Bankura News: শুধু পায়ের ছাপ নয়, এবার বারো মাইলের জঙ্গলে দেখা মিলল বাঘের ! বুকধুকপুক রানীবাঁধ ব্লকের বাসিন্দাদের
Bankura Tiger Fear : গ্রামের অদূরে দেখা মিলল বাঘের, আতঙ্কে কাঁটা গোটা রানীবাঁধ ব্লক

পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া: বারো মাইলের জঙ্গলে ফের দেখা মিলল বাঘের, আতঙ্কে কাঁটা গোটা রানীবাঁধ ব্লক। ফের বারো মাইলের জঙ্গলে দেখা মিলল বাঘের। গতকাল সন্ধ্যার মুখে বাঁকুড়ার রানীবাঁধ ব্লকের মহাদেবসিনান গ্রামের অদূরে জঙ্গলে বাঘটিকে দেখতে পান স্থানীয়রা। এর পর থেকেই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আতঙ্কে সকাল থেকে আর জঙ্গলমুখো হননি স্থানীয় মহাদেবসিনান গ্রামের মানুষ।
বাঘের আতঙ্ক যেনও পিছু ছাড়ছে না বাঁকুড়ার জঙ্গলমহলের বাসিন্দাদের। গত ৪ দিন ধরে বাঁকুড়ার বিভিন্ন জঙ্গলে কার্যত দাপিয়ে বেড়াচ্ছে দক্ষিণরায়। গতকাল ভোরে রানীবাঁধ ব্লকের বারো মাইলের জঙ্গলে সুতানের কাছে বাঘের দেখা পান স্থানীয় এক ব্যক্তি। সেই ঘটনার পর গতকাল সন্ধ্যায় ফের বাঘের দেখা মেলে বারো মাইল জঙ্গলের মহাদেবসিনান গ্রামের কাছে।
প্রত্যক্ষদর্শীর দাবি, গ্রামের অদূরে একটি সবজীর জমিতে কাজ করার সময় আচমকাই জঙ্গলের দিক থেকে বাঘের ডাক শুনে সেদিকে নজর ঘোরাতেই বাঘটিকে দেখতে পান স্থানীয় এক মহিলা। মহিলা গ্রামে ফিরে ঘটনার কথা জানাতেই লাঠিসোঁটা নিয়ে জঙ্গলের দিকে ছুটে যান স্থানীয়রা। কিন্তু ততক্ষণে জঙ্গলে গা ঢাকা দিয়েছে বাঘ।
এদিকে গ্রাম লাগোয়া জঙ্গলে মহিলার বাঘ দেখার ঘটনার কথা ছড়িয়ে পড়তেই এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক। ভয়ে আজ আর জঙ্গলমুখো হননি মহাদেবসিনান গ্রামের মানুষ। গ্রামটি চারিদিক থেকে জঙ্গলে ঘেরা থাকায় গ্রাম থেকে বাইরে যাতায়াত করার ক্ষেত্রেও রীতিমত সমস্যায় পড়ছেন গ্রামের মানুষ।
সম্প্রতি বাঘের পায়ের ছাপ মিলেছিল সারেঙ্গা ব্লকের পড়্যাশোল এলাকায়, বাঘ কী তবে সারেঙ্গা বা লালগড়মুখী উত্তর খুঁজছে বন দফতর ? বাঘের পায়ের ছাপ মিলেছিল বাঁকুড়ার বারিকুলের বাগডুবি ও লাগোয়া ঝাড়গ্রাম জেলার কাঁকড়াঝোড় জঙ্গলে। বাঁকুড়ার পি মোড় রেঞ্জের পড়্যাশোল এলাকায় জঙ্গলের রাস্তায় বাঘের পায়ের ছাপ দেখতে পেয়েছিলেন স্থানীয়রা। আর এতেই নতুন করে ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এদিকে কাঁকড়াঝোড় ও বারিকুলের বাগডুবির জঙ্গলের পর পড়্যাশোল এলাকায় বাঘের পায়ের ছাপ দেখা যাওয়ায় বন দফতরের একাংশ মনে করছে বাঘ এবার সারেঙ্গা বা লালগড়ের উদ্যেশ্যে এগিয়ে যাচ্ছে।
আরও পড়ুন, স্কুল চলাকালীন মাইক বাজিয়ে নৃত্য পরিবেশন ! দুয়ারে সরকার কর্মসূচি ঘিরে মুখে কুলুপ প্রধানের
বছর পাঁচেক আগে লালগড় এলাকায় ঢুকে পড়া এক বাঘের মর্মান্তিক মৃত্যু হয়েছিল স্থানীয়দের হাতে। এবার কী সেই লালগড়ের দিকেই এগিয়ে চলেছে বাঘ? কাঁকড়াঝোড় ও বারিকুলের বাগডুবি জঙ্গলের পর পি মোড় রেঞ্জের পড়্যাশোল এলাকায় বাঘের পায়ের ছাপ মেলায় সেই সম্ভাবনা একেবারে উড়িয়ে দিতে পারছিল না বন দফতর। বন দফতরের একাংশের মতে যে এলাকায় বাঘের পায়ের ছাপ মিলেছে। সেই এলাকা থেকে জঙ্গলপথে অনায়াসেই পৌঁছে যাওয়া যায় লালগড়ে। স্বাভাবিকভাবেই স্থানীয় জঙ্গলগুলিতে নজরদারি বৃদ্ধি করেছে বনদফতর।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
