Rampurhat Fire: 'অগ্নিকাণ্ড ঘটিয়ে বাংলাকে বদনামের চেষ্টা’ রামপুরহাট প্রসঙ্গে সরব ফিরহাদ
এ দিন মৃত নেতা দু শেখের পরিবারের সঙ্গে কথা বলেছেন বলেও জানান ফিরহাদ হাকিম। এ প্রসঙ্গে কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়িয়ে ফিরহাদের বক্তব্য, দেশের অন্য জায়গায় যখন ঘটনা ঘটে, তখন স্বরাষ্ট্রমন্ত্রক কী করে?
রামপুরহাট: ‘আমাদেরই লোককে খুন করবে, অগ্নিকাণ্ড ঘটিয়ে বাংলাকে (West Bengal) বদনাম করার চেষ্টা।’ রামপুরহাট হত্যাকাণ্ড নিয়ে এমনই মন্তব্য ফিরহাদ হাকিমের (TMC Firhad Hakim)। রামপুরহাট (Rampurhat) অগ্নিকাণ্ডের (Rampurhat Fire) ঘটনায়, উত্তাল হয়ে উঠেছে রাজ্য রাজনীতি (Political Tussel)। বিরোধীদের দাবি, রামপুরহাটে গণহত্যা হয়েছে।
তবে তৃণমূলের দাবি, বদনামের চেষ্টা করা হচ্ছে। রামপুরহাট হত্যাকাণ্ডের আঁচ এসে পড়েছে বিধানসভাতেও (Assembly)। রামপরহাটের ঘটনায়, বিধানসভায় বিবৃতি দেন পরিষদীয়মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। বদনামের যুক্তিতে সরব হয়েছেন ফিরহাদ হাকিমও (Firhad Hakim)।
এ দিন ফিরহাদ হাকিম Firhad Hakim) বলেন, ‘সহ্য করা হবে না। ডিজিপিকে বলেছি অপরাধীদের গ্রেফতার করতে হবে। রাজ্যকে বদনাম করতে চক্রান্ত। আমাদের উপপ্রধানকে খুন করা হল, তার পর একই পাড়ায় বাড়িতে আগুন লাগানো হল।’
দোষীদের গ্রেফতারের দাবি জানিয়ে ফিরহাদের (Firhad Hakim) মন্তব্য়, 'রামপুরহাটে আসছেন ডিজিপি। যাঁরা বাংলার মাথা নিচু করতে চায়, তাদের সবাইকে গ্রেফতার করুন। সিট গঠন করেছেন মুখ্যমন্ত্রী, উচ্চপর্যায়ের তদন্ত হোক। নেপথ্যে কারা, খুঁজে বার করা হোক। যেই যুক্ত থাকুক তাদের ছাড়া হবে না।’
আরও পড়ুন: Coochbehar News: জেলা নেতৃত্বের নির্দেশ অমান্য করে অনাস্থা, কোচবিহারে অপসারিত পঞ্চায়েত প্রধান
এ দিন মৃত নেতা দু শেখের পরিবারের সঙ্গে কথা বলেছেন বলেও জানান ফিরহাদ হাকিম। এ প্রসঙ্গে কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়িয়ে ফিরহাদের বক্তব্য, দেশের অন্য জায়গায় যখন ঘটনা ঘটে, তখন স্বরাষ্ট্রমন্ত্রক কী করে? সিপিএম হোক, বিজেপি হোক বা তৃণমূল জড়িতে থাকলে কেউ ছাড় পাবে না। অন্যায় হয়েছে, অগ্নিসংযোগ হয়েছে।
এদিকে যখন রামপুরহাটের গণহত্যা ঘিরে তোলপাড় রাজ্য রাজনীতি। দফায় দফায় প্রশ্ন উঠছে যে পরপর বাড়িতে আগুন লাগাল কে? তা নিয়ে তদন্ত শেষ হওয়ার আগেই, টিভিতে বিস্ফোরণের তত্ত্ব খাড়া করেছেন জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল (TMC Anubrata)। যদিও, বিরোধীরা এই তত্ত্ব মানতে নারাজ।