Anubrata Mondal: মঙ্গলকোট বিস্ফোরণ মামলায় আজ বিধাননগর আদালতে তোলা হবে অনুব্রত মণ্ডলকে
Mangalkot Blast Case: ২০১০-এ মঙ্গলকোটে বিস্ফোরণ হয়। সেই ঘটনায় আহত হন বেশ কয়েকজন। বিস্ফোরণ মামলার চার্জশিটে নাম রয়েছে অনুব্রত মণ্ডল ও কেতুগ্রামের তৃণমূল বিধায়ক শেখ শাহনওয়াজের।
মনোজ বন্দ্যোপাধ্যায়, কলকাতা: আজ মঙ্গলকোট বিস্ফোরণ (Mangalkot Blast Case) মামলায় আজ বিধাননগর আদালতে তোলা হবে অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal)। ২০১০-এ মঙ্গলকোটে বিস্ফোরণ হয়। সেই ঘটনায় আহত হন বেশ কয়েকজন। বিস্ফোরণ মামলার চার্জশিটে নাম রয়েছে অনুব্রত মণ্ডল (Anubarata Mondal) ও কেতুগ্রামের তৃণমূল বিধায়ক শেখ শাহনওয়াজের। এই মামলাতেই আজ সল্টলেকের ময়ূখ ভবনে MP-MLA আদালতে তোলা হবে অনুব্রতকে। অন্যদিকে, বিধাননগর আদালতের (Bidhannagar Court) উদ্দেশে রওনা দেওয়ার আগেই অনুব্রত মণ্ডলকে গরু চোর বলে কটাক্ষ। সকালে আসানসোল জেল (Asansol Jail) থেকে তৃণমূল নেতাকে বের করার আগে গরু চোর বলে কটাক্ষ করেন এক দুধ বিক্রেতা।
গরুপাচার মামলায় CBI’এর হাতে গ্রেফতার হয়েছেন অনুব্রত মণ্ডল। এরইমধ্যে, এবার আরেকটি মামলায় অনুব্রতকে আদালতে হাজিরার নির্দেশ। আজ বিধাননগর আদালতে পেশ করা হবে পারে অনুব্রত মণ্ডলকে। এদিন সকালেই আসানসোল থেকে রওনা হয়েছেন তিনি। ২০১০ সালে মঙ্গলকোটে বিস্ফোরণ হয়। সেই ঘটনায় আহত হন বেশ কয়েকজন। বিস্ফোরণ মামলার চার্জশিটে নাম রয়েছে অনুব্রত মণ্ডল ও কেতুগ্রামের তৃণমূল বিধায়ক শেখ শাহনওয়াজের। এই মামলায়, আজ, ময়ূখ ভবনে MP-MLA আদালতে তোলা হতে পারে অনুব্রতকে। অনুব্রত মণ্ডলের আইনজীবী অনির্বাণ গুহ ঠাকুরতা জানিয়েছেন, "ওঁর বিরুদ্ধে একটা প্রডাকশন ওয়ারেন্ট ইস্যু হয়। MP, MLA কোর্ট থেকে। সেখানে.. পুরনো একটি মামলাতে উনি সেখানে অভিযুক্ত। সেই মামলার নিষ্পত্তির জন্য ওঁর হাজিরা প্রয়োজন। তাই জন্য প্রডাকশন ওয়ারেন্ট ইস্যু হয়। সেই প্রডাকশন ওয়ারেন্টের সূত্রেই ওঁকে হয়ত কালকে প্রডিউস করা হতে পারে।''
এদিকে গরুপাচার মামলার তদন্তে অনুব্রত মণ্ডল, তাঁর পরিবার ও ঘনিষ্ঠদের নামে ১৬২টি রেজিস্টার্ড সম্পত্তি চিহ্নিত করেছে সিবিআই ও ইডি। কেন্দ্রীয় এজেন্সির দাবি, এর মধ্যে অনুব্রতর দেহরক্ষী সায়গল হোসেনের নামেই রয়েছে ৪৭টি সম্পত্তি। অনুব্রত, তাঁর স্ত্রী ও মেয়ের নামে মোট ৬২টি নথিভুক্ত সম্পত্তির মধ্যে অনুব্রতর একার নামে ২৪টি, অনুব্রত-কন্যা সুকন্যার নামে ২৬টি ও অনুব্রতর স্ত্রী ছবি মণ্ডলের নামে ১২টি সম্পত্তি রয়েছে বলে দাবি কেন্দ্রীয় এজেন্সির। একইসঙ্গে অনুব্রত ঘনিষ্ঠ বোলপুর পুরসভার কর্মী বিদ্যুৎবরণ গায়েনের নামে ৩২টি, বিদ্যুতের স্ত্রী মহুয়া ও মেয়ের নামে আরও ৩টি এবং আরেক অনুব্রত-ঘনিষ্ঠ কমলকান্তি ঘোষ ও তাঁর পরিবারের সদস্যদের নামে ১৮টি রেজিস্টার্ড সম্পত্তি মিলেছে বলে কেন্দ্রীয় এজেন্সির দাবি। গরু পাচায় মামলায় ৭ সেপ্টেম্বর অনুব্রত মণ্ডলকে ফের আদালতে তোলা হবে।
আরও পড়ুন: East Midnapore: পূর্ব মেদিনীপুরে মিড ডে মিলে কারচুপির অভিযোগ, শোকজ প্রধান শিক্ষক ও শিক্ষা কর্মী