Udayan Guha: 'হাত ভাঙা গব্বরে’র পাল্টা 'জয়-বীরু', রাজ্য রাজনীতিতে হিট 'শোলে'
Nisith Pramanik: রাজ্য রাজনীতিতে এবার 'শোলে'র আবির্ভাব। ছবির দুই চরিত্রকে হাতিয়ার করে, এবার নাম না করে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথকে নিশানা করলেন উদয়ন।
শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার: পঞ্চায়েত নির্বাচন মিটে গেলেও, কোচবিহারে হুমকি-হুঁশিয়ারির রাজনীতি অব্যাহত (Cooch Behar News)। হিন্দি ছবি 'শোলে'র বিখ্যাত দুই চরিত্রের নাম করে কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিককে (Nisith Pramanik) চ্যালেঞ্জ ছুড়লেন রাজ্য়ের উত্তরবঙ্গ মন্ত্রী উদয়ন গুহ (Udayan Guha)। লোকসভা নির্বাচনের আগে ফের হিংসা ছড়ানোর চেষ্টা বলে পাল্টা তোপ দাগল বিজেপি।, উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রীর উদ্দেশ্যে তোপ দেগেছে বিজেপি। আবারও কটাক্ষ ছুড়ে দিয়েছে তৃণমূল।
রাজ্য রাজনীতিতে এবার 'শোলে'র আবির্ভাব। ছবির দুই চরিত্রকে হাতিয়ার করে, এবার নাম না করে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথকে নিশানা করলেন উদয়ন। এর আগে ১৪ সেপ্টেম্বর, বুড়িরহাটে কর্মিসভা থেকে উদয়ন গুহকে হাত ভাঙা গব্বর বলে কটাক্ষ করেন নিশীথ। তাঁর বক্তব্য ছিল, "দিনহাটার গব্বর, ফুটো মস্তান, হাতভাঙা মস্তান। উনি মাঝে মাঝে যান। ওখানে হুক্কা হুয়া করে আসে।"
এর পাল্টা, রবিবার কোচবিহারের দিনহাটর রানিহাটের কর্মিসভা থেকে পাল্টা হুঁশিয়ারি দিতে শোনা যায় উদয়নকে। তিনি বলেন, "উদয়ন গুহর এক ইশারায় এই যুবকদের লাঠি ধরারও দরকার নেই, একবার যদি ফুঁ দিয়ে দেয়, তাহলেও ওই ধোঁয়ায় জয়-বীরুরা একেবারে উড়ে যাবে।" উদয়নের এই মন্তব্য যদিও চটেছে বিজেপি।
আরও পড়ুন: Durgapur Fire: পুড়ে ছাই উন্নয়ন পর্ষদ দফতরের নথি, গভীর রাতে বিধ্বংসী আগুন দুর্গাপুর সিটি সেন্টারে
কোচবিহারে বিজেপি-র সাধারণ সম্পাদক বিরাজ বসু বলেন, "হিংসার রাজনীতি আমরা করি না। ওঁরা আমদানি করেছেন। লোকসভা নির্বাচনের আগে প্রচ্ছন্ন হুমকি দেওয়া হচ্ছে। বিজেপি-র কার্যকর্তারাও চুড়ি পরে বসে নেই।" পাল্টা প্রতিক্রিয়ায় তৃণমূলের রাজ্য মুখপাত্র পার্থপ্রতিম রায় বলেন, "বিজেপি লোকসভা নির্বাচনে জিতে সন্ত্রাসের পরিবেশ তৈরি করেছিল। আমরা প্রতিরোধ গড়ে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে এনেছি।"
২০২১ সালের বিধানসভা নির্বাচনের ধাক্কা সামলে, সম্প্রতি পঞ্চায়েত নির্বাচনে কোচবিহারে ঘুরে দাঁড়িয়েছে তৃণমূল। ১২৮টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে ১০৫টিই দখল করেছে শাসকদল। ২৩টি গ্রাম পঞ্চায়েতে জিতেছে বিজেপি। ১২টি পঞ্চায়েত সমিতির সবক'টিই তৃণমূলের দখলে। এছাড়া, জেলা পরিষদের ৩৪টি আসনের মধ্যে ৩২টি পেয়েছে তৃণমূল।
সেই প্রেক্ষাপটেই লোকসভা নির্বাচনের প্রস্তুতিতে ঝাঁপিয়ে পড়েছে দুই দলই। বছর ঘুরলেই লোকসভা নির্বাচন হওয়ার কথা। তার আগে নেতাদের আক্রমণ-পাল্টা আক্রমণের ঝাঁঝও বেড়ে চলেছে। তাতেই নয়া সংযোজন উদয়ন-নিশীথের হুঁশিয়ারি এবং পাল্টা হুঁশিয়ারি। আর তাতেই জনপ্রিয় হিন্দি ছবি 'শোলে'র উল্লেখ উঠে এসেছে বারে বারে।