North 24 Paraganas: বসিরহাটে উদ্ধার ৮ ফুট দীর্ঘ ময়াল সাপ, চাঞ্চল্য ছড়াল এলাকায়
North 24 Paraganas News: অবশেষে ময়াল সাপটিকে ধরে খাচাবন্দি করেন বনকর্মীরা। অনেক রাতের দিকে সল্টলেকের বন দফতরে নিয়ে যাওয়া হয় ময়াল সাপটিকে।
আব্দুল ওয়াহাব, উত্তর ২৪ পরগনা: এলাকা থেকে উদ্ধার হল ৮ ফুট লম্বা ময়াল সাপ (Snake)। আর সেই ঘটনা ঘিরে আতঙ্ক ছড়াল উত্তর ২৪ পরগনার (North 24 Paraganas) বসিরহাট (Basirhat) অঞ্চলে। দীর্ঘ ময়াল সাপ দেখতে রাস্তায় ভিড় জমালেন হাজার হাজার মানুষ।
এলাকা থেকে উদ্ধার ৮ ফুট ময়াল সাপ
শনিবার রাতে এই ঘটনা ঘটেছে। গতকাল রাত সাড়ে আটটা নাগাদ বসিরহাট মহকুমার মাটিয়া থানার খোলাপোতায় একটি দোকানের পাশে রাখা এক ব্যক্তি তাঁর মোটরসাইকেল নিতে আসেন। সেই সময়ে তিনি একটি আওয়াজ শুনতে পান। কী রয়েছে সেখানে? দেখতে গিয়ে দোকানের পাশে থাকা লোকজনের চোখ কপালে ওঠে। তাঁরা দেখে মোটরসাইকেলের হাতলের সঙ্গে এক বিশাল ময়াল সাপ জড়িয়ে আছে।
এই দৃশ্য দেখে রীতিমত আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। খবর দেওয়া হয় বসিরহাট বন দফতরে। খবর পেয়ে বন দফতরের কর্মীরা ছুটে আসেন। তার পর তাঁরা ময়াল সাপটিকে ধরার কাজে নেমে পড়েন। এ দিকে ওই এলাকায় এমন ঘটনা এই প্রথম। স্বাভাবিক ভাবেই এই ধরনের ময়াল সাপ ধরা পড়ার খবর ছড়িয়ে পড়ে নিমেষেই। তখনই প্রচুর মানুষ ছুটে আসেন সেই ময়াল সাপ দেখতে। অবশেষে ময়াল সাপটিকে ধরে খাচাবন্দি করেন বনকর্মীরা। অনেক রাতের দিকে সল্টলেকের বন দফতরে নিয়ে যাওয়া হয় ময়াল সাপটিকে।
দিন কয়েক আগে এই সাপ নিয়েই এক মহিলার ভিডিও ভাইরাল হয়। এক কোবরাকে না কি জড়িয়ে শুয়ে নিশ্চিন্তে ঘুম দিচ্ছেন সেই মহিলা। ভিডিওটি একবার নয়, বারবার দেখেছে সোশাল মিডিয়া (Social Media)। তবে কি ভিডিওটি (Video) কারসাজি করে বানানো? এমন ভিডিও দেখে শিরদাঁড়ায় ঠান্ডা স্রোত নামতে বাধ্য। যদিও সেই ভিডিটির সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ।
ভিডিওটি টুইটারে (Twitter) শেয়ার করেন আইপিএস অফিসার সুশান্ত নন্দা। তিনি মাইক্রো ব্লগিং সাইটটিতে লিখেছেন, 'এরকম যদি হয়, আপনার প্রতিক্রিয়া কী হবে? তবে সহকর্মী জানিয়েছেন তাই আপনাদেরও জানিয়ে রাখা, সাপটি কিছুক্ষণ মহিলাটির গায়ে জড়িয়ে থাকলেও বেশ কিছুক্ষণ পরে কোনওরকম ক্ষতি না করেই সেখান থেকে চলে যায়।'