Rahul Gandhi on Share Market: 'হারের হতাশা ভুলতে পারেননি, শেয়ার মার্কেটকে বিভ্রান্ত করছেন', রাহুলের বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ বিজেপির
Rahul Gandhi on Share Market BJP News: নরেন্দ্র মোদি বলেছিলেন, আমি আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারি, ৪ জুন বিজেপি রেকর্ড সংখ্যক আসন পাওয়ার সঙ্গে সঙ্গেই স্টক মার্কেটও রেকর্ড উচ্চতায় পৌঁছবে।
![Rahul Gandhi on Share Market: 'হারের হতাশা ভুলতে পারেননি, শেয়ার মার্কেটকে বিভ্রান্ত করছেন', রাহুলের বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ বিজেপির BJP leader piyush goyal attacks congress Rahul gandhi says conspiring to mislead the market investors Rahul Gandhi on Share Market: 'হারের হতাশা ভুলতে পারেননি, শেয়ার মার্কেটকে বিভ্রান্ত করছেন', রাহুলের বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ বিজেপির](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/06/07/b2b137899c55af07953cf762ab8a6cf21717739246396223_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়া দিল্লি: সরকার গঠনের তোড়জোড়ের মধ্যেই নরেন্দ্র মোদি (Narendra Modi), অমিত শাহদের (Amit Shah) বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলেছেন রাহুল গাঁধী (Rahul Gandhi)। শেয়ার বাজার নিয়ে প্রধানমন্ত্রীএবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ভবিষ্যদ্বাণীর প্রসঙ্গ টেনে, রাহুল গাঁধীর অভিযোগ, এটা শেয়ার বাজারের ইতিহাসের সর্ববৃহৎ কেলেঙ্কারি। এনিয়ে যৌথ সংসদীয় কমিটির তদন্তও দাবি করেছেন তিনি। এবার এই বিষয়ে পাল্টা জবাব দিয়েছে বিজেপি।
বিজেপি নেতা পীযূস গোয়েল বলেন, 'লোকসভা নির্বাচনে হারের হতাশা থেকে রাহুল গাঁধী এখনও বেরতে পারেননি। এখন উনি শেয়ার মার্কেটের বিনিয়োগকারীদেরও বিভ্রান্ত করার চক্রান্ত করে চলেছেন। আজ ভারত বিশ্বের পঞ্চম অর্থনীতির দেশ। এখনও দ্রুততম অর্থনীতির খেতাব নিয়ে এগিয়ে চলেছে, এটা গোটা বিশ্ব জানে। এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে বিশ্বের অর্থনৈতিক ব্যবস্থার দেশ হতে চলেছে ভারত।'
#WATCH | BJP leader Piyush Goyal says, "Rahul Gandhi has still not overcome the loss in the Lok Sabha Elections. Now, he is conspiring to mislead the market investors. Today, India has become the fifth-largest economy..." pic.twitter.com/gVbp0ZvX7Z
— ANI (@ANI) June 6, 2024
রাহুল গাঁধী বলেন, 'বিজেপির সবথেকে বড় নেতারা বলেছেন, ছোট বিনিয়োগকারীদের বার্তা দিয়েছেন, আপনাদের শেয়ার কেনা উচিত। তাঁদের কাছে খবর ছিল, বুথ ফেরত সমীক্ষা ভুল। তাঁদের কাছে খবর ছিল, বিজেপি একক সংখ্য়াগরিষ্ঠতা পাবে না। তাঁরা জানতেন, ৩ জুন এবং ৪ জুন কী হতে চলেছে। আমরা তদন্ত চাই প্রধানমন্ত্রীকে নিয়ে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে, যাঁরা বুথ ফেরত সমীক্ষা করেছে, তাদের নিয়ে এবং বিদেশি বিনিয়োগকারীদের নিয়ে।'।
উল্লেখ্য, লোকসভা ভোটের মধ্যেই সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নরেন্দ্র মোদি বলেছিলেন, আমি আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারি, ৪ জুন বিজেপি রেকর্ড সংখ্যক আসন পাওয়ার সঙ্গে সঙ্গেই স্টক মার্কেটও রেকর্ড উচ্চতায় পৌঁছবে। অন্যদিকে, একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অমিত শাহও মন্তব্য করেন, আমার মতে, ৪ জুনের আগে শেয়ার কিনুন। বাজার ঊর্ধ্বমুখী হবে।
কিন্তু, ভোটের ফল ঘোষণার পরই শেয়ার বাজার মুখ থুবড়ে পড়ে। ডুবে যায় বিনিয়োগকারীদের লক্ষ কোটি টাকা। আর এই প্রেক্ষাপটেই নরেন্দ্র মোদি, অমিত শাহর মন্তব্যর প্রসঙ্গ টেনে বিরাট কেলেঙ্কারির অভিযোগ তুলেছেন রাহুল গাঁধী।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)