Sandip Ghosh CBI Office : আজ ফের CBI অফিসে সন্দীপ ! কী প্রশ্ন গোয়েন্দাদের, ঢোকার আগেই খুললেন মুখ
Sandip Ghosh In CBI Office : সন্দীপের দাবি, তাঁকে গ্রেফতার করেনি সিবিআই, জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে। সঞ্জয়ের সঙ্গে মুখোমুখি তাঁকে বসায়নি CBI
![Sandip Ghosh CBI Office : আজ ফের CBI অফিসে সন্দীপ ! কী প্রশ্ন গোয়েন্দাদের, ঢোকার আগেই খুললেন মুখ Former Medical College Principal Sandip Ghosh In CBI Office Sandip Ghosh CBI Office : আজ ফের CBI অফিসে সন্দীপ ! কী প্রশ্ন গোয়েন্দাদের, ঢোকার আগেই খুললেন মুখ](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/08/17/d706221f12fdf76122b5b5f71984cc2a172387174357753_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
রঞ্জিত সাউ, সুকান্ত মুখোপাধ্যায়, হিন্দোল দে, কলকাতা : শুক্রর পর শনির সকালেও সিবিআই দফতরে সন্দীপ ঘোষ। আগের দিন গভীর রাতে তিনি বাড়ি ফেরেন। শুক্রবারও চলে ম্যারাথন জিজ্ঞাসাবাদ। গোয়েন্দারা সেদিনের ঘটনা সংক্রান্ত নানা প্রশ্ন করেন। ঠিক কী কী প্রশ্ন করেছিলেন গোয়েন্দারা, তা কিছুটা জানা যাচ্ছে সূত্র মারফৎ।
শনিবার সকাল ১০টা নাগাদ বেলেঘাটার বাড়ি থেকে বেরোন সন্দীপ ঘোষ। এদিন অ্যাপ ক্যাবে চড়ে পিছনের গেট দিয়ে CGO কমপ্লেক্সে ঢোকেন তিনি। সঙ্গে সঙ্গে সাংবাদিকরা প্রশ্ন করতে শুরু করেন। তখন কথা বলা কিছুটা এড়িয়েই যান সন্দীপ। ছোট বাক্যেই সারেন উত্তর।
সূত্রের খবর, সন্দীপের কাছে শুক্রবার তদন্তকারীরা প্রশ্ন রাখে , ঘটনার কথা তিনি কীভাবে, কার কাছ থেকে প্রথম জেনেছিলেন? এরপর কী পদক্ষেপ নিয়েছিলেন? প্রাক্তন অধ্যক্ষ কি ঘটনাস্থলে গিয়েছিলেন? CBI জানতে চায়, সেমিনার হলের পাশে সংস্কারের কাজ কার নির্দেশে শুরু হয়েছিল? CBI-র প্রশ্ন, পুলিশ কি সন্দীপকে জানিয়েছিল ক্রাইম সিনের আশপাশের এলাকা সুরক্ষিত রাখার কথা? তাহলে তাড়াহুড়ো করে সংস্কারের কারণ কী? প্রাক্তন অধ্যক্ষের কাছে জানতে চায় CBI. সূত্রের খবর, সন্দীপ ঘোষের কাছে ওই দিন রাতে চেষ্ট মেডিসিন বিভাগের ডিউটি রোস্টার চাওয়া হয়েছে। এর আগে চেষ্ট মেডিসিনের বিভাগীয় প্রধান অরুণাভ দত্ত চৌধুরীর কাছ থেকেও ডিউটি রোস্টার সম্পর্কে তথ্য চায় CBI ।
গতকাল তদন্তকারীরা সহযোগিতা করেছেন, বিষয়টি বিচারাধীন, তাই বেশি কিছু বলব না। জানিয়ে দেন RG কর মেডিক্যালের প্রাক্তন অধ্যক্ষ। ধর্ষণকাণ্ডে এখনও পর্যন্ত ১ জনকেই গ্রেফতার করা হয়েছে। সঞ্জয় রায়। সন্দীপের দাবি, তাঁকে গ্রেফতার করেনি সিবিআই, জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে। সঞ্জয়ের সঙ্গে মুখোমুখি তাঁকে বসায়নি CBI. তদন্তকারীরা সহযোগিতা করেছেন, বিষয়টি বিচারাধীন, তাই বেশি কিছু বলব না । জানান RG কর মেডিক্যালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। শুক্রবার সন্দীপকে নাটকীয়ভাবে মাঝরাস্তা থেকে CGO কমপ্লেক্সে নিয়ে আসেন কেন্দ্রীয় গোয়েন্দারা। চলে দীর্ঘ জিজ্ঞাসাবাদ।
CBI সূত্রে দাবি, সন্দীপ ঘোষকে তলব করে বৃহস্পতিবার নোটিস পাঠানো হয়েছিল। কিন্তু নিরাপত্তাহীনতার কারণ দেখিয়ে তিনি হাজিরা দিতে পারছিলেন না। এরপরই এদিন CBI-এর তরফে তাঁকে বলা হয়, সল্টলেকের কাছাকাছি কোথাও আসতে। সেখান থেকে তাঁকে CGO কমপ্লেক্সে নিয়ে যাওয়া হবে। সেই মতো এদিন ই এম বাইপাসের ধারে, কোনও এক জায়গায় এসেছিলেন সন্দীপ ঘোষ। CBI অফিসাররা তাঁকে গাড়িতে তুলে CGO কমপ্লেক্সে নিয়ে যান।
আরও খবর :
১৩০০ যাত্রীকে নিয়ে ফের বেলাইন ট্রেন, দুর্ঘটনার মুখে সবরমতী এক্সপ্রেস
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)