Kolkata News: পড়ুয়াকে নির্যাতনের অভিযোগ, মামলায় SC ST প্রিভেনশন অফ অ্য়াট্রোসিটিস অ্য়াক্ট যুক্ত করা হল
Ragging News: শুক্র-শনি, দু'দিন ধরে দফায় দফায় হস্টেলে গেছে পুলিশ। হস্টেলের সুপার, আধিকারিকদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এমনকী হস্টেলের রেজিস্টার বুকটিও নিয়ে গেছে পুলিশ।
অনির্বাণ বিশ্বাস, কলকাতা: বালিগঞ্জ সায়েন্স কলেজের পড়ুয়াকে লাগাতার নির্যাতনের অভিযোগ। মামলায় SC ST প্রিভেনশন অফ অ্য়াট্রোসিটিস অ্য়াক্ট যুক্ত করা হল। তদন্ত করছেন, অ্য়াসিস্ট্য়ান্ট কমিশনার র্যাঙ্কের অফিসার। জিজ্ঞাসাবাদ করা হয়েছে হস্টেলের সুপার ও অন্য আধিকারিকদের, খবর পুলিশ সূত্রে।
শুক্র-শনি, দু'দিন ধরে দফায় দফায় হস্টেলে গেছে পুলিশ। হস্টেলের সুপার, আধিকারিকদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এমনকী হস্টেলের রেজিস্টার বুকটিও নিয়ে গেছে পুলিশ। যাদবপুর বিশ্ববিদ্য়ালয় ও খড়গপুর আইআইটি-র দুই মেধাবী ছাত্রের মর্মান্তিক মৃত্য়ুর সঙ্গে জড়িয়ে গেছে র্যাগিংয়ের মতো ঘৃণ্য় অভিযোগ। আর সেই প্রেক্ষাপটেই বালিগঞ্জ টেকনোলজি হস্টেলে, এক ছাত্রের ওপর নির্যাতনের অভিযোগ সামনে এসেছে। সদ্য বি-টেক পাস করা, বিশ্বজিৎ হাজরার অভিযোগ, ৪ বছর ধরে হস্টেলে তিনি নির্যাতনের শিকার হয়েছেন। বারবার অভিযোগ করেও কোনও সুবিচার পাননি। ঘটনায়, নাম জড়ায় তৃণমূল ছাত্র পরিষদের এক নেতার। বালিগঞ্জ সায়েন্স কলেজের সদ্য প্রাক্তন পড়ুয়া বিশ্বজিৎ হাজরা বলেন, “মিডিয়া গোটা বিষয়টা সামনে আনার পরই তৎপর হয়েছে পুলিশ। আগেও তো পুলিশের কাছে গেছি। লালবাজার গেছি। পুলিশ ক্য়াম্পাসে এসেছে। সুপারকে জিজ্ঞাসাবাদ করেছে। বেশ কিছু তথ্য় নিয়ে গেছে ১৫-১৬ সাল থেকে কারা থাকে, তা নিয়ে গেছে।’’
গত ৭ জুলাই, বালিগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন এই ছাত্র। ৮ জুলাই FIR রুজু হয়। এর প্রায় দেড় মাস পর শনিবার অভিযোগকারী পড়ুয়ার গোপন জবানবন্দি রেকর্ড করা হয়। পুলিশ সূত্রে খবর, এই মামলায় SC ST প্রিভেনশন অফ অ্য়াট্রোসিটিস অ্য়াক্ট যুক্ত করা হয়েছে। তার জন্য অ্য়াসিস্ট্য়ান্ট কমিশনার পদমর্যাদার অফিসারকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। অভিযোগকারী পড়ুয়া বলেন, “আমি প্রথমেই বলেছিলাম, SCST অ্য়াক্ট যুক্ত করার কথা। কিন্তু পুলিশ করেনি। ওরা এফআইআরে লঘু ধারা দেয়। কিন্তু ওরা কী ধারা দিয়েছে, সেব্য়াপারে আমায় কিছু জানায়নি।’’
হস্টেলের প্রাক্তনীদের দিকে অভিযোগের আঙুল তুলেছেন সদ্য় বিটেক পাস বিশ্বজিৎ হাজরা। এদিকে, তাঁর বিরুদ্ধেও প্রাক্তনী তকমা তুলেছেন কেউ কেউ। এদিন তারও জবাব দিয়েছেন অভিযোগকারী। তিনি বলেন, “আমি সবেমাত্র ২ সপ্তাহ হল পাস আউট করেছি। আমার অভিযোগ ক্য়াম্পাসে থাকা ৩-৫ বছর ধরে থাকা প্রাক্তনীদের বিরুদ্ধে। ওরা এসব বলছে, যাতে তদন্ত বিপথে চালিত হয়। কর্তৃপক্ষের একাংশও বলছে। ঘটনায় শাসকদলের নাম জড়িয়েছে বলেই কি আড়াল করা হচ্ছে?’’ এদিকে কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছে, হস্টেল কর্তৃপক্ষকে এনিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
আরও পড়ুন: Kolkata Weather:ঝড়বৃষ্টি নাকি অস্বস্তিকর মেঘ, আজ কেমন থাকবে কলকাতার আবহাওয়া?