Suvendu Attacks Governor : "বেআইনি কাজ করছেন", ফের শুভেন্দুর নিশানায় রাজ্যপাল
BJP Leader : বীরভূমের সাঁইথিয়ায় একটি কর্মসূচিতে যোগ দিয়ে বিস্ফোরক অভিযোগ করলেন বিরোধী দলনেতা
ঝিলম করঞ্জাই, রুমা পাল ও অর্ণব মুখোপাধ্যায়, কলকাতা : রাজ্যপালের বিরুদ্ধে ফের সুর চড়ালেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বীরভূমের (Birbhum) সাঁইথিয়ায় একটি কর্মসূচিতে যোগ দিয়ে বিস্ফোরক অভিযোগ করলেন বিরোধী দলনেতা। এই প্রসঙ্গে রাজ্যপাল বলেন, বিরোধীদের অধিকার রয়েছে, তারা যেটা মনে করে সেটা বলার।
ফের রাজ্যপালের বিরুদ্ধে সুর চড়ালেন শুভেন্দু অধিকারী। তুললেন রাজ্যপালের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ। রাজ্যপাল হিসাবে আসার পর থেকে সি ভি আনন্দ বোসের ভূমিকায় বারবার অসন্তোষ প্রকাশ করেছেন শুভেন্দু অধিকারী। রাজভবনে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে রাজ্যপালের বাংলায় হাতেখড়ি থেকে, রিষড়ায় অশান্তির ঘটনায় রাজ্যপালের ভূমিকা এবং অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম রায়কে ফের রাজ্যের লোকায়ুক্ত নিযুক্ত করার বিরোধিতা করেন বিরোধী দলনেতা।
এই প্রেক্ষাপটে, বীরভূমের সাঁইথিয়ায় একটি কর্মসূচিতে যোগ দিয়ে, গতকাল ফের রাজ্যপালের বিরুদ্ধে সুর চড়ালেন বিরোধী দলনেতা। শুভেন্দু বললেন, "উনি সম্মানীয় ব্যক্তি এখন কিছু বলছি না। লোকায়ুক্ত নিয়োগ বেআইনি হয়েছে। সরকারের সঙ্গে মিলেমিশে কখনও ভাল, কখনও খারাপ কাজ করছেন। ভাব ভালবাসা করছে চলছেন, গোপালকৃষ্ণ গান্ধীকে (Gopal Krishna Gandhi) আমি প্রণাম করি রাজ্যপাল হিসাবে। ধনকড়কে স্যালুট করি।" এনিয়ে পাল্টা দিতে ছাড়েনি তৃণমূল বিধায়ক তথা পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি বলেন, "রাজ্যপাল একটা কনস্টিটিউশনাল পোস্ট। এগুলো উচিত নয় শুভেন্দুর বলা।"
অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) মেয়ে সুকন্যা মণ্ডলকে গ্রেফতার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এই প্রসঙ্গে গতকাল সরাসরি মুখ্যমন্ত্রীকে নিশানা করেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, "বিভাজন করেন মুখ্যমন্ত্রী। কারণ চাকরি দিতে পারেননি, উন্নয়ন করতে পারেননি। গবিরকে আরও গরিব করেছেন। এই বীরভূম জেলায় একশো কোটি টাকার মালিক হয়েছেন একশো জন। ওঁদের গুরুদেব চলে গেছেন। আরও যাবেন।...নুরুল বলে একজনের নাম করছে, সেটা যাবে না।" পাল্টা তোপ দেগে ফিরহাদ বলেন, "এজেন্সি করছে না বিজেপি করছে, এজেন্সি জানছে না কোর্ট জানছে না বিজেপি দল কী করে জানছে ? কোর্টকে দেখতে বলব।"
নন্দীগ্রামকাণ্ডের পর, সেখানে গেছিলেন তৎকালীন রাজ্য়পাল গোপালকৃষ্ণ গান্ধী। বিজেপি রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগ তোলার পর কোচবিহারে বিভিন্ন এলাকা পরিদর্শন করেছিলেন তৎকালীন রাজ্যপাল জগদীপ ধনকড়। তবে, ধনকড়ের ভূমিকায় বেজায় খুশি হলেও, বর্তমান রাজ্য়পালকে নিয়ে কোনওভাবেই সন্তুষ্ট হতে পারছেন না শুভেন্দু অধিকারী।
আরও পড়ুন ; রামনবমীতে হিংসা, অশান্তি নিয়ে মামলা শুভেন্দুর, NIA তদন্তের নির্দেশ কলকাতা হাইকোর্টের