Suvendu Adhikari : 'রাইস মিল মালিকদের একাংশকে নিয়ে দুর্নীতি করেছেন প্রাক্তন খাদ্যমন্ত্রী', তোপ শুভেন্দুর
BJP Kishan Morcha : মঙ্গলবার কৃষকের আত্মহত্যা, সারের দাম নিয়ে কালোবাজারি-সহ একাধিক অভিযোগ তুলে মিছিল করে বিজেপির কিষান মোর্চা
শিবাশিস মৌলিক, অর্ণব মুখোপাধ্যায় ও কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা : তৃণমূল সরকারের বিরুদ্ধে এবার ধান কেনায় দুর্নীতির অভিযোগ তুলে হুঁশিয়ারি দিলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তাঁর অভিযোগ, রাইস মিল মালিকদের একাংশকে নিয়ে দুর্নীতি করেছেন প্রাক্তন খাদ্যমন্ত্রী। পাল্টা উত্তর দিয়েছে তৃণমূলও। মঙ্গলবার কৃষকের আত্মহত্যা, সারের দাম নিয়ে কালোবাজারি-সহ একাধিক অভিযোগ তুলে মিছিল করে বিজেপির কিষান মোর্চা (BJP Kishan Morcha)।
শুভেন্দুর দুর্নীতি-তোপ-
বাংলার দুয়ারে পঞ্চায়েত নির্বাচন। রাজ্য জুড়ে নিয়োগ দুর্নীতি নিয়ে তোলপাড়ের আবহেই এবার তৃণমূল সরকারের বিরুদ্ধে পঞ্চায়েত স্তরে দুর্নীতির অভিযোগে সরব হলেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, "আমরা রেডি করে ফেলেছি কাগজপত্র। তদানীন্তন খাদ্যমন্ত্রী এবং পশ্চিমবঙ্গ সরকার ধান কেনাতে কত বড় দুর্নীতি করেছে রাইস মিল মালিকদের একটা অংশকে নিয়ে, প্রমাণ বিরোধী দলনেতা করে দেবে।"
পাল্টা জবাব দিতে দেরি করল না তৃণমূলও। বরানগরের তৃণমূল বিধায়ক তাপস রায় বলেন, "যদি সেরকম কিছু থেকে থাকে, এত বছর ধরে উনি বলছেন না কেন ? দেখাননি কেন ?"
গ্রাম বাংলার ভোটের দিনক্ষণ এখনও ঘোষণা করেনি রাজ্য নির্বাচন কমিশন। কিন্তু ইতিমধ্যে কোমর বেঁধে ভোট প্রস্তুতিতে নেমে পড়েছে শাসক-বিরোধী দুপক্ষ ! মঙ্গলবার এরাজ্যে কৃষকের আত্মহত্যা, সারের দাম নিয়ে কালোবাজারি, কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা থেকে কৃষক পরিবারগুলিকে বঞ্চিত করার মতো একাধিক অভিযোগ তুলে কলেজ স্কোয়ার থেকে রানি রাসমনি অ্যাভিনিউ পর্যন্ত মিছিল করে বিজেপির কিষান মোর্চা। কৃষক 'আত্মহত্যা'-কে হাতিয়ার করে শুভেন্দু সুর চড়ান। তিনি বলেন, এক মাস ধরে বাংলায় ৪ জন আলুচাষি আত্মহত্যা করেছেন। চন্দ্রকোণা, আমলাশোল, চন্দ্রকোণা, হুগলির ফুরফুরার খানাকুল ২ নম্বর ব্লকে। কৃষকদের আত্মহত্যা বসে দেখতে পারি না। তাই পথে নেমে প্রতিবাদ।
এ প্রসঙ্গে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, বিজেপি কৃষক মেরে, কৃষক প্রেম করছে ৷ দিল্লিতে কি করছিলেন ? কেন্দ্রীয় মন্ত্রীর ছেলে কি করেছেন ? সাধারণ মানুষের জীবন বিপন্ন করে, কৃষকদের অসুবিধা করেছে ৷ এখানে কৃষকদের জীবন সুরক্ষিত ৷ ওরা কৃষি নীতি প্রত্যাহার করছে।
এদিকে সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেন, দেশ জুড়ে কৃষকরা আত্মহত্যা করছে, আর এরা এখানে কৃষকদের জন্য মিছিল করছে।
মঙ্গলবার সিঙ্গুরে পথশ্রী রাস্তাশ্রী প্রকল্পের সূচনা করেন মুখ্যমন্ত্রী। এদিন সিঙ্গুরের অধিগৃহীত জমি ফেরত নিয়েও মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করতে ছাড়েননি বিরোধী দলনেতা। শুভেন্দু অধিকারী বলেন, সিঙ্গুরে যে জমিতে সর্ষের বীজ পুঁতেছিলেন সরষে হয়নি। মাছ হয়নি। ওই জমিতে বালি সিমেন্ট রড মিশে গেছে। ব্যবহারযোগ্য জমি নয়।
অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, কৃষকদের চাষযোগ্য জমি ফেরানো হয়েছে। আমরা কথা দিয়েছিলাম, কথা রেখেছি।
এদিন বিজেপির কিষান মোর্চার মিছিলে নানা ছবি ধরা পড়ে। কোথাও রাজ্যের কৃষকদের অবস্থা বোঝাতে খাটিয়া কাঁধে মিছিলে হাঁটেন কর্মী সমর্থকরা। কারও গলায় ছিল আলুর মালা, আবার আলুর তৈরি নানা পদ নিয়েও কর্মীদের এদিন দেখা যায় মিছিলে।
আরও পড়ুন ; 'কাউন্টডাউন শুরু', চাপল অর্থনৈতিক নিষেধাজ্ঞা, বাংলায় জারি ধারা ২৭! দাবি শুভেন্দুর