Recruitment Scam : নিয়োগ-দুর্নীতি মামলায় তলব, নিজাম প্যালেসে হাজিরা ভাঙড়ের তৃণমূল নেতার
Job Scam : শাহজাহান মোল্লার ছোট মেয়েও ওএমআর শিটে কারচুপি করে চাকরি পেয়েছিলেন বলে অভিযোগ ওঠে। সেই চাকরি বাতিল হয়ে যায়
পার্থপ্রতিম ঘোষ, কলকাতা : নিয়োগ-দুর্নীতি মামলায় (Recruitment Scam Case) এবার আরও এক তৃণমূল নেতাকে (TMC Leader) তলব করল সিবিআই (CBI)। ভাঙড় ১ নম্বর ব্লকের তৃণমূল সভাপতি শাহজাহান মোল্লাকে তলব করেছে কেন্দ্রীয় এজেন্সি। সেই ডাকে সাড়া দিয়ে নিজাম প্যালেসে হাজিরা দিলেন শাহজাহান মোল্লা। এর আগে শাহজাহানের বাড়িতে তল্লাশি চালিয়েছিল সিবিআই। সিবিআই সূত্রের দাবি, তৃণমূল নেতার বাড়ি থেকে একাধিক গুরুত্বপূর্ণ নথি উদ্ধার হয়েছে। এসএসসি-র প্রাক্তন উপদেষ্টা এসপি সিন্হার ঘনিষ্ঠ ছিলেন শাহজাহান। ঘনিষ্ঠতার প্রমাণ মিলেছে পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গেও।
শাহজাহান মোল্লার ছোট মেয়েও ওএমআর শিটে কারচুপি করে চাকরি পেয়েছিলেন বলে অভিযোগ ওঠে। সেই চাকরি বাতিল হয়ে যায়। এই পরিস্থিতিতে সিবিআইয়ের তলবে আজ সকাল ১০টা ৪৫ মিনিট নাগাদ নিজাম প্যালেসে আসেন তৃণমূল নেতা। নিয়োগ দুর্নীতিতে তিনি কীভাবে, কার কার সঙ্গে তিনি যুক্ত ছিলেন...খতিয়ে দেখছেন সিবিআই আধিকারিকরা।
ধরপাকড়ের মধ্যেই রহস্যজনক নথি উদ্ধার-
নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধরপাকড়ের মধ্যেই গত মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে পোড়ানো হয় রহস্যজনক নথি। পাঁচিলে ঘেরা বিস্তীর্ণ ফাঁকা জমি। ১৫-২০ বিঘার কম হবে না ! সেখানেই পুড়ছে রাশি রাশি কাগজ। মঙ্গলবার এই ছবি সামনে আসতেই দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়জুড়ে শোরগোল পড়ে যায়। স্থানীয়দের কাছ থেকে মঙ্গলবার সকালে দফতরে খবর পৌঁছতেই, ভাঙড়ের আন্দুল-গড়িয়া এলাকায় ছুটে আসেন সিবিআই আধিকারিকরা। লাঠি দিয়ে খোঁচাতেই কোথাও কোথাও দাউ দাউ করে জ্বলে ওঠে আগুন!
জল দিয়ে, মাটি ছড়িয়ে, লাঠি দিয়ে খুঁচিয়ে নথির অংশ বিশেষ খুঁজে বের করার চেষ্টা করলেন CBI আধিকারিকরা। বেশ কয়েকঘণ্টা পর আধপোড়া নথি নিয়ে নিজাম প্য়ালেসে ফিরে যায় সিবিআই। স্থানীয় তাড়দহ পঞ্চায়েতের উপপ্রধানের কথার ভিত্তিতে নিজাম প্যালেসে ডেকে বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই।
এই ঘটনা নিয়ে অনেকের মনেই প্রশ্ন জাগতে শুরু করে। কীসের কাগজ ? কোনও তথ্যপ্রমাণ লোপাটের চেষ্টা নয় তো ? এই প্রশ্নগুলো যখন উঠতে শুরু করেছে তখন নবান্নে সাংবাদিক বৈঠক থেকে ঘটনায় বিজেপি-সিপিএম যোগসাজশের তত্ত্ব তুলে ধরেন মুখ্যমন্ত্রী। বলেন, জানি না এটা নিয়ে কিছু। বিজেপি-সিপিএমের নতুন গেম।
শুধু সিপিএম-বিজেপিই নয়, ভাঙড় নথি পোড়াকাণ্ডে সিবিআইকেও নিশানা করেন মুখ্যমন্ত্রী। যদিও জানা যায়, ভাঙড়ে ছাই ঘেঁটে বিহারের একাধিক এলাকার খনি কারবার সংক্রান্ত নথি উদ্ধার হয়েছে। মিলেছে বেশ কিছু ব্ল্য়াঙ্ক চেক।
প্রসঙ্গত, গত শুক্রবারই, বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বাড়ির কাছে পুকুর পাড় থেকে উদ্ধার হওয়া পাঁচ-পাঁচটি ব্যাগে মিলেছিল, চাকরিপ্রার্থীদের নামের তালিকা, অ্যাডমিট কার্ড, আর্থিক লেনদেন সংক্রান্ত তথ্য!
আরও পড়ুন ; অয়নের সঙ্গে বহু প্রভাবশালী রাজনৈতিক নেতা দেখা করতে আসতেন, 'বিস্ফোরক' শ্বেতা, দাবি ইডি সূত্রে