Shantanu Banerjee : শান্তনু ঘনিষ্ঠ টিএমসিপি নেতাকে প্রশ্ন ইডির, ফ্ল্যাট-বাগানবাড়ি-গেস্ট হাউস নতুন করে মিলল বিশাল সম্পত্তির হদিশ
নিয়োগ-দুর্নীতিতে ধৃত শান্তনু বন্দ্যোপাধ্যায়ের বিপুল সম্পত্তির হদিশ পেতে হুগলিতে অভিযান ইডি-র। বলাগড়ের গেস্টহাউস, চুঁচুড়ার ফ্ল্যাট, ব্যান্ডেলে স্ত্রী প্রিয়ঙ্কার তালাবন্ধ বাড়িতেও আধিকারিকরা।
সুকান্ত মুখোপাধ্যায়, আবীর দত্ত, হুগলি : নিয়োগ দুর্নীতিকাণ্ডে বহিষ্কৃত তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়ের ( Shantanu Banerjee ) বিপুল সম্পত্তির হদিশ পেতে হুগলিতে ( Hooghly ) অভিযান শুরু করল ইডি ( ED ) ।
স্ত্রী প্রিয়ঙ্কার নামে বিরাট সম্পত্তি
সূত্রের খবর, ৪-৫ বছর আগে ব্যান্ডেলে স্ত্রী প্রিয়ঙ্কার নামে ৩ কাঠা জমিতে গ্যারাজ-সহ পেল্লায় তিনতলা বাড়ি কেনেন শান্তনু। কিছুদিন আগেও এই বাড়িতে তাঁরা আসতেন। বিল বকেয়া থাকায় জানুয়ারি মাসে তালাবন্ধ বাড়ির বিদ্যুৎ সংযোগ কেটে দেয় রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থা। এই সংস্থারই কর্মী ছিলেন শান্তনু। এদিন ব্যান্ডেলের তালাবন্ধ বাড়িতে হানা দেন ইডি-র অফিসাররা। হাতুড়ি দিয়ে তালা ভেঙে তাঁরা ভিতরে ঢোকেন। স্থানীয়দের দাবি, কালো কাচ ঢাকা গাড়িতে চড়ে এখানে অনেকেই আসতেন। তবে শেষবার এমনটা ঘটেছিল মাসছয়েক আগে। কারা আসতেন শান্তনুর ব্যান্ডেলের বাড়িতে, তা অবশ্য এখনও অজানা।
গেস্ট হাউসে হানা
একইসঙ্গে বলাগড়ের চাঁদরায় শান্তনুর একটি গেস্ট হাউসে হানা দেয় ইডি। গঙ্গার ধারে ১০ কাঠা জমির ওপর এই গেস্ট হাউস। তালা ভেঙে সেখানে ঢুকে এদিন তল্লাশি শুরু করেন ইডি-র অফিসাররা। বন্দুক দেখিয়ে জমি কেড়ে নিয়ে গেস্ট হাউস বানানো হয়েছিল বলে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ। স্থানীয়দের দাবি, শান্তনু গ্রেফতার হওয়ার ২ দিন পর, দুই ব্য়ক্তি ২টি বাইকে চড়ে এসে কালো ব্যাগে করে এই গেস্ট হাউস থেকে কাগজপত্র নিয়ে যায়।
আরও পড়ুন :
শান্তনুর স্ত্রী ও কুন্তলের পার্টনারশিপ সংস্থা ! ED র নজরে এখন বাকি ২ অংশীদার, তারা কারা ?
শান্তনু ঘনিষ্ঠকে জিজ্ঞাসাবাদ
এরপর শান্তনু ঘনিষ্ঠ সুপ্রতিম ঘোষ ওরফে আকাশের বলাগড়ের বাড়িতে যান ইডি-র আধিকারিকরা। শান্তনুর গেস্ট হাউসে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিরাট কলেজের প্রাক্তন জিএস ছিলেন শান্তনু ঘনিষ্ঠ টিএমসিপি নেতা সুপ্রতিম। বর্তমানে তিনি নিজের কলেজেরই অস্থায়ী কর্মী।
শান্তনুর একটি ফ্ল্যাটেও হানা
চুঁচুড়ার জগুদাসপাড়ায় শান্তনুর একটি ফ্ল্যাটেও হানা দিয়েছেন ইডি-র অফিসাররা। ফ্ল্যাটের চাবি খুঁজতে প্রোমোটার অয়ন শীলের বাড়িতে যান তাঁরা। ইডি-র দাবি, নিয়োগ দুর্নীতিকাণ্ডে ইতিমধ্যেই শান্তনুর ২০টি সম্পত্তির হদিশ মিলেছে। যার দাম ১০-১৫ কোটি টাকা। শান্তনুর ২৫টি অ্যাকাউন্টও ফ্রিজ করা হয়েছে। এই সমস্ত অ্যাকাউন্টে দেড় কোটি টাকা ছিল বলে ইডি-র দাবি।