Salt Lake: মৃত মালিকের সই জাল করে বাড়ি দখলের চেষ্টা, বিধাননগরে গ্রেফতার অভিযুক্ত প্রোমোটার
Salt Lake News: গতকাল অর্থাৎ বুধবার রাতে অভিযুক্ত প্রোমোটার শ্যামাপ্রসাদ দত্তকে গ্রেফতার করে বিধাননগর উত্তর থানার পুলিশ। আজ অভিযুক্তকে বিধাননগর আদালতে তোলা হয়।
রঞ্জিত সাউ, কলকাতা: ফের সল্টলেকে (Salt Lake) প্রোমোটারের (promoter) বাড়বাড়ন্ত। অভিযোগ, বাড়ির মৃত মালিকের সই জাল করে বাড়ি দখলের চেষ্টা করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত প্রোমোটারকে। অভিযুক্ত শ্যামাপ্রসাদ দত্তকে গ্রেফতার করেছে বিধাননগর উত্তর থানার (Bidhannagar North Police Station) পুলিশ।
বিধাননগরে প্রোমোটারের বাড়বাড়ন্ত
পুলিশ সূত্রে খবর, সল্টলেকের এ সি ১৬২ নম্বর বাড়ির মালিক রবীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কয়েকবছর আগে বাড়ি বিক্রি সংক্রান্ত বিষয়ে কথা হয় ওই এলাকার প্রোমোটার শ্যামাপ্রসাদ দত্তের। তবে কিছুদিন পর মৃত্যু হয় বাড়ির মালিক রবীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের।
রবীন্দ্রনাথ বাবুর স্ত্রীর অভিযোগ, এরপরই ওই প্রোমোটার রবীন্দ্রনাথ বাবুর সই জাল করে একটি ভুয়ো দলিল তৈরি করে। সেই দলিল দেখিয়ে বাড়ি দখল করার চেষ্টা করে ওই অভিযুক্ত। বিধাননগর উত্তর থানায় অভিযোগ দায়ের হলে পুলিশ তদন্ত শুরু করে। এরপরই জানা যায়, জাল সই করে ভুয়ো নথি তৈরি করে এই প্রতারণার ছক তৈরি করেছিল অভিযুক্ত প্রোমোটার। সেই ভিত্তিতে গতকাল অর্থাৎ বুধবার রাতে অভিযুক্ত প্রোমোটার শ্যামাপ্রসাদ দত্তকে গ্রেফতার করে বিধাননগর উত্তর থানার পুলিশ। আজ অভিযুক্তকে বিধাননগর আদালতে তোলা হয়। পুলিশ তাকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে বলে পুলিশ সূত্রে খবর। এই চক্রের সঙ্গে আরও কারও যোগ রয়েছে কিনা সেটা তদন্ত করে দেখছে বিধাননগর উত্তর থানার পুলিশ।
আরও পড়ুন: Bhadreswar News: মাথায় ঘোমটা, কপাল রাঙা সিঁদুরে, পুরুষদের হাতেই জগদ্ধাত্রীর বরণ এই পুজোয়
সল্টলেকে রহস্যমৃত্যু
অন্যদিকে সল্টলেকের গেস্ট হাউস থেকে উদ্ধার হল গলায় ফাঁস লাগানো যুবকের ঝুলন্ত দেহ। একই ঘর থেকে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করা হয় যুবকের বান্ধবীকেও। ঠিক কী হয়েছিল খতিয়ে দেখছে পুলিশ।
গেস্ট হাউসে যুবকের রহস্যময় মৃত্যু। সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার সঙ্গী তরুণী। রহস্যের আবর্তে লবণ হ্রদ সরগরম। সল্টলেকের AC ব্লকের এই গেস্ট হাউজের ঘরেই ২ মাসেরও বেশি সময় ধরে থাকছিলেন ওই তরুণ-তরুণী। গেস্ট হাউসের কর্মীদের দাবি, বুধবার মধ্যরাতে বিকট চিত্কার ভেসে আসে তাঁদের ঘর থেকে! গেস্ট হাউসের কর্মীরা গিয়ে বারবার ডাকা সত্ত্বেও কেউ ঘরের দরজা খোলেননি। খবর যায় বিধাননগর দক্ষিণ থানায়।