Partha Chatterjee: বাংলার শিক্ষা ব্যবস্থাকে ১০০ বছর পিছিয়ে দিয়ে ধ্বংস করেছেন, পার্থ প্রসঙ্গে ইডি
Recruitment Scam: আদালতে বিদ্যাসাগরের উপমা টানল ইডি। একইসঙ্গে ইডি-র চার্জশিট খারিজের আবেদন প্রত্যাহার করলেন পার্থর আইনজীবী।
কলকাতা: নিয়োগ দুর্নীতিকাণ্ডে (Recruitment Scam) পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) বিরুদ্ধে অভিযোগ প্রসঙ্গে আদালতে বিদ্যাসাগরের উপমা টানল ইডি। একইসঙ্গে ইডি-র চার্জশিট খারিজের আবেদন প্রত্যাহার করলেন পার্থর আইনজীবী।
বিদ্য়াসাগরের প্রসঙ্গ টেনে কটাক্ষ: মঙ্গলবার, আদালতে পার্থ চট্টোপাধ্য়ায়ের জামিনের বিরোধিতা করতে গিয়ে বিদ্য়াসাগরের প্রসঙ্গ টেনে কটাক্ষ করলেন ED'র আইনজীবী। এদিন আদালতে ইডি-র আইনজীবী বলেন, "২৬ সেপ্টেম্বর, ১৮২০ ও ১৯৫২-র ৬ অক্টোবর, বাংলায় দুই মহান ব্যক্তি জন্ম নিয়েছেন। একজন বিখ্যাত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নামে। আরেকজন কুখ্যাত পার্থ চট্টোপাধ্যায়। একজন বাংলার শিক্ষা ব্যবস্থাকে ১০০ বছর এগিয়ে নিয়ে গেছেন, আরেকজন ১০০ বছর পিছিয়ে দিয়ে ধ্বংস করেছেন।''
এদিন পার্থ চট্টোপাধ্য়ায়ের আইনজীবী জামিনের আবেদন জানিয়ে বলেন, এটা কোনও দলগত অপরাধ নয়। ইডি শুধুমাত্র আর্থিক তছরুপ মামলার তদন্ত করতে পারে। পার্থর বাড়ি থেকে টাকা পাওয়া যায়নি। একটা অনুমানের ওপর ভিত্তি করে কোনও তদন্ত হতে পারে না। পাল্টা, ইডি-র আইনজীবী দাবি করেন, নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত কুন্তল ঘোষ পার্থকে ১০ লক্ষ টাকা দিয়েছিলেন। এদিন জামিন আবেদনের পাশাপাশি, ইডি-র চার্জশিট খারিজেরও আবেদন জানান পার্থ চট্টোপাধ্যায়। পরে চার্জশিট খারিজের আবেদন প্রত্যাহার করেন প্রাক্তন শিক্ষামন্ত্রীর আইনজীবী। ইডি-র আইনজীবী দাবি করেন, এক্ষেত্রে আদালতের সময় নষ্ট করায়, পার্থকে জরিমানা করা হোক।
'মামলা বিচারাধীন, এর মধ্যে কী করে ৬১৮ জন শিক্ষকের তালিকা প্রকাশ?' সুপারিশপত্র প্রত্যাহারের জন্য এসএসসির তালিকা প্রকাশকে চ্যালেঞ্জ। বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ। দৃষ্টি আকর্ষণ করলেন তালিকাভুক্ত ৯৫২ জনের একাংশ। অতিরিক্ত হলফনামা দাখিল করে জানানো হল অভিযোগ, কাল শুনানি। 'শুনানি শেষে রায়দান স্থগিত রেখেছে আদালত।' এর মধ্যেই কেন এমন পদক্ষেপ? প্রশ্ন তুলে দাখিল অতিরিক্ত হলফনামা। গতকালই নম্বরে কারচুপির অভিযোগে নবম-দশমের ৬১৮জন শিক্ষকের সুপারিশপত্র এসএসসির।
আরও পড়ুন: Kunal Ghosh: রাজ্যপালের সুরবদল হলে তৃণমূলেরও ভাষা বদল হবে: কুণাল ঘোষ