Hiran On Dilip Ghosh : দিলীপের পছন্দ 'খড়গপুর', হিরণ বললেন, 'যদি আমাকে এখান থেকে লড়তে বলে..' ?
Hiran Chatterjee ON Dilip Ghosh: ২০২৬-এ পুরনো কেন্দ্র খড়গপুরে লড়ার ব্যাপারে দিলীপ ঘোষের ইচ্ছেপ্রকাশ, কী মন্তব্য হিরণের ?

কৃষ্ণেন্দু অধিকারী, রঞ্জিত সাউ, সোমনাথ দাস, কলকাতা: মেদিনীপুর থেকে রানিং MP-কে দুর্গাপুরে পাঠিয়ে দেওয়া ইনজাস্টিস হলে, রানিং MLA-কে খড়গপুর থেকে সরিয়ে দেওয়াও তো ইনজাস্টিস। ২০২৬-এ পুরনো কেন্দ্র খড়গপুরে লড়ার ব্যাপারে দিলীপ ঘোষের ইচ্ছেপ্রকাশ নিয়ে মন্তব্য করলেন খড়গপুর সদরের বিজেপি বিধায়ক, হিরণ চট্টোপাধ্যায়। হিরণের মন্তব্য নিয়ে প্রতিক্রিয়া দিতে চাননি দিলীপ ঘোষ।
আরও পড়ুন, কোন বিধানসভা কেন্দ্র থেকে লড়তে চান ? এক্সক্লুসিভ সাক্ষাৎকারে বিস্ফোরক দিলীপ
বিজেপি নেতা দিলীপ ঘোষ বলেন, এটা কি প্রয়োজন ছিল আমাকে বর্ধমানে লড়তে পাঠানো? খড়গপুরে দু'বার, মানুষ ওখানে জিতিয়েছে, দেখিয়ে দিয়েছে। তো পার্টি যদি বলে, আমি ওখানেই লড়ব।' খড়গপুর সদর বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায় বলেন, এখানকার রানিং MLA, সে আমি হই আর যেই হই, তাঁকে এখান থেকে সরিয়ে দেওয়া তো একই ইনজাস্টিস, লজিক্যালি সেটা ইনজাস্টিস। আট মাস মাঠের বাইরে থাকার পর ক্রিজে ফিরেছেন। বছরের শেষ দিন, অমিত শাহর সঙ্গে একান্ত সাক্ষাতের পর থেকেই পুরনো ফর্মে দিলীপ ঘোষ। ফের কি ব্যাট হাতে আগের মতোই ঝড় তুলবেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি? অপেক্ষায় অনুগামীরা। ৮ মাস পর বিজেপির রাজ্যস্তরের কর্মসূচিতে ডাক পাওয়ার পরেই দিনই দলের সঙ্গে দূরত্ব তৈরি হওয়া নিয়ে মুখ খোলেন দিলীপ ঘোষ।
সম্প্রতি বিশেষ সাক্ষাৎকারে বিজেপি নেতা দিলীপ ঘোষ জানান, এটা কি প্রয়োজন ছিল আমাকে বর্ধমানে লড়তে পাঠানো? অনেক ডিসিশন নিতে হয়। তখন আমারও মনে হয়েছিল আমি তো কারও বাঁধা নেই। আমারও ব্যক্তিগত জীবন আছে। আর ওই রং দেখে, মুখ দেখে আমি রাজনীতি ভিতরেও করি না, বাইরেও করি না। তো এটা ফালতু এজেন্ডা বানানো কাউকে আইসোলেট করার জন্য। এটা আমার বিরুদ্ধে ৪ বছর ধরে চলছে। পাশাপাশি, ২০২৬-এ পুরনো কেন্দ্র খড়গপুরে লড়ার ইচ্ছেপ্রকাশ করেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি।
দিলীপ ঘোষ বলেন, আমি আগে যেখানে লড়েছি। খড়গপুরে দু'বার, মানুষ ওখানে জিতিয়েছে, দেখিয়ে দিয়েছে। তো সেই জন্য স্বাভাবিকভাবে ওখানে মানুষের সঙ্গে আমার একটা আত্মিক যোগ আছে। তো পার্টি যদি বলে আমি ওখানেই লড়ব। আমি গতবার ইচ্ছা প্রকাশ করেছিলাম, নির্বাচন লড়ব না, বর্ধমানে যাব না। কিন্তু পার্টি বলেছিল, আমি গেছি। বারবার এরকম হবে, আমার মনে হয় না। পার্টিরও শিক্ষা নেওয়া উচিত। তাহলে কি খড়গপুর সদর আসন থেকে সরতে হবে বর্তমান বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়কে? অভিনেতার দাবি, তাহলে সেটাও তো অন্যায় হবে।
খড়গপুর সদরের বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায় বলেন, ওঁর ক্ষেত্রে যদি ইনজাস্টিস হয়ে থাকে উনি রানিং MP ছিলেন মেদিনীপুরের, এবং সেখান থেকে ওঁকে পাঠিয়ে দেওয়া হয়েছিল দুর্গাপুরে। সেটা যদি ইনজাস্টিস হয়, এখান কার রানিং MLA, সে আমি হই আর যেই হই, তাকে এখান থেকে সরিয়ে দেওয়া তো একই ইনজাস্টিস, লজিক্যালি সেটা ইনজাস্টিস। হিরণের আশা, তাঁর সঙ্গে কোনও ইনজাস্টিস হবে না।পুরনো আসনেই লড়াই করবেন, এবং তাঁর হবে প্রচার করবেন দিলীপ ঘোষ।
খড়গপুর সদরের বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায় বলেন, আমাদের একটি কেন্দ্রীয় নির্বাচন কমিটি থাকে, যারা সিদ্ধান্ত নেয়, কাকে কোথায় টিকিট দেওয়া হবে। যদি কেন্দ্রীয় নির্বাচন কমিটি আবার আমাকে এখান থেকে বলে যে, হিরণ তোমাকে আবার খড়গপুর থেকে লড়তে হবে, তো আমি আশা করব যে, মাননীয় দিলীপবাবু তিনি খড়্গপুরে এসে পার্টির হয়ে এবং আমার হয়ে দিন রাত থেকে এখানে প্রচার করবেন, বিজেপিকে জেতানোর জন্য।
পদ্মফুল শিবিরের এই ঠান্ডা লড়াই দেখে কটাক্ষ করেছে তৃণমূল। এতদিন যেন তিনি দলে থেকেও ছিলেন না, কিন্তু নতুন বছরে ফের ভিড় বাড়ছে ইকোপার্কের মর্নিং ওয়াকে। সব মিলিয়ে ছাব্বিশের ভোটের আগে ওয়ার্ম আপ শুরু হয়ে গেছে দিলীপ ঘোষের। শনিবার দলীয় কর্মীদের নিয়ে, খড়গপুর ২ নম্বর ব্লকের জকপুরের মহিষা গ্রামে শতাব্দী প্রাচীন মনসা মন্দিরে পুজো দেন দিলীপ ঘোষ। তবে হিরণের মন্তব্য নিয়ে কোনও প্রতিক্রিয়া দিতে চাননি তিনি।






















