Mamata Banerjee: খেলা আবার হবে,আরও জোরে মারতে হবে ২৬-এ : মমতা
Mamata Warns For WB Assembly Election 2026 : পাখির চোখ ছাব্বিশের ভোট, কর্মিসভায় কী বললেন তৃণমূল সুপ্রিমো ?

কলকাতা: বছর পেরোলেই ছাব্বিশের ভোট। বলার অপেক্ষা রাখে না, এই ভোটের অনেক কিছুই অপেক্ষা করছে। রাশ কার হাতে থাকবে ? শাসকদলের অন্দরে কিংবা বাইরে,এনিয়ে বিতর্কের অন্ত নেই। সমীকরণ কি বদলাতে চলেছে তবে ? অনেক রহস্যই জিইয়ে রেখে, নেতাজি ইনডোরের কর্মিসভায় মমতা-অভিষেক ২ জনের মুখেই আগামী ভোটে ২১৫-র হুঙ্কার। এদিন তৃণমূল সুপ্রিমো হুঙ্কার দিয়ে বলেন, 'খেলা আবার হবে। আরেকটু জোরে মারতে হবে...আমরা ২১৫ পার করবো, তার থেকে বেশি হবে, তো কম হবে না'
'২০২৬-এর খেলাটা আরেকটু জোরে মারতে হবে..'
এদিন মমতা বলেন, 'খেলা আবার হবে। ২০২৬-এর খেলাটা আরেকটু জোরে মারতে হবে। ক্রিকেট বলটাও, ফুটবলটাও জোরে মারতে হবে। সেই কাজ শুরু হবে ভোটার লিস্ট থেকে। প্রথম কাজ ভোটার লিস্ট। এটা বুথের কর্মীদের করতে হবে। নির্বাচন ছাড়া যারা তাদের ডাকেন না, এটা অপদার্থতা। খবর নেব, কারা কাজটা করলেন ঠিক মতো। ১০ দিন সময় দিচ্ছি। নামগুলো কাটবেন। আমরা ২৬ দিন অনশন করতে পারলে, গণতন্ত্র ফেরানোর দাবিতে ওখানে ধর্না দিতে পারি। আমরা দিল্লি, মহারাষ্ট্র নই, আমরা বাংলা। আমরা অপপ্রচারের উত্তর দিতে জানি। ছলনার উত্তর দিতে জানি। অনেক টাকা! সোশাল মিডিয়ায় ভাইরাল করছেন! ন্য়ারেটিভ চলছে, নেগেটিভ চলছে। ছাত্র-যৌবনকে বলব, তারা যেন এগিয়ে এসে কাজ করে।'
' ...এই সরকার গণতন্ত্র মানে না' !
তিনি আরও বলেন, 'কাউন্সিলরের কাজ শুধু নিজেকে দেখা নয়। মানুষকে দেখা, দলকে দেখা। আয়নায় নিজেদের মুখটা দেখুন। মানুষ কাকে ভাল বলছে, কাকে খারাপ বলছে, খবর রাখি। সঠিক সময়ে প্রমাণ পাবেন। ৭ দিনে কোর কমিটি করে দেব। ভোটার লিস্টের কাজ এখন থেকে করতে হবে। যারা ভাল করে করবেন, তাদের জায়গা হবে। যারা করবেন না, তাদের জায়গা হবে না।' তৃণমূল সুপ্রিমোর সংযোজন, এমপি-দের বলব, বিধানসভা ভোটের ওপর আপনাদের ভাগ্য় নির্ভর করছে। এক দেশ এক ভোট করতে পারে। আপনাদের সতর্ক থাকতে হবে। আমি বিজেপিকে বিশ্বাস করি না। আগেরদিন বিল এনে, পরের দিন পাস করিয়ে দেয়। এই সরকার গণতন্ত্র মানে না।'
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
