Leopard Babies Rescued: লাফাতে লাফাতে সোজা নর্দমায় ২ চিতাবাঘ শাবক, কাটল দুপুর থেকে রাত, শেষে ঘাড় ধরে টেনে নিয়ে গেল মা
Darjeeling News: বাগডোগরার মুনি চা বাগানের ঘটনা।
বাচ্চু দাস, দার্জিলিং: কনকনে ঠান্ডায় একেবারে জমে যাওয়ার অবস্থা। কিন্তু ছটফটে দুই ছানার হুঁশ ছিল না সে সব নিয়ে। খেলতে খেলতে বাসা আস্তানা থেকে বেশ খানিকটা দূরেই এসে পড়ে তারা। তার পর পা ফস্কে একেবারে নর্দমায়। দুপুর থেকে রাত পর্যন্ত কাটল একেবারে উৎকণ্ঠায়। শেষ মেশ মা-ই এসে উদ্ধার করল দুই চিতাবাঘ শাবককে (Leopard Babies)। তাতেই হাঁফ ছেড়ে বাঁচলেন সকলে (Darjeeling News)।
দুপুর থেকে রাত পর্যন্ত কাটল একেবারে উৎকণ্ঠায়
বাগডোগরার (Bagdogra News) মুনি চা বাগানের ঘটনা। মা হয়ত খাবারের খোঁজে বেরিয়েছিল। সেই সময় শুক্রবার দুপুরে কোনও রকমে আস্তানা থেকে বেরিয়ে পড়েছিল চিতাবাঘ ছানা দু'টি। কিছু দূর এসে পা ফস্কে নর্দমায় পড়ে গিয়েছিল তারা। বাগডোগরার মুনি চা বাগানের শ্রমিকরা চিতাবাঘ শাবক দু'টিকে দেখতে পান। বিষয়টি জানাজানি হতেই খবর পৌঁছয় হন দফতরে। তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে আসেন বন দফতরের আধিকারিকরা।
তবে সটান চিতাবাঘ ছানা দু'টিকে তুলকে গেলে হিতে বিপরীত হতে পারে। তাই সিসি ক্যামেরা বসিয়ে প্রথমে ঘিরে ফেলা হয় গোটা এলাকা। তার পর বসে ঠায় অপেক্ষা, কখন মা চিতাবাঘ এসে দুই সন্তানকে উদ্ধার করবে, তার জন্য প্রহর গোনা চলছিল। দুপুর থেকে চলা সেই উৎকণ্ঠা শেষ হতে যদিও রাত পেরিয়ে ভোর হয়ে গেল।
আরও পড়ুন: Malda News: সংসারবিমুখ জামাইকে ফেরাতে তুকতাক! অঘটনের জন্য দায়ী করে দুই মহিলাকে গণধোলাই মালদায়
ভোরের আলো ফোটার কিছু সময় আগে আগে, রাত ২টো বেজে ৪৯ মিনিটে সন্তানদের খুঁজতে খুঁজতে ওই নর্দমার কাছে এসে উপস্থিত হয় মা চিতাবাঘটি। ভিতরে সন্তানদের উপস্থিতি টের পেয়েই কাজে লেগে পড়ে সে। নর্দমায় নেমে মুখে করে একে একে সন্তানদের নিয়ে উঠে আসে সে। তীব্র ঠান্ডায় জমে যাওয়ার অবস্থা থেকে মায়ের গায়ের উষ্ণ পরশে তখন এমনিতেই চাঙ্গা চিতাবাঘ ছানা দু'টি। আর সেই দৃশ্য বন্দি হল বন দফতরের বসানো সিসি ক্যামেরায়।
এলাকা ঘিরে, মুড়ে ফেলা হয় ক্লোজ সার্কিট ক্যামেরায়
বন দফতর সূত্রে জানা গিয়েছে, খবর পাওয়া মাত্র ছুটে যান আধিকারিকরা। সেখানে পৌঁছে ধারণা হয়, নিশ্চয়ই আশেপাশেই মা চিতাবাঘটি রয়েছে। সন্তানকে উদ্ধার করতে নিশ্চয়ই ছুটে আসবে সে। সেই মতো এলাকা ঘিরে, মুড়ে ফেলা হয় ক্লোজ সার্কিট ক্যামেরায়। তাঁদের প্রত্যাশা মতোই শাবক দু'টিকে মা চিতাবাঘটি নিয়ে যাওয়ায় স্বস্তিতে বনদফতর এবং চা বাগান এলাকার বাসিন্দারা।