Bangladeshi Infiltrator Arrested: দত্তপুকুরের পর সোনারপুর, ফের গ্রেফতার ৫ বাংলাদেশি অনুপ্রবেশকারী
Bangladeshi Arrested: ধৃতরা বাংলাদেশের বরিশাল ও কুষ্টিয়ার বাসিন্দা। ধৃতদের ৩ জনের ভিসার মেয়াদ শেষ, বাকি ২ জনের কাছে বৈধ নথি মেলেনি, জানিয়েছে পুলিশ।

রঞ্জিত হালদার, দক্ষিণ ২৪ পরগনা : দত্তপুকুরের পর সোনারপুর, এবার দক্ষিণ ২৪ পরগনা থেকে গ্রেফতার ৫ বাংলাদেশি। পুলিশ সূত্রে খবর, দালালের মাধ্যমে বাংলাদেশ থেকে এপারে এসেছিল এই ৫ জন। একবছরেরও বেশি সময় সোনারপুরের বাগুইপাড়ায় বাড়ি ভাড়া নিয়ে থাকছিল এরা। ধৃতরা বাংলাদেশের বরিশাল ও কুষ্টিয়ার বাসিন্দা। ধৃতদের ৩ জনের ভিসার মেয়াদ শেষ, তাঁদের নথি ঠিকঠাক ছিল। কিন্তু বাকি ২ জনের কাছে কোনও বৈধ নথিই মেলেনি, জানিয়েছে পুলিশ।
এই ৫ জনই দালাল মারফত বাংলাদেশ থেকে এদেশে এসেছিলেন। সোনারপুরে বাড়ি ভাড়া নিয়ে থাকছিলেন প্রায় এক বছর ধরে। এই ৫ জনের মধ্যে চিনের যোগসাজশ খুঁজে পাওয়া যাচ্ছে। তাঁদের নাশকতার কোনও পরিকল্পনা ছিল কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। সোনারপুরের বাগুইপাড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে এই ৫ জনকে। আজ তাদের আদালতে পেশ করা হবে। কেন এই ৫ বাংলাদেশি ওপার বাংলা থেকে এদেশে এসেছিল তা জানতে চলছে জিজ্ঞাসাবাদ।
এক প্রতিবেশী বলেছেন, সকালে বাড়ি থেকে বেরোতে দেখতেন। রাতে ফিরে থাকতেন ওই বাড়িতেই। স্থানীয়দের অনেকে বলছেন, এই ৫ জন যে বাংলাদেশ থেকে এসেছিলেন তা তাঁরা জানতেন। অনেকে আবার জানতেন না। কিন্তু এতদিন ধরে রয়েছেন এই ব্যক্তিরা, অথচ পুলিশ-প্রশাসন, কেউ কিচ্ছু টের পেল না? এই ব্যক্তিরা কেন বাংলাদেশ থেকে এসেছিলেন তা জানতে দফায় দফায় ধৃতদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
পশ্চিমবঙ্গের বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশি অনুপ্রবেশের সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে। মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা ছাড়াও একাধিক জেলা এমনকি খোদ শহর কলকাতা থেকেও গ্রেফতার হয়েছেন বাংলাদেশি অনুপ্রবেশকারী। ওপার বাংলা থেকে এপারে এসেই হাতে নথি পেয়ে যেতেন অনুপ্রবেশকারীরা। আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, রেশন কার্ড, বাড়িভাড়া- সমস্ত রকম ব্যবস্থা করার জন্য রয়েছে একাধিক জাল নথির কারবারি।
এক একটি নতুন গ্রেফতারের পর পুলিশের হাতে আসছে চমকে দেওয়ার মতো সব তথ্য। ভুয়ো নথি তৈরির ব্যবসার জাল যে কতদূর ছড়ানো তা এখনও স্পষ্টভাবে কিছু জানাতে পারেনি পুলিশ। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে যাদের গ্রেফতার করা হয়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদ চলছে। কী উদ্দেশ্যে এই বাংলাদেশিরা অনুপ্রবেশ করত ভারতে তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। শুধু পশ্চিমবঙ্গ নয়, ত্রিপুরা সীমান্ত থেকেও অনেক বাংলাদেশি অনুপ্রবেশকারীকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে।
আরও পড়ুন- তৃণমূল কাউন্সিলার সুশান্ত ঘোষকে খুনের ছক, অবশেষে পুলিশের জালে কনট্র্যাক্ট কিলার






















