ঘোলসাপুর বাজারের বিষয়ে পদক্ষেপের নির্দেশ দেন ফিরহাদ হাকিম। বুধবার দুই মেয়র পারিষদ তারক সিংহ এবং আমিরুদ্দিন ববি ঘোলসাপুর বাজার পরিদর্শন করেন। ছিলেন পুরসভার আধিকারিকরাও।
আরও পড়ুন: Hoogly News: করোনা মোকাবিলায় কী ব্যবস্থা? পরিস্থিতি খতিয়ে দেখতে রাজ্যে কেন্দ্রীয় দল