Visva Bharati Basanta Utsav: দোলের দিন হয়নি, বিশ্বভারতীতে এবার পালিত বসন্ত উৎসব
Celebration of Basanta Utsav: বিশ্বভারতীর বসন্ত উৎসব ও পৌষমেলা দেশ-বিদেশের পর্যটক-সহ রাজ্যের প্রত্যেকের কাছে অত্যন্ত জনপ্রিয়। অথচ ২০১৯ সালের পর বসন্তোৎসব বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ
ভাস্কর মুখোপাধ্যায়, বোলপুর : এবছরও দোলের দিন বসন্ত উৎসব করেনি বিশ্বভারতী (Visva Bharatai)। প্ৰথা ভেঙে ১০ এপ্রিল বিশ্বভারতীতে হল বসন্ত উৎসব। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় কার্যালয়ে উপাচার্য, সমস্ত ভবনের অধ্যক্ষ, রেজিস্টার, কর্মীমণ্ডলী ও কর্মী সংঘের যৌথ বৈঠকে সিদ্ধান্ত হয়- পড়ুয়া, কর্মী, অধ্যাপক-কর্মীদের মধ্যেই সীমিত পরিসরে হবে বসন্ত বন্দনা। মঙ্গলবার বৈতালিক ও সন্ধেয় শাস্ত্রীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয় বসন্ত বন্দনার অনুষ্ঠান। ১০ এপ্রিল বুধবার বিশ্বভারতীর ক্যাম্পাসে সকালে সাড়ে ৬ টায় গৌরপ্রাঙ্গণে বৈতালিক, শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান, শ্যামা নৃত্যনাট্যের মধ্য দিয়ে বসন্ত বন্দনা পালন করা হয়।
বিশ্বভারতীর বসন্ত উৎসব ও পৌষমেলা দেশ-বিদেশের পর্যটক-সহ রাজ্যের প্রত্যেকের কাছে অত্যন্ত জনপ্রিয়। অথচ ২০১৯ সালের পর বসন্তোৎসব বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। প্রাক্তন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর মেয়াদ শেষ হওয়ার পরেও পরিবর্তন হয়নি কোনও কিছুরই। বিশ্বভারতী কর্তৃপক্ষের দাবি, সদ্য UNESCO-র বিশ্ব ঐতিহ্য স্বীকৃতি পাওয়ার পর আশ্রম চত্বরে কোনওভাবেই লক্ষাধিক মানুষের সমাগমে বসন্তোৎসব একেবারেই সম্ভব নয়। তাই ভিড় আটকাতে বসন্ত বন্দনার আয়োজন।”
গতবারের মতো এবারও দোলে বিশ্বভারতী ( Visva Bharti University ) ) ক্যাম্পাসে সাধারণের জন্য বসন্ত উৎসব ( Basanta Utsav ) হয়নি। পরিবর্তে এবার শান্তিনিকেতনে ( Shantiniketan ) বসন্ত বন্দনার আয়োজন করেছিল বিশ্বভারতী কর্তৃপক্ষ। বসন্ত বন্দনা হয়েছে ৩ মার্চ। সাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে বিশ্বভারতী কর্তৃপক্ষ। তবু দোলের দিন শান্তিনিকেতন বিবর্ণ থাকেনি। বিশ্বভারতীতে বসন্তোৎসব বন্ধ হলেও, রঙের উৎসবে মেতে ওঠে শান্তিনিকেতন।
বিশ্বভারতীর বসন্ত উৎসব নিয়ে তার কয়েকদিন আগেই বিস্ফোরক মন্তব্য করেছিলেন উপাচার্য। তিনি বলেন, 'বিশ্বভারতী অল্পশিক্ষিত এবং অর্ধশিক্ষিত লোকজনে ভরে গিয়েছে। বসন্ত উৎসবের নামে বসন্ত-তাণ্ডব বন্ধ করে দিয়েছি। বিশ্বভারতীর অনুষ্ঠান জনতার জন্য নয়।' উপাচার্য আরও বলেন, 'প্রথা ভেঙে বসন্ত উৎসব করা হল না। অর্থাৎ যাঁরা প্রথার কথা বলেন, তাঁরা বসন্ত উৎসবের মাধ্য়মে বসন্ত তাণ্ডব চান। আমরা সেই বসন্ত তাণ্ডবের পক্ষপাতী নই। আমাদের পাঠভবনের ছেলেমেয়েরা বসন্ত আবাহন করেছে। আমরা বসন্ত বন্দনা করব।...এটা বিশ্বভারতীর অনুষ্ঠান। জনতার জন্য় নয়। '
আরও পড়ুন ; ঊষা উত্থুপ থেকে জোজোর পারফর্ম্যান্স, নাচে-গানে-রঙে মাতোয়ারা ইমন চক্রবর্তীর 'বসন্ত উৎসব'
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।