Anubrata Mandal: অনুব্রত-র লটারি জয়ের রহস্য ফাঁস ! ED-র চার্জশিটে চাঞ্চল্যকর তথ্য
ED on Anubrata Lottery: কীভাবে বারবার লটারি ভাগ্য প্রসন্ন হত অনুব্রত মন্ডলের, ইডি-র চার্জশিটে চাঞ্চল্যকর তথ্য !
কলকাতা: অনুব্রত-র বারবার লটারি জয়ের রহস্য ফাঁস, ইডি-র চার্জশিটে চাঞ্চল্যকর তথ্য। একদিকে গরু পাচার কীভাবে হত, কার মারফত হত, টাকা কোথা থেকে আসত, কোথায় যেত, এসব নিয়ে যেমন ইডির চার্জশিটের ছত্রে ছত্রে চাঞ্চল্য়কর দাবি করা হয়েছে, তেমনই অনুব্রত মণ্ডলের পরিবারের বারবার লটারি পাওয়া নিয়েও উঠে এসেছে ভয়ঙ্কর তথ্য়!
ইডির চার্জশিটে উল্লেখ করা হয়েছে'বোলপুরের গাঙ্গুলি এজেন্সি আগে থেকেই অনুব্রতকে জানিয়ে দিত, লটারিতে কারা জিতেছে এবং কত টাকা জিতেছে।বোলপুরের কাউন্সিলর বিশ্বজ্যোতি বন্দ্যোপাধ্যায়ের ওপর দায়িত্ব ছিল যোগাযোগ রাখার।প্রভাব খাটিয়ে লটারি বিজয়ীদের সঙ্গে যোগাযোগ করা হত। বদলে অনুব্রতর থেকে কমিশন পেত বিশ্বজ্যোতি। ৫০ লক্ষ করে দুবার এবং ১ কোটি টাকা করে একবার লটারি জিতেছিল', জানিয়েছে অনুব্রত, উল্লেখ চার্জশিটে। এখানেই শেষ নয়, চার্জশিটে অন্য জায়গায় উল্লেখ অনুব্রত ও তাঁর পরিবার ১০ থেকে ১২ বার লটারি জিতেছে। সুকন্যা মণ্ডল ২০১৯-২০ ৭৫ লক্ষ ৫৩ হাজার টাকা লটারিতে পেয়েছে। সুকন্যা ২০২০-২১ সালে ৫৬ লক্ষ টাকা জিতেছে লটারিতে, উল্লেখ চার্জশিটে।
৩ বছরে, ৫টি লটারিতে প্রায় ২ কোটি টাকার পুরস্কার ঢুকেছে এক পরিবারের ব্যাঙ্ক অ্যাকাউন্টেই। এই বিষয়টি অনেক আগে থেকেই চর্চার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে। এবার দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টে, জমা দেওয়া চার্জশিটেও। অনুব্রত মণ্ডলের সেই লটারি-রহস্যের কথাও তুলে ধরেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। চার্জশিটের ১৪৯ নম্বর পাতায় উল্লেখ করা হয়েছে, ৫-৬টি লটারি নয়, জেরায় অনুব্রত স্বীকার করেছেন, বোলপুরের লটারি ব্যবসায়ী, বাপি গঙ্গোপাধ্যায়কে তিনি চেনেন এবং তিনি ও তাঁর মেয়ে সুকন্যা ১০ থেকে ১২ বার লটারি জিতেছেন।
আরও পড়ুন, সবুজ পাতাজাতীয় সবজি Kale-র পুষ্টিগুণ, কী কী সমস্যার সমাধান করে?
আরও পড়ুন, ওজন কমাতে কীভাবে সাহায্য করে মৌরী? রোজের মেনুতে উপকরণ রাখলে আর কী কী উপকার পাবেন?
আজ্ঞে হ্য়াঁ, ১০ থেকে ১২ বার এক পরিবারেরই না কি লটারি ঢুকেছে। কিন্তু এমনটা কী করে সম্ভব? নেপথ্য়ে কী খেলা? অনুব্রত মণ্ডল কীভাবে অন্যের জেতা লটারির টিকিট নগদে কিনতেন, গত নভেম্বরে তা নিয়ে লটারি ব্যবসায়ী বাপি গঙ্গোপাধ্যায় এবিপি আনন্দর মুখোমুখি হয়ে বিস্ফোরক দাবি করেছিলেন। অপরদিকে, বোলপুরের লটারির দোকানে গিয়েও সরেজমিনে তদন্ত করেছিলেন কেন্দ্রীয় সংস্থার আধিকারিকরা। এমনকী অনুব্রত মণ্ডলের লটারি জেতার পিছনে, বোলপুরের তৃণমূল কাউন্সিলর বিশ্বজ্যোতি বন্দ্যোপাধ্য়ায়ের নামও জড়িয়ে গেছে। তাঁকেও জিজ্ঞাসাবাদ করেছে কেন্দ্রীয় এজেন্সি।