Newtown Fire: নিউটাউনের জ্যোতিনগরে বিধ্বংসী আগুনে পুড়ে গেল চারটি বাড়ি
West Bengal News: পুড়ে যায় মাধ্যমিক পরীক্ষার্থীদের বই, খাতা। প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। কী কারণে আগুন লাগল, খতিয়ে দেখছে দমকল।
নিউটাউন: নিউটাউনের (Newtown Fire) জ্যোতিনগরে বিধ্বংসী আগুনে পুড়ে গেল চারটি বাড়ি। রাস্তা সংকীর্ণ হওয়ায় সমস্যায় পড়ে দমকল। সামনেই মাধ্যমিক পরীক্ষা তার আগে পুড়ে ছাই হয়ে গিয়েছে বই খাতাও। আগুন লাগার কারণ খতিয়ে দেখছে দমকল।
বিধ্বংসী আগুনে পুড়ে ছাই: স্থানীয়দের দাবি, সকাল সাড়ে ৯টা নাগাদ একটি বাড়িতে গ্যাস সিলিন্ডার ফেটে আগুন লাগে। লাগোয়া বাড়িগুলিতে আগুন ছড়িয়ে পড়ে। স্থানীয়রাই পুকুর থেকে জল নিয়ে এসে আগুন নেভাতে চেষ্টা করেন। দুটি ইঞ্জিন এলেও, সংকীর্ণ রাস্তার কারণে ঢুকতে পারেনি দমকল। ততক্ষণে ভস্মীভূত হয়ে যায় দরমা ও টিনের ছাউনি দেওয়া বাড়িগুলি। পুড়ে যায় মাধ্যমিক পরীক্ষার্থীদের বই, খাতা। প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। কী কারণে আগুন লাগল, খতিয়ে দেখছে দমকল।
এদিকে একইভাবে কালীগঞ্জ থানার রাওতাড়া গ্রামে বিধ্বংসী আগুনে ভস্মীভূত হয়ে গেল চারটি বাড়ি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে গতকাল রাতে ওই গ্রামের মণ্ডল পাড়ার বাসিন্দা লালন শেখ গরুর গোয়ালে ধোওয়া দেওয়ার জন্য আগুন ধরিয়েছিলেন। রাতে সকলে ঘুমিয়ে যাওয়ার পর সেই আগুন থেকে গোয়াল ঘরে আগুন ধরে যায়। দ্রুত সেই আগুন ছড়িয়ে পড়ে গোটা বাড়িতে। পাশের তিনটি বাড়িতেও আগুন ছড়িয়ে পড়ে। সেই সময় তাঁরাও গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন। আগুন দেখে প্রতিবেশীরা ছুটে আসেন, তাঁদের চিৎকারে বাড়ির লোকজনের ঘুম ভেঙে যায়। সবাই মিলে আগুন নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকলের একটি ইঞ্জিন। ততক্ষণে বিধ্বংসী আগুনে সম্পূর্ণ ভষ্মীভূত হয়ে যায় চারটি বাড়ি সহ সমস্ত জিনিসপত্র।
এর আগে গত বছর ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গিয়েছিল হাওড়ার ডুমুরজলা স্টেডিয়ামের কাছে ইছাপুর বস্তির বড় অংশ। আগুনের লেলিহান শিখায় কমপক্ষে ৯০টি ঘর সম্পূর্ণভাবে ভষ্মিভূত হয়ে যায়। ঘরের মধ্যে যাবতীয় আসবাবপত্র সহ বই, ভোটার আই কার্ড, আধার কার্ড, ব্যাঙ্কের বইয়ের মতো গুরুত্বপূর্ণ কাগজপত্র সবই পুড়ে গিয়েছিল। বই খাতা পুড়ে যাওয়ায় সমস্যায় পড়ে মাধ্যমিক পরীক্ষার্থীও।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Ram Mandir: 'রাম স্বপ্নে এসে যেতে বারণ করছেন', চাঞ্চল্যকর দাবি লালু-পুত্রের!