Abhishek Banerjee: 'দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল ভাল', কাকে 'আবর্জনা' বললেন অভিষেক ?
Abhishek in Cooch Behar: কোচবিহারের সভায় এবার ঝড় তুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কাকে 'আবর্জনা' বললেন অভিষেক ?
কোচবিহার: কোচবিহারের (Cooch Behar) সভায় এবার ঝড় তুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এদিন নাম করেই তোপ দাগেন তিনি। অভিষেক বলেন, 'আমরা বিশ্বাস করি, দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল ভাল।'
তিনি এদিন বলেন, 'আমরা , আমাদের দলের যে আবর্জনাগুলি ছিল, বার করে দিয়েছি। আমরা বিশ্বাস করি, দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল ভাল।ভারতীয় জনতা পার্টির সেই লোকটাইকেই আবার নির্বাচন করে সাংসদে পাঠিয়েছে।' নাম না করলেও, ত্রিপুরা নির্বাচন হোক আর রাজ্য রাজনীতিই হোক, এই মুহূর্তে সবচেয়ে বেশি, নাম না নেওয়া এই ব্যাক্তিই আক্রমণের লিস্টে থাকেন। যদিও এই 'দুষ্টু গরু'-র তত্ত্ব প্রথমবার নয়, এর আগে দিয়েছিলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও। তবে সেবার পরোক্ষভাবে মোটেই নয়, বরং 'মুখ্যমন্ত্রী হতে চেয়েছিলেন, তার চলে যাওয়াতে দলের কোনও ক্ষতি হবে না' বলে সরাসরি আক্রমণ করতে দুবার ভাবেননি কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee)। এদিন অভিষেক বন্দ্য়োপাধ্যায় আরও বলেন, 'চার বছরে আপনারা নিজেরা নিজেদের প্রশ্ন করুন, কী পেয়েছেন। একবার বাড়িতে গিয়ে জিজ্ঞেস করেছে কি , যে কেমন আছেন ? কোনও অসুবিধা হচ্ছে নাতো? কোভিডের সময় নিজের জীবন বিপন্ন করে যদি আপনার পাশে কেউ দাঁড়ায়,তৃণমূল কংগ্রেস দাঁড়িয়েছে।'
আরও পড়ুন, রাজ্যপালের সঙ্গে একান্ত সাক্ষাৎ সুকান্তর, 'শুভেন্দুর জন্য হাতজোড় করে ক্ষমাপ্রার্থনা'!
অপরদিকে, প্রেক্ষাপট আলাদা হলেও, এই মুহূর্তে জোর বিতর্ক ছড়ায় 'Cow Hug Day' পালনের ইস্যুতে। যদিও ইতিমধ্যেই কেন্দ্র এই নির্দেশ প্রত্যাহার করে নেওয়ার আগেই একাধিক দলের নেতারা আক্রমণ শানিয়েছেন। 'Cow Hug Day' নিয়ে, ট্যুইটে কটাক্ষ করেন তৃণমূল সাংসদ জহর সরকার এবং মহুয়া মৈত্র। মোদি মন্ত্রিসভার মন্ত্রীরা অবশ্য় বিতর্কের মধ্য়েও এই নির্দেশিকার পক্ষেই ব্য়াট ধরেছেন। প্রতিক্রিয়ায় তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, ' যার মাথা থেকে বেরিয়েছে, তার মাথা নিয়ে গবেষণা উচিত... সেদিন অনেক অদ্ভূত দৃশ্য দেখা যাবে...ভ্যালেন্টাইনস ডে-তে গরুর দিকে যাবে না, ষাঁড়ের দিকে যাবে শুভেন্দু। ' মূলত ভারতের প্রাণীকল্যাণ বোর্ডের আবেদন ছিল, ১৪ ফেব্রুয়ারি যেন Cow Hug Day পালন করা হয়। অর্থাৎ গরুকে আলিঙ্গন করার আবেদন। কেন্দ্রীয় মৎস্য ও পশুপালন মন্ত্রকের অন্তর্গত প্রাণিকল্যাণ বোর্ডের বিজ্ঞপ্তি ঘিরেই চরমে ওঠে বিতর্ক। তবে ইতিমধ্য়েই বিতর্কের ঝড় প্রশমিত হয়েছে। সেই নির্দেশ প্রত্যাহার করেছে কেন্দ্র।