Agnimitra Paul: 'মারের বদলা মার', তৃণমূলকে শাসানি অগ্নিমিত্রা পালের
বিজেপির রাজ্য সাধারণ সম্পাদিকা অগ্নিমিত্রা পাল বলেন, পিপলস্ লিবারেশন আর্মি অফ চায়না এসেছিল জমি দখল করতে ভারতবর্ষ থেকে। ভারতবর্ষের জওয়ানরা, দেখেছেন তো কেমন দিয়েছেন তাঁদের!

জয়ন্ত পাল, রঞ্জিত সাউ : মারের বদলা মার। পঞ্চায়েত ভোটের আগে নাম না করে তৃণমূলকে হুঁশিয়ারি দিলেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। মারামারি নয়, গণতন্ত্রে বিশ্বাস করে তৃণমূল (TMC)। লাফালাফি করে কোনও লাভ নেই। পাল্টা কটাক্ষ ছুড়ে দিয়েছেন মন্ত্রী সুজিত বসু (Sujit Bose)।
ভারত-চিন সেনা সংঘর্ষের উত্তাপ এবার বাংলার পঞ্চায়েত-রাজনীতিতে
অরুণাচল প্রদেশের (Arunachal Pradesh) তাওয়াংয়ে প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় ভারত-চিন সেনা সংঘর্ষের উত্তাপ এবার বাংলার পঞ্চায়েত-রাজনীতিতে! ভারতীয় সেনা যেভাবে পিপলস্ লিবারেশন আর্মির (Indian Army) অনুপ্রবেশের চেষ্টা রুখে দিয়েছে, সেই দৃষ্টান্ত তুলে ধরে এবার নাম না করে তৃণমূলকে (TMC) শাসানি দিলেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদিকা ও আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)।
বিজেপির রাজ্য সাধারণ সম্পাদিকা অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul) বলেন, পিপলস্ লিবারেশন আর্মি অফ চায়না এসেছিল জমি দখল করতে ভারতবর্ষ থেকে। ভারতবর্ষের জওয়ানরা, দেখেছেন তো কেমন দিয়েছেন তাঁদের! আমরা শিক্ষা নিই আমাদের মোদিজি থেকে। মারতে এলে? মার। বাকি সব কিছু আমাদের পার্টি দেখে নেবে।
হুমকি ঘিরে বেধেছে বিতর্ক
লেকটাউনের (Laketown) A-ব্লকে দলীয় কর্মীদের সঙ্গে চায়ে পে চর্চা কর্মসূচিতে বিজেপি নেত্রীর মারের হুমকি ঘিরে বেধেছে বিতর্ক । অগ্নিমিত্রা (Agnimitra Paul) এ দিন আরও বলেন, পশ্চিমবঙ্গে (West Bengal) নির্বাচন কমিশন নেই । যা আছে ক্যামাক স্ট্রিটের তৃণমূলের অফিসের এক্সটেনশন । আমাদের যেমন কোনও পুলিশ নেই। যা আছে তৃণমূলের ক্যাডার । আজ পঞ্চায়েত নির্বাচন কেমন হবে বুঝতেই পারছেন । বোমা ঢুকছে। জায়গায় জায়গায় আর্মস অ্যামুনিশনের ফ্যাক্টরি ।
পাল্টা জবাব: অগ্নিমিত্রাকে (Agnimitra Paul) পাল্টা জবাব দিয়ে দমকল মন্ত্রী ও বিধাননগরের তৃণমূল (TMC) বিধায়ক সুজিত বসু বলেছেন, আমি মারামারিতে বিশ্বাস করি না। আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। পশ্চিমবঙ্গে লাস্ট যে ভোট হয়েছে অনেকে অনেক লাফালাফি করেছিল । মানুষ মমতাকেই ক্ষমতায় বসিয়েছে ।
বছর ঘুরলেই পঞ্চায়েত ভোট । তার দিনক্ষণ এখনও ঘোষণা হয়নি । কিন্তু গ্রাম-বাংলার ক্ষমতার রাশ কার হাতে থাকবে, তা নিয়ে শাসক-বিরোধী সংঘাত চলছেই । বাংলায় প্রতিদিনই চড়ছে ভোট-রাজনীতির পারদ ।
আরও পড়ুন: Job Seekers Agitation: 'হকের চাকরি ছিনিয়ে নেব', হুঁশিয়ারি আন্দোলনকারীদের






















