CoochBehar Relationship Chaos : একসঙ্গে বাড়িতে হাজির ৪ প্রেমিকা! 'কীর্তি'-র পর্দাফাঁসে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা মাথাভাঙার যুবকের
Mathavanga: চার প্রেমিকা বাড়িতে একসঙ্গে আসার পর শুরু হয় ঝামেলা, সেই সময়ই ঘরে ঢুকে বিষ খায় সেই যুবক।
শুভেন্দু ভট্টাচার্য, মাথাভাঙা (কোচবিহার): এক নয় ! দুই নয় ! একসঙ্গে চার-চারখানা প্রেম। চলছিল বেশ। কিন্তু হঠাতই একসঙ্গে বাড়ির দরজার হাজির চারজন প্রেমিকাই। এতগুলি সমান্তরাল সম্পর্ক ফাঁস হয়ে যেতেই বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করলেন যুবক ! সেই ঘটনা শোরগোল ফেলে দিয়েছে কোচবিহার জেলার মাথাভাঙ্গা ১ নং ব্লকের জোরপাটকি গ্রাম পঞ্চায়েতের ভুরকুলডাঙা গ্রামের।
স্থানীয় ওই যুবক একটি ওষুধের দোকানে কাজ করেন। এলাকায় গুঞ্জন, একসঙ্গে চার জন মহিলার সঙ্গে চলছিল তাঁর প্রেম। এক প্রেমের খবর, অন্য প্রেমের কর্ণগোচর হয়নি। প্রেমের জালে একাধিক তরুণীকে ফাঁসিয়ে দিন কাটাচ্ছিলেন। এরপর কোনওভাবে যুবকের কীর্তিকলাপ ফাঁস হয়ে যায়। এরপরই একদিন হাত মেলায় চার প্রেমিকা। একসঙ্গে হাজির হন যুবকের বাড়ির দরজায়। জানতে পেরে কার্যত অথৈ জলে পড়েন যুবক। কী করবেন বুঝে না পেরে বিষ খেয়ে আত্মহত্যা করার চেষ্টা করেন। সেই সময় একজন যুবতী চলে গেলেও ঘটনাস্থলেই ছিলেন বাকি তিনজন। আত্মহত্যার চেষ্টা করা যুবককে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে। এই ঘটনা ছড়িয়ে পরতেই শোরগোল পরে যায় এলাকায় । জানা গিয়েছে, দুই প্রেমিকার বাড়ি ঘোকসাডাঙা এলাকায়। একজন ভাউরথানা এলাকার বাসিন্দা। গোলকগঞ্জের বাসিন্দা আর একজন।
প্রত্যক্ষদর্শীদের থেকে জানা যায়। চার তরুণীকে একসঙ্গে বাড়িতে দেখে সে অবাক হয়ে যায়। বিষয়টি বুঝে উঠতে পারেননি তিনি। যুবকের সঙ্গে তার প্রেমিকাদের কথোকথন থেকে অশান্তি বেঁধে যায়। তারপরই ঘরে ঢুকে গিয়ে বিষ খেয়ে নেয় ওই যুবক। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয় আর তরুণীদের বাড়ি পাঠানো হয়। শেষপর্যন্ত জানা গিয়েছে, ছেলেটি বর্তমানে সুস্থ আছে, হাসপাতাল থেকে ছেড়ে দেওয়ার পর আত্মীয়র বাড়িতে রয়েছে।
আরও পড়ুন- বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে স্ত্রীকে খুনের চেষ্টার অভিযোগ, ধৃত সফটওয়্যার ইঞ্জিনিয়ার