CPIM Logo: নেই লালের ছোঁয়া, সোশাল মিডিয়ায় সিপিএম বদলে গেল নীলে!
CPIM Blue White Controversy: শনিবার রাতে রাজ্য সিপিএমের ফেসবুক অ্যাকাউন্টের প্রোফাইল ছবি বদল করা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, নীল আকাশ সাদা মেঘের মাছে বিরাজমান কাস্তে হাতুড়ি।

কলকাতা: লাল থেকে এবার আকাশি নীলে সিপিএম। সোশাল মিডিয়ায় সিপিএম বদলে গেল নীলে। নেই লালের ছোঁয়া, সিপিএমের প্রোফাইলে নীল-সাদা।
২০ এপ্রিল ব্রিগেড চলোর ডাক দিয়ে সিপিএমের পোস্ট। সিপিএম ওয়েস্ট বেঙ্গল পেজে নীল রঙের পোস্ট। জায়গা করে নিল নীল-সাদা শরতের আকাশের প্রেক্ষাপটে হলুদ রঙের কাস্তে-হাতুড়ি। ফেসবুকের ডিপির প্রায় একই সঙ্গে ফেসবুক পেজের কভার ছবিও বদল করা হয়েছে। তাতে অবশ্য লালের ছোঁয়া আছে। ছবি দু’টি ক্ষেত্রেই মুখ্য হয়ে উঠেছে নীল-সাদা।
শনিবার রাতে রাজ্য সিপিএমের ফেসবুক অ্যাকাউন্টের প্রোফাইল ছবি বদল করা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, নীল আকাশ সাদা মেঘের মাছে বিরাজমান কাস্তে হাতুড়ি। তবে অদ্ভুতভাবে এ কাস্তে-হাতুড়ির রং লালের পরিবর্তে সোনালি।
তৃণমূলের পালটা মহম্মদ সেলিম বলেন, “তৃণমূলের বক্তব্যে তো মনে হচ্ছে ওরা নীলের উপর যে মৌরসিপাট্টা কায়েম করেছে তাতে আবার নীল কর, নীলকুঠি চালু করবে।” তাঁর কথায়, নীল সাদা তো কারও পৈর্তৃক সম্পত্তি নয়।
এই ছবি প্রকাশ্যে আসতেই সোশাল মিডিয়ায় কটাক্ষ ধেয়ে এসেছে। 'নীল সাদায় মিশে গেল সিপিএম, মহাশূন্যে ভাসমান', সিপিএমের সোশাল মিডিয়ার DP নিয়ে কটাক্ষ দেবাংশুর। রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, ‘‘এত দিন ওরা নীল-সাদা নিয়ে কটাক্ষ করত। আজকে নিজেরাই ওই রং করেছে, আমার মনে হয় ওরা নিজেদের বাংলাকে রক্তাক্ত করার ইতিহাস ভুলতে চেয়ে এই রং বদল করেছে। লাল হটিয়ে দিয়েছে।’’
এক নেটিজেন লিখেছেন, ‘যাক আজ সরাসরি রং বদলেছে গিরগিটির মতো। আগে তো লুকিয়ে চুরিয়ে রং বদলাতো।’ হাহা রিয়েক্টে ভরে উঠেছে পোস্ট।
উল্লেখ্য, রাজ্য সরকারের যে কোনও কর্মসূচিতেই নীল-সাদার আধিক্য দেখা যায়। শুধু সরকার নয়। তৃণমূলের দলীয় কর্মসূচিতেও হোর্ডিং, কাপড়, শামিয়ানাতেও রং থাকে নীল-সাদাই।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
