Sheikh Shahjahan: ৩৬ দিন পার, এখনও অধরা শেখ শাহজাহান, তৃতীয়বার নোটিস ED-র
ED Summons Sheikh Shahjahan: দু'বার নোটিসেও অনুপস্থিত, ফের শেখ শাহজাহানকে নোটিস...
প্রকাশ সিন্হা ও সুকান্ত মুখোপাধ্যায়, কলকাতা: শেখ শাহজাহানকে ফের নোটিস ইডির (ED summons Sheikh Shahjahan)। ৩৬ দিন পার, এখনও অধরা শেখ শাহজাহান। শেখ শাহজাহানকে তৃতীয়বার নোটিস পাঠিয়ে তলব ইডির। ১২ ফেব্রুয়ারি সকাল ১১টায় সিজিও কমপ্লেক্সে তলব। দু'বার নোটিসেও অনুপস্থিত, ফের শেখ শাহজাহানকে নোটিস।
সন্দেশখালির এই ঘটনার পর, দেখতে দেখতে তেত্রিশ দিন পার হয়ে গেছে। এখনও কোনও খোঁজ নেই তৃণমূলের ব্লক সভাপতি শেখ শাহজাহানের। পাশাপাশি, ২৯ জানুয়ারির মতো এদিনও ইডির তলবে হাজিরা দিলেন না সন্দেশখালিকাণ্ডে মাস্টারমাইন্ড। বদলে এদিন বিকেলের দিকে সিজিও কমপ্লেক্সে আসেন শেখ শাহজাহানের এক আইনজীবী। ইডি সূত্রে দাবি, তিনি শেখ শাহজাহানের তরফে ইডির কাছে অতিরিক্ত সময় চেয়ে আবেদন করেন। যদিও আইনজীবীর কোনও আবেদনই গ্রহণ করেনি কেন্দ্রীয় এজেন্সি।আর এদিনই সন্দেশখালিতে ইডির আধিকারিকদের ওপর হামলার ঘটনায় CBI ও রাজ্য পুলিশকে নিয়ে গঠিত SIT-এর ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। রেশন দুর্নীতি মামলার তদন্তে গত ৫ জানুয়ারি, সন্দেশখালিতে শেখ শাহজাহানের বাড়িতে ইডির তল্লাশি অভিযান ঘিরে তুলকালাম বেধেছিল। তারপর থেকে আজ পর্যন্ত খোঁজ মেলেনি সন্দেশখালি ১ নম্বর ব্লকের তৃণমূল সভাপতির।
সন্দেশখালির আকুঞ্জিপাড়ায় শেখ শাহজাহানের বাড়িতে ফের তল্লাশিতে যায় ইডি। সেদিনই তাঁর বাড়িতে ২৯ জানুয়ারি ইডির অফিসে হাজিরা দেওয়ার জন্য নোটিস দেয় কেন্দ্রীয় সংস্থা। কিন্তু হাজিরা দেননি শাহজাহান। মাঝে একাধিক আদালতে আগাম জামিনের আবেদনও করেন তিনি। যদিও সেই আবেদন খারিজ হয়ে যায়। এরই মাঝে তাঁকে ৭ ফেব্রুয়ারি হাজিরা দেওয়ার জন্য ফের তাঁকে মেল করে ইডি। কিন্তু মঙ্গলবার সেই তলবেও সাড়া দিলেন না শেখ শাহজাহান। অন্যদিকে, তাঁর বাড়ি পড়ে রয়েছে তালাবন্দি অবস্থায়। শেখ শাহজাহানের ভাই বলেন, আমার সঙ্গে তো যোগাযোগ নেই। আমাদের সঙ্গে, উনি তো, আমাদের ফোন খোলাই আছে অলওয়েজ। উনিও কোনও যোগাযোগ করছে না। আমরা ফোন করে ফোনে পাচ্ছি না তো। দলের মধ্যে এমএলএ সুকুমার মাহাত, ওরা মাঝেমধ্যে কথা বলে। বাড়ির খোঁজ নেয়।
ইডি সূত্রে দাবি, শেখ শাহজাহানকে আর অতিরিক্ত সময় দিতে রাজি নয় কেন্দ্রীয় এজেন্সি।
আরও পড়ুন, অগ্নিগর্ভ সন্দেশখালি, বন্ধ করা হল ইন্টারনেট পরিষেবা
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)