Birbhum News: মাকে চিকিৎসা করাতে এসেছিলেন মেয়ে, আচমকাই ধারাল অস্ত্রের কোপ স্বামীর ! ফিনকি দিয়ে পড়ল রক্ত, মর্মান্তিক ঘটনা বীরভূমে..
Birbhum Try To Murder Case: হাসপাতাল চত্বরে স্ত্রীকে খুনের চেষ্টা স্বামীর ! কিন্তু কেন ?

ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম: বীরভূমের সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতাল চত্বরে স্ত্রীকে খুনের চেষ্টা স্বামীর। ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি আক্রমণ করে স্ত্রীকে। গলায় গভীর ক্ষত হয়ে যায়। হাসপাতালে নিরাপত্তারক্ষী অভিযুক্তকে ধরে ফেলে। গুরুত্বর আহত অবস্থায় মহিলা হাসপাতালে ভর্তি।
কেন নিজের স্ত্রীকে প্রাণে মেরে ফেলতে চাইলেন স্বামী ?
জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে পারিবারিক ঝামেলা চলছিল স্বামী ও স্ত্রীর মধ্যে। বেশ কয়েকমাস আগে স্বামীর বাড়ি সিউড়ির কুলেরা থেকে মহ:বাজারের কাপিষ্ঠা গ্রামে বাবার বাড়ি চলে আসে পূর্ণিমা লোহার। এরপর থেকে তার স্বামী অমর কর্মকার স্ত্রীকে বাড়ি নিয়ে আসার চেষ্টা করে। কিন্তু স্ত্রী বাড়ি ফিরতে চাইনি। মঙ্গলবার পূর্ণিমা তার মাকে নিয়ে সিউড়ী সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসে চিকিৎসার জন্য। আচমকাই ধারালো অস্ত্র নিয়ে পূর্ণিমাকে আক্রমণ করে অমর। গলায় ও বুকে আঘাত লাগে। হাসপাতালের নিরাপত্তারক্ষীরা ওই মহিলাকে বাঁচান এবং আটক করে অময় কর্মকারকে। পরে তাকে সিউড়ী থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে যুবককে খুন
বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে একটি ভয়াবহ ঘটনার কথা সম্প্রতি প্রকাশ্যে এসেছিল। রাতে বাড়ির বাড়ির বাইরে বেরিয়ে তাঁকেও আরও ফিরে পায়নি পরিবার। লাইনের পাশে উদ্ধার হয়েছিল ক্ষতবিক্ষত মৃতদেহ। বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে এক যুবককে খুনের অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছিল কালীগঞ্জ থানা এলাকায়। কালীগঞ্জ থানার হাট গোবিন্দপুর রেল লাইনের ধারে থেকে যুবকের ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার হয়েছে। মৃতের নাম মফিজুল সেখ। মৃত্যুকালীন বয়েস হয়েছিল ৩৩। তাঁর বাড়ি হাট গোবিন্দপুর দক্ষিণপাড়ায়।
রেল লাইনের ধারে মৃতদেহ
পরিবারের দাবি ছিল, রাত আটটা নাগাদ বাড়ি থেকে বের হয়েছিলেন তিনি। এরপর ফোন করলে তাঁর ফোন সুইচ অফ পাওয়া গিয়েছিল। এরপর তারা খবর পান রেল লাইনের ধারে মৃতদেহ পড়ে আছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাঁরা দেখতে পেয়েছিলেন রেললাইনের ধারে তার মৃতদেহ পড়ে আছে।তাঁদের অভিযোগ খুন করে দেহটি রেল লাইনের ধারে ফেলে দেওয়া হয়েছিল। তার স্ত্রীর দাবি , প্রতিবেশী এক মহিলার সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল। তার সঙ্গে পালিয়ে যেতে রাজি না হওয়ায় সে 'খুন' করিয়েছে। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্তের পরিবার।






















