Naktala Udayan Sangha : নাকতলার পুজোয় মন্ত্রী অরূপ, তাহলে কি দায়িত্ব হাতবদল? পাকাপাকিভাবে বিদায় পার্থর?
Partha Chatterjee Durga Puja : রাজনৈতিক মহলের প্রশ্ন, নাকতলার হৃদয়পুর থেকে কি এবার পাকাপাকিভাবে বিদায় নিলেন পার্থ চট্টোপাধ্য়ায়?
প্রবীর চক্রবর্তী, অর্ণব মুখোপাধ্যায় ও পূর্ণেন্দু সিংহ, কলকাতা : নাকতলা উদয়ন সঙ্ঘের (Naktala Udayan Sangha) পুজো বরাবর পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) পুজো বলেই পরিচিত ছিল। কিন্তু নিয়োগ দুর্নীতির মামলায় গ্রেফতারির পর দল তাঁর সঙ্গে দূরত্ব তৈরি করেছে। তৃণমূল থেকে সাসপেন্ড হয়েছেন একদা নম্বর টু। বাদ পড়েছেন মন্ত্রিসভা থেকেও! হাতে থাকা দফতরের দায়িত্ব গেছে অন্য়দের হাতে। সেই সঙ্গে নাকতলা উদয়ন সঙ্ঘের পুজোতেও যেন ব্রাত্য তিনি। (Durga Puja 2023)
একসময় যিনি ছিলেন সর্বময় কর্তা, আজ পুজোর ব্যানার থেকে উধাও হয়ে গিয়েছে তাঁর নাম। পার্থ চট্টোপাধ্য়ায়ের পাড়ার ক্লাবে চিফ অ্য়াডভাইসর করা হয়েছে টালিগঞ্জের বিধায়ক ও বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাসকে। প্রাক্তন শিক্ষামন্ত্রীর গ্রেফতারির এক বছরের মাথায়, টালিগঞ্জের বিধায়ক ও বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাসকে এই ক্লাবের চিফ অ্য়াডভাইসার করা হয়েছে।
যদিও বিদ্যুৎমন্ত্রী ও তৃণমূল বিধায়ক অরূপ বিশ্বাসের দাবি, হাত বদল নয়। ডেকেছে, তাই এসেছি। তিনি বলেন, '১৭ বছর পর ওরা আমাকে ডেকেছে আমি এসেছি। কোনও আক্ষেপ নেই এবিষয়ে। আমাকে ডেকেছে, তাই এসেছি।'
খুঁটিপুজোর পরপরই এবিপি আনন্দকে তিনি জানিয়েছিলেন, এবিপি আনন্দকে তিনি জানিয়েছেন, সুরুচি সঙ্ঘের পুজোর সঙ্গে যুক্ত থাকলেও, ক্লাবে কোনও পোর্টফোলিও নেই তাঁর। নিজের বিধানসভা এলাকার সব পুজোর সঙ্গেই তিনি রয়েছেন।
দীর্ঘদিন ধরে এই এলাকার বিধায়ক হলেও এই পুজোর সঙ্গে তেমন ভাবে জড়িত ছিলেন অরূপ বিশ্বাস। কিন্তু এখন ছবিটা অন্যরকম। পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতারের পরেই তাঁর সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে ক্লাবের। এবার পুজো থেকে পাকাপাকি ভাবেই বাদ তিনি।
আর তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলছেন, 'অরুপ দা সব পুজোর আলেকজান্ডার, সবেতেই আছে....' । এই প্রসঙ্গে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। বিজেপি সাংসদ সুভাষ সরকারের মন্তব্য, 'ওখানে একটা কারাগার করে পার্থর অস্থায়ী মূর্তি বসানো হোক...'
নাকতলা উদয়ন সঙ্ঘের পুজো পরিচিত ছিল পার্থ চট্টোপাধ্য়ায়ের পুজো বলেই। তারপরে সামনে আসে শিক্ষা-নিয়োগ দুর্নীতির ছবি। পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্য়ায়ের বাড়ি থেকে উদ্ধার হয় বিপুল নগদ, গয়নার পাহাড়। শিক্ষা দুর্নীতির সঙ্গে পার্থ চট্টোপাধ্যায়ের সরাসরি জড়িত থাকার অভিযোগ ওঠে। তারপরে অর্পিতা এবং পার্থ দুজনেই গ্রেফতার হন।
নাকতলা উদয়ন সঙ্ঘের পুজোর এবার ৩৮ তম বর্ষ। তাদের থিম হৃদয়পুর। রাজনৈতিক মহলের প্রশ্ন, নাকতলার হৃদয়পুর থেকে কি এবার পাকাপাকিভাবে বিদায় নিলেন পার্থ চট্টোপাধ্য়ায়?
আরও পড়ুন :
ভারত সেবাশ্রম সন্ন্যাসীর অস্বাভাবিক মৃত্যু! উঠে আসছে 'ডিপ্রেশন'-এর তত্ত্ব