Weather Update Today: ভারত মহাসাগরের ঘনীভূত হচ্ছে গভীর নিম্নচাপ, বাড়ল কলকাতার তাপমাত্রা! শীতের দোসর বৃষ্টি ও?
Weather Update News: সর্বনিম্ন তাপমাত্রা একটু বাড়লেও রাজ্য জুড়ে শীতের পরিস্থিতি বজায় রয়েছে

কলকাতা: জানুয়ারির প্রথম সপ্তাহ পেরিয়ে গেলেও একেবারেই কমছে না শীতের স্পেল। আবহাওয়া দফতর জানাচ্ছে, আরও কিছুদিন বজায় থাকবে কনকনে শীত। সকালের দিকে প্রায় প্রত্যেকদিনই কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে। আগামী ৪-৫ দিন শীতের তীব্র কামড় বজায় থাকবে বলেই জানা যাচ্ছে। পাশাপাশি, রয়েছে বৃষ্টির সম্ভাবনাও!
সর্বনিম্ন তাপমাত্রা একটু বাড়লেও রাজ্য জুড়ে শীতের পরিস্থিতি বজায় রয়েছে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। গতকাল, বুধবার, কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ, কলকাতায় একদিনে সর্বনিম্ন তাপমাত্রা বাড়ল এক ডিগ্রির সামান্য বেশি। সর্বনিম্ন তাপমাত্রা সামান্য বাড়লেও, এখনও তা স্বাভাবিকের চেয়ে ২ দশমিক ৩ ডিগ্রি কম। আবহাওয়া দফতরের পূর্বাভাস, চলতি সপ্তাহে আরও কয়েকদিন শীতের এই দাপট বজায় থাকবে। তাপমাত্রার খুব বেশি হেরফের হবে না।
আবহাওয়া দফতর সূত্রে খবর, দক্ষিণ-পূর্ব সংলগ্ন ভারত মহাসাগরের ওপর নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এটি ক্রমশ দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এলাকার দিকে অগ্রসর হবে। আজ এটি অতি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। এর কোন সরাসরি প্রভাব নেই বাংলায়। ত্রিপুরা এবং সংলগ্ন বাংলাদেশের উপর রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত। দক্ষিণবঙ্গে শীতল দিনের পরিস্থিতি থাকবে শুধুমাত্র আজ। সর্বনিম্ন তাপমাত্রা সামান্য বাড়ার কারণে, আগামীকাল থেকে সামান্য কমবে ঠাণ্ডা। তবে হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, মুর্শিদাবাদ, নদীয়ায় যথেষ্ট ঠান্ডা থাকবে। এই জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে এবং স্বাভাবিকের তুলনায় সর্বোচ্চ তাপমাত্রা ৪.৫ ডিগ্রি সেলসিয়াস নিচে থাকার সম্ভাবনা। কনকনে ঠাণ্ডা থাকবে দিন, তাপমাত্রা কমবে রাতেও।
দক্ষিণবঙ্গের সাত জেলায় ঘন কুয়াশার সতর্কবার্তা রয়েছে। উত্তর ও দক্ষিণ বঙ্গের বেশ কিছু জেলাতে ঘন কুয়াশায় দৃশ্যমানতা ৫০ মিটারের কাছাকাছি নেমে আসতে পারে। তবে আগামীকাল থেকে ঘন কুয়াশার সতর্কবার্তা থাকবে না। দক্ষিণবঙ্গের বীরভূম, নদীয়া, পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায় ঘন কুয়াশার সতর্কবার্তা রয়েছে। কলকাতা সহ বাকি জেলাতেও হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে, আজ সামান্য বেড়েছে কলকাতার তাপমাত্রা।আজ ১১ ডিগ্রির ঘরে কলকাতার পারদ। আগামী পাঁচ থেকে সাত দিনে তাপমাত্রার বড়সড় পরিবর্তন নেই। ১০ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে কলকাতার পারদ। দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের নিচেই থাকবে। সকালের দিকে কুয়াশা বাড়বে। সকালের দিকে কুয়াশাচ্ছন্ন পরিবেশে ফিল লাইক টেম্পারেচার কমবে। বেলা বাড়লে আকাশ পরিস্কার থাকবে। মূলত শুষ্ক আবহাওয়া। বৃষ্টির কোন সম্ভাবনা নেই। আজ সর্বনিম্ন তাপমাত্রা ১১.৬ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২২.০ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা ৫৩ থেকে ৯৯ শতাংশ






















