Howrah News: নিয়ন্ত্রণ হারিয়ে পাশের লেনে ম্যাটাডর, একের পর এক গাড়ির ধাক্কা; ভারত সেবা সংঘের সন্ন্যাসী-সহ ২ জনের মৃত্যু !
Road Accident: আহতদের উলুবেড়িয়া শরৎচন্দ্র মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে দু'জনের অবস্থা আশঙ্কাজনক।

সুনীত হালদার, বাগনান (হাওড়া) : মর্মান্তিক। নিয়ন্ত্রণ হারিয়ে পরপর গাড়ির ধাক্কা। হাওড়ার বাগনান লাইব্রেরি মোড়ে ১৬ নং জাতীয় সড়কে দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় ভারত সেবা সংঘের এক সন্ন্যাসী-সহ দুইজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৫ জন।
কীভাবে দুর্ঘটনা ?
কলকাতার বালিগঞ্জ ভারত সেবা সংঘ থেকে একটি ম্যাটাডর গাড়ি পূর্ব মেদিনীপুরের মহিষাদলে একটু অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য যাচ্ছিল। বাগনান লাইব্রেরি মোড়ে ম্যাটাডরটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের লেনে চলে গেলে হাওড়াগামী একটি বালিবাহী লরি ওই গাড়িটিকে ধাক্কা মারে। তার পিছনে আরও একটি প্রাইভেট গাড়ি ম্যাটাডরটিকে ধাক্কা মারে। দুর্ঘটনার জেরে ভারত সেবা সংঘের এক সন্ন্যাসী স্বামী সুভাষ মহারাজের মৃত্যু হয়। মৃত সংঘের আরও এক কর্মী।
এদিকে ঘটনার জেরে জাতীয় সড়কে যানজট সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বাগনান থানার পুলিশ। আহতদের উলুবেড়িয়া শরৎচন্দ্র মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে দু'জনের অবস্থা আশঙ্কাজনক। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ম্যাটাডরটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের লেনে চলে যাওয়ার ফলেই এই দুর্ঘটনা।
আগেও দুর্ঘটনা !
গত মাসেই হাওড়ায় ঘটে যায় দুর্ঘটনা। সকালেই ভয়াবহ অভিজ্ঞতা হয় বাসযাত্রীদের। সকাল ৮ টার সময় হাওড়ার উলুবেড়িয়ায় ঘটে যায় সাঙ্ঘাতিক ঘটনা। উলুবেড়িয়ার কুলগাছিয়া শ্রীরামপুরে ১৬ নম্বর জাতীয় সড়কে বাসের সংঘর্ষ ডেকে আনে ভয়ঙ্কর পরিণতি।
সকাল ৮ টা নাগাদ, একটি বাসের পিছন থেকে ধাক্কা মারে আরও একটি বাস। প্রবল ধাক্কায় সামনের বাসটিতে আহত হন প্রায় ২০ জন বাস যাত্রী। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় , এদিন সকালে নন্দীগ্রাম - বারাসাত রুটের একটি বেসরকারি বাস আচমকা, শ্রীরামপুরে দাঁড়িয়ে পড়ে যাত্রী তোলার জন্য। তার পিছনে ছিল দিঘা থেকে হাওড়াগামী একটি বাস। সামনের বাসটি হঠাৎ দাঁড়িয়ে পড়ায় ঘটে বিপত্তি। নিয়ন্ত্রণ হারিয়ে দিঘা - হাওড়া রুটের বাসটি সামনের বাসটিকে ধাক্কা মারে। দুইটি বাসের সব মিলিয়ে প্রায় ১০০ জন যাত্রী ছিল। ধাক্কা মারা গাড়িটির চালক ঘটনার পর পালিয়ে যা.। দু'টি বাসকেই আটক করে পুলিশ। আহতদের উলুবেরিয়া শরৎচন্দ্র মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
অন্যদিকে তার আগের রাতে হাওড়াতেই ঘটে যায় আরও একটি দুর্ঘটনা। হাওড়ার কদমতলায় সরকারি আবাসনের সামনে এক তৃণমূল কর্মীর বাইকের ধাক্কায় মৃত্যু হয় এক মহিলা পথচারীর।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
