Bangladesh MP Murder Case: সেপটিক ট্যাঙ্কের দেহাংশই কি বাংলাদেশের সাংসদের? DNA পরীক্ষার জন্য কলকাতায় আসছেন কন্যা
Anwarul Azim Murder Case: বাংলাদেশে সাংসদ খুনের রহস্যভেদ কবে হবে? নিউটাউনের আবাসনের সেপটিক ট্যাঙ্ক থেকে যে দেহাংশ মিলেছে তা কি বাংলাদেশের সাংসদেরই?
ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা: বাংলাদেশের সাংসদ আনোয়ার উল আজিমের খুনের রহস্যভেদ করতে এবার ডিএনএ টেস্টের পথে হাঁটছে রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ সিআইডি। নিহত সাংসদের কন্যার থেকে সংগ্রহ করা হবে ডিএনএ-র নমুনা। এর পাশাপাশি, ফরেন্সিক রিপোর্ট হাতে পাওয়ার অপেক্ষায় রয়েছেন গোয়েন্দারা। (Bangladesh MP Murder Case)
বাংলাদেশে সাংসদ খুনের রহস্যভেদ কবে হবে? নিউটাউনের আবাসনের সেপটিক ট্যাঙ্ক থেকে যে দেহাংশ মিলেছে তা কি বাংলাদেশের সাংসদেরই? গত কয়েক দিন ধরে এমন একাধিক প্রশ্ন উঠে এলেও, এখনও পর্যন্ত উত্তর মেলেনি একটিরও। সেই আবহেই সিদ্ধান্তে পৌঁছনোর লক্ষ্যে এবার
এবার ডিএনএ পরীক্ষার টেস্টের তোড়জোড় শুরু করা হয়েছে সিআইডির তরফে। (Anwarul Azim Murder Case)
বাংলাদেশ থেকে দু-তিনদিনের মধ্যেই, ডিএনএ টেস্টের নমুনা দিতে কলকাতায় আসবেন নিহত সাংসদের কন্যা। যত তাড়াতাড়ি সম্ভব, উদ্ধার হওয়া দেহাংশের ফরেন্সিক রিপোর্ট হাতে পেতে চাইছে সিআইডি। এর পাশাপাশি, বাংলাদেশের ঝিনাইদহের সাংসদ আনোয়ার উল আজিম খুনে,
সিয়ান নামে আরও এক অভিযুক্তকে হাতের নাগালে পাওয়ার চেষ্টা করছেন রাজ্যের গোয়েন্দারা।
আরও পড়ুন: West Bengal Monsoon Update: পালাবে গরম! দেশে ঢুকল বর্ষা, বাংলা বৃষ্টি পাচ্ছে কবে?
সিআইডি সূত্রে খবর, উত্তরপ্রদেশ হয়ে নেপালে পালিয়ে গেছে সিয়ান। বাংলাদেশ সরকারের তরফে ইতিমধ্যেই যোগাযোগ করা হয়েছে নেপাল পুলিশের সঙ্গে। সিয়ানের খোঁজ শুরু হয়েছে। এর পাশাপাশি, যে রাস্তা দিয়ে এসে কেষ্টপুর খাল সহ বিভিন্ন জায়গায় সাংসদের পোশাক ফেলে দেওয়া হয়েছিল বলে অনুমান, সেই রুটের সিসি ক্যামেরাগুলির ফুটেজ সংগ্রহ করেছে সিআইডি।
আনোয়ার উলের দেহাংশের খোঁজে লাগাতার তল্লাশি চলছে। কৃষ্ণমাটির বাগজোলা খালের জলে ডুবুরি নামিয়ে, মাছ ধরার জাল ফেলে এবং স্পিড বোটে চেপে তল্লাশি চলে বুধবারও। পাওয়া যায়নি সুটকেস বা খুনে ব্যবহৃত অস্ত্র। কসাই দিয়ে গোটা দেহ থেকে চামড়া ছাড়িয়ে নিয়ে, টুকরো টুকরো করে কেটে, তা স্যুটকেসে ভরেই খালে ফেলা হয়েছিল বলে তদন্তে জানা গিয়েছে।
এর পাশাপাশি, নিউটাউনের আবাসনের সেপটিক ট্যাঙ্কে তল্লাশি চালায় সিআইডি। সেই সেপটিক ট্যাঙ্ক থেকে উদ্ধার হয় মানুষের দেহাংশ, চামড়া ও চুল। ওই দেহাংশ ও চুল বাংলাদেশের সাংসদেরই কিনা জানতে সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরোটরি বা CFSL-এ পাঠানো হয়েছে। বাংলাদেশের সাংসদের মেয়ের ডিএনএর নমুনা নিয়ে তার সঙ্গে মিলিয়ে দেখা হবে সেগুলি।