CoochBehar News : স্কুল থেকে ফেরার পথে নবম শ্রেণির ছাত্রীকে অপহরণ করে ধর্ষণের অভিযোগ কোচবিহারে
Police : নাবালিকার পরিবারের অভিযোগের ভিত্তিতে মূল অভিযুক্ত-সহ ৪ জনকে গ্রেফতার করেছে পুণ্ডিবাড়ি থানার পুলিশ।

শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার : কোচবিহারে (Cooch Behar) নবম শ্রেণির ছাত্রীকে অপহরণ (Kidnap) করে ধর্ষণের অভিযোগ উঠল। পরিবারের অভিযোগ, স্কুল থেকে বেরনোর পরে ছাত্রীকে অপহরণ করে ধর্ষণ করা হয়। মূল অভিযুক্ত-সহ ৪ জনকে গ্রেফতার করেছে পুণ্ডিবাড়ি থানার পুলিশ।
অশান্ত মণিপুরে (Manipur Violence) গণধর্ষণের পর ২ মহিলাকে বিবস্ত্র করে হাঁটানোর ভাইরাল ভিডিও কাঁপিয়ে দিয়েছে গোটা দেশকে। এই ইস্যুতে বিজেপিকে লাগাতার আক্রমণ করছে তৃণমূল। এর মধ্যেই, মালদার (Malda) বামনগোলায় নারী নির্যাতনের অভিযোগকে হাতিয়ার করে তৃণমূলকে বিঁধছে বিজেপিও। এই আবহেই, কোচবিহারের পুণ্ডিবাড়ি থানা (Pundibari Police Station) এলাকায় নবম শ্রেণির ছাত্রীকে অপহরণ করে ধর্ষণের অভিযোগ উঠল। আর তা নিয়েও শুরু হয়েছে রাজনৈতিক সংঘাত !
পুলিশ সূত্রের খবর, নাবালিকার পরিবারের সদস্যদের কাছ থেকে তদন্তকারীরা জানতে পেরেছেন, গত মঙ্গলবার স্কুলে গিয়েছিল ওই কিশোরী। কিন্তু পরে জানা যায়, অসুস্থতার কথা বলে ছুটির আগেই সে স্কুল থেকে বেরিয়ে গেছে। পরিবারের সদস্যদের অভিযোগ, স্কুল থেকে বেরনোর পরে ছাত্রীকে অপহরণ করে ধর্ষণ করা হয়। পরে গুরুতর অসুস্থ অবস্থায় কিশোরীর খোঁজ মেলে হাসপাতালে (Hospital)।
রবিবার নাবালিকা ও তাঁর পরিবারের সঙ্গে দেখা করতে হাসপাতালে যান কোচবিহার উত্তরের বিজেপি বিধায়ক সুকুমার রায়। ঘটনার প্রতিবাদে পথে নামে বিজেপি। যা নিয়ে উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী ও দিনহাটার তৃণমূল বিধায়ক উদয়ন গুহ বলেছেন, 'পুলিশ ব্যবস্থা নিয়েছে, মণিপুর থেকে নজর ঘোরানোর চেষ্টা'।
নাবালিকার পরিবারের অভিযোগের ভিত্তিতে মূল অভিযুক্ত-সহ ৪ জনকে গ্রেফতার করেছে পুণ্ডিবাড়ি থানার পুলিশ।
আরও পড়ুন- বিতর্কে আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতাল, ভুরি ভুরি বেনিয়ম ও দুর্নীতির অভিযোগ
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন






















