Higher Secondary Result 2022: সব বিষয়ে রিভিউের সুবিধা, নতুন পদক্ষেপ সংসদের
HS Result 2022 Review: এবার সব পরীক্ষার্থী সব বিষয়ে স্ক্রুটিনি ও রিভিউ করতে পারবেন। আগের মতো বিষয়ের সংখ্যা নির্দিষ্ট করা নেই।
![Higher Secondary Result 2022: সব বিষয়ে রিভিউের সুবিধা, নতুন পদক্ষেপ সংসদের higher secondary examination 2022, students can call for review on all subjects, HS council decides Higher Secondary Result 2022: সব বিষয়ে রিভিউের সুবিধা, নতুন পদক্ষেপ সংসদের](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/06/08/9629b231dda1b817e4102d974833ceca_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: এবার বদল উচ্চমাধ্যমিকের পুনর্মূল্যায়নের নিয়মে। শুধু দুটি নয়, এবার সব বিষয়েই পুনর্মূল্যায়ন চাইতে পারবেন পরীক্ষার্থীরা।
কী সিদ্ধান্ত:
এবার সব পরীক্ষার্থী সব বিষয়ে স্ক্রুটিনি (Scrutiny) ও রিভিউ (review) করতে পারবেন। আগের মতো বিষয়ের সংখ্যা নির্দিষ্ট করা নেই।
বিপুল অকৃতকার্য:
২০২২ সালে উচ্চমাধ্যমিকে (High Secondary) অকৃতকার্য হয়েছেন প্রায় ৮২ হাজার পরীক্ষার্থী (Student)। ফল বেরনোর পরে রাজ্যজুড়ে বিভিন্ন এলাকায় পাশ করানোর দাবিতে বিক্ষোভ-অবরোধ হচ্ছে। এই পরিস্থিতিতে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে জানানো হয়েছে অকৃতকার্যদের মূল্যায়নে কোনও ভুল নেই।
তাহলে স্ক্রুটিনি ও রিভিউয়ের ক্ষেত্রে এমন সিদ্ধান্ত কেন? তাহলে কি নানা জায়গায় আন্দোলনের কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হল? যদিও সংসদ সূত্রের জানানো হয়েছে, পড়ুয়াদের স্বার্থ ও স্বচ্ছতার স্বার্থে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উচ্চমাধ্যমিকের শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, "পাশের হার ছিল এত...আনসাকসেসফুল ১১.৫৬ পারসেন্ট.. প্রায় ৮০ হাজারের কাছাকাছি... এবার রেজাল্ট তুলনামূলকভাবে খুবই ভালো... টপ টেনে ২৭২ জন... পরীক্ষা দিলে কেউ না কেউ তো ফেল করবেই। এতে আমাদের কিছু করার নেই। পাস করিয়ে দেওয়ার দাবি.. গতবার পরীক্ষা হয়নি। তাতে পাস করানো হয়। পরীক্ষা ব্যবস্থায় পাস-ফেল প্রথা থাকবে। কোনও অভিযোগ থাকলে, পোস্ট পাবলিকেশন স্ক্রুটিনি, রিভিউ ওপেন করছি। খুটিয়ে দেখব। পাশ করার মতো অবস্থায় থাকলে, নিশ্চয়ই করবে।"
কবে থেকে শুরু:
২০ জুন থেকে রিভিউ এবং স্ক্রুটিনির জন্য আবেদন করতে পারবেন পরীক্ষার্থীরা। আবেদন গ্রহণ করা হবে আগামী ৫ জুলাই পর্যন্ত। আবেদন করতে হবে একমাত্র অনলাইন মাধ্যমে। অফলাইনে কোনও রিভিউ এবং স্ক্রুটিনি হবে না বলে জানানো হয়েছে উচ্চ মাধ্যমিক বোর্ড।
বিশেষ সতর্কতা:
আবেদনকারীরা একই সঙ্গে রিভিউ-স্ক্রুটিনি এবং আরটিআই করতে পারবেন না বলে জানানো হয়েছে। তেমনটা করলে জটিলতা বাড়তে পারে। ফল পেতেও দেরি হতে পারে বলে জানিয়েছে বোর্ড। আরটিআইয়ের সময় উত্তরপত্রের ফটোকপির জন্য আবেদন করা যাবে।
আরও পড়ুন: দ্বিতীয়বারের নোটিসে সিবিআইয়ের মুখোমুখি তৃণমূল বিধায়ক সওকত মোল্লা
Education Loan Information:
Calculate Education Loan EMI
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)