Election Result 2024: I.N.D.I.A জোটে বাড়ছে আঞ্চলিক দলগুলির গুরুত্ব? নির্বাচনের ফলে উঠছে প্রশ্ন
I.N.D.I.A Alliance: উপনির্বাচনে বাংলায় তৃণমূল থেকে ঝাড়খণ্ডে ঝাড়খণ্ড মুক্তি মোর্চার কাছে মাথা তুলতে পারেনি বিজেপি। সেখানে মহারাষ্ট্রে বিজেপির কাছে ধরাশায়ী হয়েছে কংগ্রেস।
কলকাতা: শনিবার যে দুই রাজ্য়ের বিধানসভা ভোটের ফল ঘোষণা হল, তারমধ্য়ে ঝাড়খণ্ডে বিজেপির বিরুদ্ধে মহাজোট হয়েছে ঠিকই। তবে কংগ্রেস নয়, তার স্টিয়ারিং ছিল আঞ্চলিক দল ঝাড়খণ্ড মুক্তি মোর্চার হাতে। মহারাষ্ট্রে আবার বিজেপির কাছে ধরাশায়ী হয়েছে কংগ্রেস। অন্যদিকে, ফের একবার তৃণমূলের কাছে পর্যুদস্তু হয়েছে বিজেপি। এই প্রেক্ষাপটে জল্পনা শুরু হয়েছে, INDIA জোটে আঞ্চলিক দলগুলির গুরুত্ব কি এবার বাড়তে চলেছে?
উপনির্বাচনে বাংলায় তৃণমূল থেকে ঝাড়খণ্ডে ঝাড়খণ্ড মুক্তি মোর্চার কাছে মাথা তুলতে পারেনি বিজেপি। সেখানে মহারাষ্ট্রে বিজেপির কাছে ধরাশায়ী হয়েছে কংগ্রেস। এই প্রেক্ষাপটেই জল্পনা শুরু হয়েছে, INDIA জোটে আঞ্চলিক দলগুলির গুরুত্ব কি এবার বাড়তে চলেছে? শনিবার যে দুই রাজ্য়ের বিধানসভা ভোটের ফল ঘোষণা হল, তারমধ্য়ে ঝাড়খণ্ডে বিজেপির বিরুদ্ধে মহাজোট হয়েছে ঠিকই। তবে কংগ্রেস নয়, তার স্টিয়ারিং ছিল আঞ্চলিক দল ঝাড়খণ্ড মুক্তি মোর্চার হাতে। জেল থেকে বেরিয়ে বিজেপিকে রুখে দিয়েছেন হেমন্ত সোরেন। অন্যদিকে, ফের একবার তৃণমূলের কাছে পর্যুদস্তু হয়েছে বিজেপি। সেখানে, মহারাষ্ট্রে কার্যত ধুয়েমুছে গেছে কংগ্রেসের নেতৃত্ব উদ্ধব ঠাকরের শিবসেনা ও শরদ পাওয়ারের NCP-র জোট মহাবিকাশ আঘাড়ী। এর আগে হরিয়ানাতেও বিজেপির কাছে হেরেছে কংগ্রেস। এই পরিস্থিতিতে INDIA জোটে নিজেদের গুরুত্ব বাড়বে, এমনটাই মনে করছে জোড়াফুল শিবির।
উপনির্বাচনে বঙ্গে তৃণমূল ৬ এ ৬। শূন্য কংগ্রেস। ৮১ টি আসনের মধ্য়ে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, কংগ্রেস, RJD এবং CPIML লিবারেশনের জোট পেয়েছে ৫৬টি আসন তারমধ্য়ে শুধুমাত্র কংগ্রেস পেয়েছে ১৬টি আসন। মহারাষ্ট্রে প্রায় ৭৫টি আসনে বিজেপি এবং কংগ্রেসের মুখোমুখি লড়াই হয়েছে। তার মধ্য়ে বিজেপি জিতেছে ৬৫টিতে। মাত্র ১০টিতে জিতেছে কংগ্রেস। তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্য়োপাধ্য়ায় বলেন, "যখন সারা ভারতবর্ষব্যাপী কংগ্রেস যখন পিছিয়ে পড়ছে, যারা অন্য়ান্য রাজনৈতিক দল বিরোধী দল যখন পিছিয়ে পড়ছে, তখন তাদের ইগো ছেড়ে দিয়ে তাদের সমস্ত কিছু ছেড়ে দিয়ে, তাদের দলের অস্তিত্ব রেখে INDIA জোট হিসেবে, সমস্ত বিরোধী দলের জোট হিসেবে জোটের নেত্রী হিসেবে মমতা বন্দ্য়োপাধ্য়ায়কে সামনে নিয়ে আসা উচিত এবং সামনে নিয়ে এসে ভারতবর্ষের বুকে সেই লড়াইটা লড়া উচিত। যারা ব্যর্থ হচ্ছেন, তাদের তো স্বীকার করতে হবে তারা ব্যর্থ হচ্ছেন।''
এদিকে কংগ্রেসের এই ভরাডুবির পরিস্থিতিতে একমাত্র আশার আলো দেখিয়েছেন প্রিয়ঙ্কা গাঁধী। ওয়েনাডে দাদার গতবারের মার্জিন ছাপিয়ে ৪ লক্ষ ১০ হাজার ৯৩১ ভোটে জিতেছেন তিনি।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Kunal Ghosh: উপনির্বাচনে ৬ কেন্দ্রে জামানত জব্দ বামেদের, গানের সুরে কটাক্ষ কুণালের