KYC-আপডেটের নামে প্রতারণার ফাঁদ! সিম বন্ধের ভয় দেখিয়ে বৃদ্ধের ৪ লক্ষ টাকা গায়েব উত্তরপাড়ায়
চুঁচুড়া সাইবার সেল সূত্রে জানা গিয়েছে, ‘অটোমেটিক্যালি ফরোয়ার্ড এসএমএস টু ইয়োর পিসি/ফোন’ এই ধরনের অ্যাপ ডাউনলোড করলেই, মোবাইল নিয়ন্ত্রণে চলে যায় প্রতারকের হাতে।
সৌরভ বন্দ্যোপাধ্যায়, হুগলি : KYC- আপডেট না-হলেই ব্লক হয়ে যাবে মোবাইলের সিম। মেসেজ পেয়েই, চমকে উঠেছিলেন বৃদ্ধ। মোবাইল বন্ধ হয়ে যাওয়ার ভয়ে তড়িঘড়ি ফোনও করেন মেসেজে দেওয়া নম্বরে। সেই ফোনের নির্দেশ অনুসরণ করে ৩ লক্ষ ৬২ হাজার টাকা খোওয়ানোর অভিযোগ তুললেন উত্তরপাড়ার এক অবসরপ্রাপ্ত রেলকর্মী। এমনটা যে ঘটতে পারে ঘুনাক্ষরেও বুঝতে পারেননি উত্তরপাড়ার আরকে স্ট্রিটের বাসিন্দা ফাল্গুনী মুখোপাধ্যায়। অভিযোগ জানিয়েছেন উত্তরপাড়া থানা ও চুঁচুড়ার সাইবার সেলে।
বৃদ্ধের দাবি, ২৬ অক্টোবর মোবাইলে মেসেজ আসে সিম কার্ডের মাধ্যমে কেওয়াইসি আপডেট না করলে কার্ড ব্লক হয়ে যাবে বলে মেসেজ পান তিনি। ব্লকের মেসেজ দেখে তিনি সেখানে দেওয়া নম্বরে ফোন করেন। নির্দেশ মতো একটি অ্যাপ ডাউনলোড করতে গিয়েই বিপত্তি ঘটে। তাঁকে বলা হয় একটি অ্যাপ ডাউনলোড করে তা দিয়ে দশ টাকা পাঠিয়ে দিতে। ফোনে ডেবিট মেসেজ না আসায় তিনি কিছুই জানতে পারেননি। বুধবার এটিএম থেকে টাকা তুলতে গিয়ে দেখেন, তিনটি অ্যাকাউন্ট থেকে টাকা খোয়া গিয়েছে।
প্রায় বছর দশেক ধরে অনলাইনে কেনাকাটা করে আসছেন বৃদ্ধ, কিন্তু তার পরেও অনলাইন প্রতারণার ফাঁদে পড়েন তিনি। অভিযোগকারী ফাল্গুনী মুখোপাধ্যায় বলেছেন, 'অনলাইনে লেনদেনে সুবিধা বলে করতে গিয়ে বিপত্তিটা হল।' এদিকে, অভিযোগকারীর মেয়ে শতাব্দী মুখোপাধ্যায় বলেছেন, 'এতদিন বাবা অনলাইন লেনদেন করেছে। এমনভাবে প্রতারণা ভাবতেই পারছি না। পুলিশ দেখুক প্রবীণ মানুষ, তাঁর টাকা যাতে উদ্ধার হয়।'
চুঁচুড়া সাইবার সেল সূত্রে জানা গিয়েছে, ‘অটোমেটিক্যালি ফরোয়ার্ড এসএমএস টু ইয়োর পিসি/ফোন’ এই ধরনের অ্যাপ ডাউনলোড করলেই, মোবাইল নিয়ন্ত্রণে চলে যায় প্রতারকের হাতে। ওটিপি থেকে ব্যাঙ্কের অ্যাকাউট ব্যালেন্সের মেসেজ কোনও কিছুই আর প্রতারিত জানতে পারেন না। সেই সুযোগটাই নেয় প্রতারকরা।
আরও পড়ুন- অনলাইন শপিংয়ে প্রতারণার শিকার প্রাক্তন আইএএস, কলকাতায় গ্রেফতার ৫
আরও পড়ুন- প্রতারণা থেকে বাঁচতে নিজেই অনলাইনে ভেরিফাই করুন আধার তথ্য, জেনে নিন পদ্ধতি