(Source: ECI/ABP News/ABP Majha)
Mamata On Tea Garden Workers: 'চা-শ্রমিকদের প্রত্যেককে জমির পাট্টা দেব', গেরুয়া শিবিরের শক্তঘাঁটিতে দাঁড়িয়ে ঘোষণা মুখ্যমন্ত্রীর
Alipurduar News:'চা বাগানের শ্রমিকদের প্রত্যেককে জমির পাট্টা দেব', সাধারণ নির্বাচনের কয়েক মাস আগে উত্তরবঙ্গে, গেরুয়া শিবিরের শক্তঘাঁটিতে দাঁড়িয়ে ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।
আলিপুরদুয়ার: 'চা বাগানের (Tea Garden Workers) শ্রমিকদের প্রত্যেককে জমির (Leasehold Of Land) পাট্টা দেব', সাধারণ নির্বাচনের কয়েক মাস আগে উত্তরবঙ্গে (CM Mamata Banerjee In North Bengal), গেরুয়া শিবিরের শক্তঘাঁটিতে দাঁড়িয়ে ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।বললেন, 'আলিপুরদুয়ার-জলপাইগুড়ি-শিলিগুড়ি মিলিয়ে এই দফায় ১৩ হাজার জমির পাট্টা দেওয়া হবে।' এর মধ্যে শুধু আলিপুরদুয়ারে ৪ হাজার ৬৪২ জন চা শ্রমিককে পাট্টা দেওয়ার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। বাকি জায়গায় যত দ্রুত সম্ভব পাট্টার ব্যবস্থা করা হবে। শুধু তাই নয়। তাঁর আশ্বাস, 'পাট্টার সঙ্গে ১ লক্ষ ২০ হাজার টাকা দেব, বাড়ি করে নিতে পারবেন।' এর ফলে আলিপুরদুয়ারের প্রায় ২৬ হাজার মানুষ পরিষেবা পাবেন।
যা বললেন...
একুশের বিধানসভা ভোটের আগে যে চা-বাগান শ্রমিকদের একাধিক প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সে কথা মনে করান মুখ্যমন্ত্রী। সঙ্গে সংযোজন, 'আবার ভোটের আগে আসবে।' কিন্তু এই ধরনের প্রতিশ্রুতি স্রেফ কথার কথা, দাবি তাঁর। চা-বাগান শ্রমিকদের পাশাপাশি আদিবাসীদের জন্যও ঘোষণা ছিল তাঁর। তবে সঙ্গে বলেন, 'আদিবাসীদের নামে অনেকে ভুয়ো সার্টিফিকেট করিয়েছেন। সেই ভুয়ো শংসাপত্র বাতিল করবে সরকার।' কেন্দ্রীয় প্রকল্পে বঞ্চনার অভিযোগও শোন যায় তাঁর মুখে। মমতার অভিযোগ, অন্যান্য অনগ্রসর সম্প্রদায়ের জন্য কেন্দ্র টাকা বন্ধ করে দিয়েছিল। 'আমরা বিজেপি নই, প্রতিশ্রুতি দিলে পূরণ করি। বিজেপি কথা দিয়ে কথা রাখে না', আলিপুরদুয়ারে দাঁড়িয়ে দাবি তাঁর। সঙ্গে বলেন, 'কেন্দ্র বিনামূল্যে রেশন দিচ্ছে না, আমরা দিচ্ছি।' আসলে ১০০ দিনের কাজ থেকে আবাস যোজনা, সর্বত্র কেন্দ্রের বিরুদ্ধে টাকা আটকে রাখার অভিযোগ। এর পরই তিনি বলেন, 'প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সময় চেয়েছি।' ওই সাক্ষাতে তিনি যে বাংলার প্রাপ্য বকেয়া দেওয়ার কথা বলবেন, সেটিও আরও একবার মনে করান তৃণমূলনেত্রী। তাঁর হুঙ্কার, 'হয় বাংলার টাকা দাও, নয় গদি ছাড়ো।'
উন্নয়ন প্রশ্নে...
দিনদুয়েক আগে কার্শিয়ঙের সভা থেকে পাহাড়ের উন্নয়নের জন্য একাধিক ঘোষণা করেছিলেন তৃণমূলনেত্রী। আশ্বাস দেন, পাহাড়ে উন্নয়নের জন্য জিটিএ-কে আরও ৭৫ কোটি টাকা দেওয়া হবে। সে সঙ্গে, লগ্নির জন্য ২৪ হাজার কোটি টাকার বিনিয়োগের প্রস্তাবও দেন তিনি। এদিন উত্তরবঙ্গ উন্নয়নের জন্য ২৪ হাজার কোটি টাকা বিনিয়োগের কথাও শোনা যায় মুখ্যমন্ত্রীর মুখে। বলেন, 'পাহাড়ে আইটি হাব হবে। অনেক কর্মসংস্থান হবে।' আর কয়েক মাস পরেই লোকসভা নির্বাচন। তার আগে, উত্তরবঙ্গে দাঁড়িয়ে চা বাগান শ্রমিক থেকে আদিবাসীদের জন্য মুখ্যমন্ত্রীর একের পর এক ঘোষণায় আলোচনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।
আরও পড়ুন:আদবাসীদের সার্টিফিকেট দেওয়ার ঘোষণা, ভুয়ো শংসাপত্র বাতিলের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর