Coochbehar News: দিনহাটায় তৃণমূলের দুই নেতার সংঘাত ঘিরে সংঘর্ষ, আহত ১০ জন
TMC Inner Clash: উৎসবের আবহেও বন্ধ থাকল না রাজনৈতিক সংঘর্ষ। তৃণমূলের দুই নেতার অনুগামীদের সংঘর্ষে উত্তেজনা ছড়াল কোচবিহারের দিনহাটায়।
শুভেন্দু ভট্টাচার্য, দিনহাটা: এলাকার রাশ হাতে রাখা নিয়ে, কোচবিহারের দিনহাটায় (Dinhata) তৃণমূলের (Trinamool) দুই নেতার সংঘাত ঘিরে সংঘর্ষ। আহত ১০ জন। এঁদের মধ্যে রয়েছেন ৩ পঞ্চায়েত সদস্য। কয়েকজন হাসপাতালে ভর্তি। আজই এলাকায় যাচ্ছেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী ও দিনহাটার তৃণমূল বিধায়ক উদয়ন গুহ।
দুই নেতার সংঘাত ঘিরে সংঘর্ষ: উৎসবের আবহেও বন্ধ থাকল না রাজনৈতিক সংঘর্ষ। তৃণমূলের দুই নেতার অনুগামীদের সংঘর্ষে উত্তেজনা ছড়াল কোচবিহারের দিনহাটায়। ফাটল মাথা, ঝরল রক্ত। সম্প্রতি শুকারুরকুঠি গ্রাম পঞ্চায়েতের প্রধান বিষ্ণু সরকারকে, দিনহাটা ২ নম্বর ব্লকের তৃণমূল সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া হয়। তাঁর জায়গায় নতুন ব্লক সভাপতি করা হয় দীপক ভট্টাচার্যকে। তারপর থেকেই দুই নেতার মধ্যে বিবাদের সূত্রপাত বলে স্থানীয় সূত্রে খবর।
মঙ্গলবার রাতে, ধাপড়ার হাট এলাকায় সংঘর্ষে জড়িয়ে পড়েন দুই নেতার অনুগামীরা। জখম হয়েছেন দু-পক্ষের ১০ জন। তাঁদের মধ্যে তৃণমূলের তিনজন পঞ্চায়েত সদস্যও রয়েছেন। আহত তৃণমূল নেতা এনামুল হক বলেন, “আমরা ৬-৭ জন ছিলাম, কালীপুজোর বিসর্জন চলছিল, সেই সময় দীপকের ঘনিষ্ঠরা অনুগামীরা লাঠিসোটা নিয়ে, বোম পিস্তল নিয়ে এসে আমাদের উপর আক্রমণ করে। আমরাও তৃণমূল করি ওরাও তৃণমূল করে।’’ এবিষয়ে দিনহাটা ২ নম্বর ব্লকের তৃণমূল সভাপতি দীপক ভট্টাচার্য বলেন, “আসলে আমি নতুন ব্লক সভাপতি হয়েছি মাস দুয়েক হল, ওটা বিষ্ণু সরকার সহ্য করতে পারছেন না। উনি নিজের অনুগামী তৈরি করেছেন, তারাই এগুলি ঘটাচ্ছে। পার্টির কোনও অনুষ্ঠানে আসছেন না, আর এই ঘটনাগুলি বলছেন।’’ পাল্টা জবাব দিতে গিয়ে তৃণমূল নেতা বিষ্ণু সরকার বলেছেন, আমি দলের সৈনিক, দলের হয়ে কাজ করি। বুধবারের ঘটনা নিয়ে কোনও মন্তব্য করব না। এবিষয়ে বিজেপি বিধায়ক নিখিলরঞ্জন দে বলেন, “তৃণমূলের এই দ্বন্দ্ব চলবেই। এখনও পর্যন্ত অঞ্চল সভাপতি ঘোষণা হয়নি। সেটা ঘোষণা হলে খুনোখুনি হবে বলে আমাদের আশঙ্কা।’’
সম্প্রতি দিনহাটার বাসন্তীর হাটে তৃণমূলের দুই নেতার বিরুদ্ধে, দলেরই এক কর্মীকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছিল। যে ঘটনায় কয়েকজনকে বহিষ্কারও করেছে তৃণমূল। সেই প্রসঙ্গ টেনে এবারও সতর্ক করে দিয়েছেন মন্ত্রী ও তৃণমূল বিধায়ক উদয়ন গুহ। উদয়ন গুহ বলেন, “আমি যা শুনেছি, সেটা রাজনৈতিক বিষয় নয়, ব্যক্তিগত শত্রুতার কারণে এটা হয়েছে। বাসন্তীরহাটের ঘটনার সূত্র ধরে বলতে পারি, যদি দলের পতাকা নিয়ে এসব করে, তাহলে দল ব্যবস্থা নেবে।’’
আরও পড়ুন: Sougata Roy: ‘পার্থ বিড়ম্বনা, অনুব্রত-মানিক নয়’ চাঞ্চল্যকর মন্তব্য তৃণমূল সাংসদ সৌগত রায়ের